বুক পকেটে সুখ জোছনা , সব দিয়েছি
– চোখের তারায়,
হাজার ফুলের নির্যাসে তোর ধিক্ִ কিনেছি
– কি আসে যায় ?
ধূপশিখা প্রেম ঢল দিয়েছি, পাইনি কিছুই
– বাদল মনে,
তোর ঠোঁটে প্রাণ, নীল হাসি গান দেখবো, থাকি
– সংগোপনে।
পঙতি বিলাস, সুর ছুড়েছি বিষুব রেখায়
– নোনতা জলে,
অবাক সকাল, রোদ, গোধূলি ভুল ঠিকানার
– জারুল তলে।
তাও পেয়েছি বন্ধুতা তোর, এই বুঝি ঢের
– এতেই সুখি,
সবাই কি আর চায় বিনিময়, প্রেম শ্বাশত
– চাতক মুখী।
দিলাম কথা থাকবো আশায়, আর জনমে
– আমার হবি ?
তখন না হয় আঁকবি রে খুব, প্রেম সরবর
– কাব্য ছবি।
না হয় তখন বাঁধবি আবার, হৃদ প্রবালে
– ভী-ষ-ণ মায়ায়,
এই জনমে অথৈ জলজ ধিক্ִ কিনেছি
– কি আসে যায় ?
বল অথবা, তুই কিশোরী রাখাল আমি
– মন কেনা তোর,
টিনের চালে প্রেমের তুফান, শিশির ফোঁটা
– আলগা সে ভোর।
সেই জনমে আমার হবি ? ভুলবি কি সব ?
– নেই কোন দায় ?
থাকবো তবে একলা আশায়, ফের জনমের,
– কি আসে যায় ?
১৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
প্রতীক্ষা যদি এমন হয়, দেখা না হয়ে উপায় নেই।
সুন্দর হয়েছে।
আবু জাঈদ
হবে না 🙂
মেহেরী তাজ
সেই জনমে?! আপনার তো দেখি খু-ব ধর্য । শব্দ গাঁথুনি খুব ভালো লেগেছে।
🙂
আবু জাঈদ
কবিতা টা অন্যের জন্যে লেখা 🙂
ব্লগার সজীব
দায় অবশ্যই থাকবে তার। ভালো লিখেছেন ভাইয়া। আশেপাশে একটু তাকিয়েন, এই যেমন আমার কিছু আজে বাজে লেখা থাকলেও থাকতে পারে। :p
আবু জাঈদ
অবশ্যই দেখব, ভাল লাগলে কমেন্ট ও হপে 😉
মিথুন
এই জনমে কি পোট্রেট ? 🙂 খুব ভালো লেগেছে ভাইয়া।
আবু জাঈদ
এই জনমে আমি, বউ, ছেলে আর সাবলেট বাসা 😉
অলিভার
কি আসে যায় ? সেটা জানা নেই তবে ভিন্নরকম উপস্থাপন আপন জীবনের ইচ্ছেদের অনুভূতির।
ভালোলাগা জানিয়ে গেলাম -{@
আবু জাঈদ
আপনিও ভাললাগা জানবেন
শুন্য শুন্যালয়
বন্ধুতা পেয়েছেন এই তো অনেক পাওয়া। সবাই কি তা পায়? না পেলেই আমরা এমন কবিতা পাই, তাই আর জনমের অপেক্ষা আমাদের করতে হচ্ছেনা। খুব সুন্দর কবিতা।
আবু জাঈদ
ঠিক বলেছেন 🙂
মোঃ মজিবর রহমান
দিলাম কথা থাকবো আশায়, আর জনমে
– আমার হবি ?
তখন না হয় আঁকবি রে খুব, প্রেম সরবর
– কাব্য ছবি।
(y)