একটু দেরীতে প্রতিক্রিয়া জানাচ্ছি।
রঙ নিয়ে হোলি খেলা সেই আদিম যুগ থেকে, প্রাগৈতিহাসিক আমল থেকে চলে আসছে।
এই খেলায় মত্ত এখনো উপরওয়ালা
(এই উপরওয়ালা সেই উপরওয়ালা) থেকে শুরু করে নিচের দু-পেয়ে ধ্বজাধারীরা পর্যন্ত।
এটা আমাদের সমাজের, ব্যাক্তি মননের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে ।
এই মূর্খামী ততদিন যাবেনা যতোদিন পর্যন্তনা,

সাদা গাড়ীতে কালো টায়ার ব্যবহৃত হবে;
বর্ণ বিদ্বেষ কখনোই যাবে না যতদিন মানুষ কালোকে অশুভ’র প্রতীক আর সাদাকে শান্তি’র প্রতীক হিসেবে ভাববে,
বর্ণবিদ্বেষ ততদিন দূরীভূত হবে না যতদিন মানুষ বিয়ের অনুষ্ঠানে সাদা পোষাক আর শেষ কৃত্যে কালো পোষাক পরবে;
বর্ণবিদ্বেষ ততদিন নির্মূল হবে না যতদিন মানুষকে যে কোন বিল পরিশোধ না করার জন্য কালোতালিকাভুক্ত করা হবে; সাদা তালিকাভুক্ত করা হবে না;
এমনকি স্নুকার খেলার সময় জিততে গেলে কালো বলটাকে পকেটে ফেলে দিয়ে সাদা বলটি অক্ষত রাখতে হয় স্নুকার টেবিলে;
বর্ণবাদ ততদিন নির্মূল হবেনা যতদিন পর্যন্ত বাসর ঘরের বিছানার চাদর সাদা হবে,
বর্ণবিদ্বেষ ততদিন যাবেনা, যতদিন মা তার শিশুর কপালে কালো টিকা মেরে দিবে,
বর্ণবাদ ততদিন থাকবে, যতদিন লেখার কাগজটা সাদা থাকবে;
বর্ণবাদ ততদিন যাবেনা যতদিন , আমাদের কন্যারা সাদা পাউডারের পিছনে ছুটবে,
বর্ণবাদ ততদিন যাবেনা, যতদিন আশকারা, মাস্কারা,লাইনার,ফাউন্ডেশন দিয়ে ঘষা মাজা চলবে,
বর্ণবাদ ততদিন যাবেনা যতদিন, আমাদের কন্যারা গায়ের রঙ কালো বলে গভীর রাতে কুশন ভিজাবে,
বর্ণবাদ ততদিন যাবেনা যতদিন আমাদের কন্যারা কালো বলে, প্রেম নিবেদন না করে হাত পা ঘুটিয়ে বসে থাকবে,
বর্ণবাদ ততদিন যাবেনা, যতদিন কবিতায় ‘ এক গুচ্ছ লাল গোলাপ ‘ ই বারবার রচিত হবে;
বর্ণবাদ ততদিন যাবেনা , যতদিন লাল গোলাপে প্রেম প্রার্থনা চলবে।
বর্ণবাদ ততদিন যাবেনা যতদিন রক্তের রঙ লাল হবে।

কিন্তু এতে আমার কিছু এসে যায়না; যতদিন পর্যন্ত আমি সাদা টিস্যু পেপার দিয়ে আমার কালো পশ্চাদদেশটি মুছতে পারছি; আমি খুশী ।

৫৯৬জন ৫৯৬জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ