ইচ্ছা করে পাগলামি করতে

সীমা সারমিন ১৫ নভেম্বর ২০১৩, শুক্রবার, ১০:৩৪:৩১অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

কেন যেন মাঝে মাঝেই অনেক পাগলামি করতে ইচ্ছা করে
ইচ্ছা করে মনের ডাক শুনে কোথাও ছুটে চলে যাই
——-হারিয়ে যাই দূর কোন অজানায়,
যেখানে কোন চিন্তা থাকবেনা, ভাবনা থাকবেনা
থাকবে শুধু এক অপূর্ব প্রশান্তি……মনের প্রশান্তি।
—————- সীমা সারমিন

৫৯৫জন ৫৯৫জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ