আসেন পরিচয় পর্ব সেরে নেই

ইমন ৪ এপ্রিল ২০১৫, শনিবার, ০২:৪০:০৭অপরাহ্ন বিবিধ ১৩ মন্তব্য

আপাততো নামটা জেনে নিন। মাত্র তো শুরু করলাম। আস্তে আস্তে বিস্তারিত পরিচয় জানিয়ে দিবো। বিশেষ কোনো উদ্দেশে ব্লগিং শুরু করিনি। শুধু সামাজিকীকরণের নতুন একটা মাধমের সাথে নিজেকে যুক্ত করা . আর কিছুনা। কথা দিলাম, কাউকে আঘাত বা হেউ বা কারো মতাদর্শকে নেংটা করে দিবো না। এটা সবার কাছে এক মুসলমানের ওয়াদা।

[[নোট: ভুলে বা আবেগের বশবর্তী হয়ে যদি কাউকে কখনো আঘাত দিয়ে ফেলি, দয়া করে সরাসরি বলবেন।আমরা কথা বলে ,যুক্তি-তর্ক করে ব্যাপারটা মিটমাট করে ফেলবো .]]

Happy Blogging 🙂

৩৬১০জন ৩৬০৯জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ