কেন যেন মাঝে মাঝেই অনেক পাগলামি করতে ইচ্ছা করে
ইচ্ছা করে মনের ডাক শুনে কোথাও ছুটে চলে যাই
——-হারিয়ে যাই দূর কোন অজানায়,
যেখানে কোন চিন্তা থাকবেনা, ভাবনা থাকবেনা
থাকবে শুধু এক অপূর্ব প্রশান্তি……মনের প্রশান্তি।
—————- সীমা সারমিন
যেখানে কোন চিন্তা থাকবেনা, ভাবনা থাকবেনা
থাকবে শুধু এক অপূর্ব প্রশান্তি……মনের প্রশান্তি।
প্রশান্তি কিন্তু কিছু ভেবেই আসে। হঠাৎ করে অনুভব করার মত অনুভূতি নয়। আর যেখানে কিছু চিন্তা বা ভাবনা থাকবে না, সেখানে এই অনুভূতি আসার কথা ভাবা ভুল বলে আমার ধারণা 🙂
২২টি মন্তব্য
জিসান শা ইকরাম
ইচ্ছে বাস্তবায়ন করুন —
তবে ” যেখানে কোন চিন্তা থাকবেনা, ভাবনা থাকবেনা
থাকবে শুধু এক অপূর্ব প্রশান্তি……মনের প্রশান্তি। ” —- এমন স্থান কোথাও নেই 🙂
হলুদ পরী সাদা নাকফুল
এটাই তো সমস্যা ভাইয়া … এমন কোন স্থান নেই । 🙁
প্রিন্স মাহমুদ
(y)
হলুদ পরী সাদা নাকফুল
;?
শুন্য শুন্যালয়
ইচ্ছে করলে করে ফেলুন …
মনের মধ্যে পাগলামি জমিয়ে রাখা ঠিক না 🙂
হলুদ পরী সাদা নাকফুল
করতে পারলে তো করেই ফেলতাম 🙁
আদিব আদ্নান
বাস্তবে রূপ দিন ।
শুধুই আনন্দ আকাশে-বাতাসে ।
হলুদ পরী সাদা নাকফুল
ভাস্তবে রুপদিতে পারলে হয়তো সত্যি আনন্দ আকাশে বাতাসে থাকতো 🙂
নীলকন্ঠ জয়
আপনার ইচ্ছে করে কিন্তু আমি এগুলো প্রায়ই করি। ছোটবেলা থেকেই আমি একটু অ্যাডভেঞ্চার প্রিয়।।
হলুদ পরী সাদা নাকফুল
আমি পারি না ভাইয়া তাই তো শুধুই ইচ্ছা করে 🙁
মা মাটি দেশ
(y) -{@ \|/
হলুদ পরী সাদা নাকফুল
😮
(y)
ছাইরাছ হেলাল
প্রশান্তির খোঁজ পেয়ে কোথায় হারালেন ?
হলুদ পরী সাদা নাকফুল
হারাইনি ভাইয়া ……… -{@
রাতুল
যেখানে কোন চিন্তা থাকবেনা, ভাবনা থাকবেনা
থাকবে শুধু এক অপূর্ব প্রশান্তি……মনের প্রশান্তি।
প্রশান্তি কিন্তু কিছু ভেবেই আসে। হঠাৎ করে অনুভব করার মত অনুভূতি নয়। আর যেখানে কিছু চিন্তা বা ভাবনা থাকবে না, সেখানে এই অনুভূতি আসার কথা ভাবা ভুল বলে আমার ধারণা 🙂
হলুদ পরী সাদা নাকফুল
তাই তো ভেবে দেখিনিত কখনো ……… কিন্তু আমি সেই ভাবনা চিন্তার কথা বলছি যাতে শুধু মন কষ্টই পায় ।
বনলতা সেন
ইচ্ছে মতই করুণ পাগলামি এবং যত খুশি , তবে একটু সাবধান আপনাকে হতেই হচ্ছে ।
হলুদ পরী সাদা নাকফুল
সাবধান হয়ে করতে হলে তো চিন্তা মুক্তো হতে পারলামনা তবে ইচ্ছা মতো সব করবো কিভাবে আপু ?
ছাইরাছ হেলাল
যত খুশি করুন সমস্যা নেই তবে দিন ক্ষণ জানান দিলে
অন্তত দর্শক হতে পারব আপনার অনুমতি সাপেক্ষে ।
হলুদ পরী সাদা নাকফুল
ঠিক আছে ভাইয়া জান্তে পারলে জানাবো 🙂
খসড়া
হাসবো কিনা বুঝতে পারছি না। 🙁
হলুদ পরী সাদা নাকফুল
কেন ভাইয়া ……… কি হল আপনার?
আমি কি কিছু করেছি ? 🙁