আপাততো নামটা জেনে নিন। মাত্র তো শুরু করলাম। আস্তে আস্তে বিস্তারিত পরিচয় জানিয়ে দিবো। বিশেষ কোনো উদ্দেশে ব্লগিং শুরু করিনি। শুধু সামাজিকীকরণের নতুন একটা মাধমের সাথে নিজেকে যুক্ত করা . আর কিছুনা। কথা দিলাম, কাউকে আঘাত বা হেউ বা কারো মতাদর্শকে নেংটা করে দিবো না। এটা সবার কাছে এক মুসলমানের ওয়াদা।
[[নোট: ভুলে বা আবেগের বশবর্তী হয়ে যদি কাউকে কখনো আঘাত দিয়ে ফেলি, দয়া করে সরাসরি বলবেন।আমরা কথা বলে ,যুক্তি-তর্ক করে ব্যাপারটা মিটমাট করে ফেলবো .]]
Happy Blogging 🙂
১৩টি মন্তব্য
সঞ্জয় কুমার
সোনেলায় স্বাগতম
Imon
ধন্যবাদ । 🙂
ব্লগার সজীব
বৃক্ষ তোমার নাম কি?ফলে পরিচয়।’নেংটা’ শব্দটি এই ব্লগে অচল।আপাতত নিজের নামটা বাংলা করে নিন। স্বাগতম সোনেলায়।
Imon
“আঘাত বা হেউ ” শব্দ দুটি আপনার দৃষ্টি এড়িয়ে গেলো . যে শব্দটা আপনি মেনশন করেছেন সেটা এক্সট্রিম উগ্রতা বুজানোর জন্য ব্যাবহার করা যায় না !
যাই হোক ,ব্যাপারটা খেয়াল রাখবো . ধন্যবাদ . 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
স্বাগতম আপনাকে।এখানে নিজের পোষ্টের চেয়ে অন্যের লেখা পড়ে কমেন্টস করার গুরুত্ত্ব বেশী।শুভ হউক ব্লগিং।
Imon
ধন্যবাদ 🙂
লীলাবতী
ব্লগার সজীব বলেছেনঃবৃক্ষ তোমার নাম কি?ফলে পরিচয়।স্বাগতম।
Imon
আমি এমন অনেক বৃক্ষের কথা জানি তাদের ফল ফুল কিছুই হয়না . তবু ও তারা প্রকৃতিতে অবদান রেখে যাচ্ছে .
কেউ গুনাই ধরুক আর না ধরুক .
কে যেনো বলেছিল , বইয়ের মলাট দেখেই বইটার ব্যাপারে মন্তব্য করো না ….
উনি একটা শব্দ নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন . পুরু লেখার টুন উনি না বুজেই পুক করে গেলেন .
যাই হক, আমি নতুন। ব্লগ সম্পর্কে তেমন ধারনা নেই, আশা করি সবাই পাশে থেকে সাহায্য করবে। এমন গাছ টেনে এনে পুক করবেনা বা নিরুত্সাহিতও করবেনা .
ধন্যবাদ।
সঞ্জয় কুমার
লিমন ভাই ব্লগে লিখতে হলে আপনাকে অবশ্যই বাংলা বানান সম্পর্কে অনেক বেশী সচেতন হতেই হবে । লিখতে থাকুন । সমালোচনা কে স্বাগত জানান । সাথে নিজে কে শোধরানোর কাজও করুন ।
ইমন
সঞ্জয় দাদা
ধন্যবাদ 🙂 আমি খেয়াল রাখব ব্যাপার গুলা . আর আমি সুনেলায় কিবোর্ড বাছাইয়ের অপশন পাছিনা . যেটা সামুতে দেখা যায়। তাই আমাকে বাংলা টেক্সট থেকে কনভার্ট করে নিতে হয় .
আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে 🙂
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
স্বাগতম আপনাকে সোনেলাতে
চলুক ব্লগিং অবিরাম।
সাথেই আছি
ইমন
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ 🙂 ধন্যবাদ।
ইমন
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ 🙂 ধন্যবাদ।