
ঐ কার কান্না শুনতে পাচ্ছি মুহুর্মুহু ?
চূর্ণ হৃদয়ের কম্প তুলে,
ছিন্নমূল বৃক্ষ নাকি দেব শিশু!
পুড়তে থাকা উত্তাল উন্মাদনায় সূর্যাস্তের তাপ জুড়ালেও
ক্রুশবিদ্ধতার হাহাকার মুহূর্ত থেকে মুহূর্তে-ই গড়ায়।
আগুন এখন মরন্ত,
তবুও নির্নিমেষ বুকফাটা আর্ত-প্রতিধ্বনি
লাগামহীন অশ্বারোহী;
বৈধব্যের কয়লা রাঙা দিগন্ত ঠায় দাঁড়িয়ে,
কষ্ট এখন অর্থহীনের বাঙময়তায়
শুধুই উচ্ছিষ্টের জটলা,
নালায় বয়ে যাওয়া অনর্গল স্রোতের মত।
ছবি নেটের।
১৯টি মন্তব্য
বন্যা লিপি
জম্পেশ একখান মন্তব্য প্রয়োজন এইখানে।
শব্দ প্রতুলতা বেড়ে গিয়ে এখন মরিচার আনাগোনা প্রকট আকার ধারন করেছে। সময় বলবে সময়ের ভালো কথা।
ছাইরাছ হেলাল
সময়ের কাছে/সাথে থেকেই আমরা জেগে থাকি, বেঁচেও থাকি।
ধন্যবাদ।
নাজমুল আহসান
অনেকদিন পর আমাদের কবি ফিরেছেন। কবির আগমন উপলক্ষে একটা পার্টি হয়ে যাক!
বন্যা লিপি
হয়ে যাক!!!! আয়োজন করেন।
ছাইরাছ হেলাল
তা মন্দ বলেননি।
ছাইরাছ হেলাল
ফিরে আসি, ফিরে ফিরে আসি, ফেরে যে আসতেই হয়,
উপেক্ষণীয় ডাকে, স্বজনের/স্বজনদের।
আপনিও ভাল থাকবেন, কিছু একটু লিখে লিখে। ব্যস্ততার ফাঁক গলিয়ে।
শুভেচ্ছা।
পার্টি! সে তো হতেই পারে!
রিতু জাহান
বলেছিলো বিধাতা, আত্মাছাড়া হলে দেহ মিশবে পঞ্চভুত ঐ আকাশ, মাটি, জলে।
আত্মাসহ তবে কোন এতো দহন! এ কোন শৃঙ্খল ভাঙবার আহ্বান! এমন তো ক্থা ছিলো না।
বরারবরই আপনার লেখার ধার আলাদা,,, দারুন কবি
ছাইরাছ হেলাল
নিয়ত প্রতিনিয়ত আমারা জ্বলছি, কারণে কারণেও! এ এক অসহ্য যন্ত্রণা।
সত্যি ই এমন তো কথা ছিল না।
আপনি লিখছেন দেখে আনন্দিত হচ্ছি।
আরও আরও ভাল থাকবেন।
রিতু জাহান
কৃতজ্ঞতা জানাই,, পাশে থাকার জন্য
ছাইরাছ হেলাল
আপনার সর্বাঙ্গীন ভাল, কামনায় রাখি।
হালিমা আক্তার
অসাধারণ শব্দ শৈলী। নালায় বয়ে যাক উচ্ছিষ্টের জটলা। মরন্ত আগুনে ঝাঁপ দেয় বুঝি স্বপ্নের বেলাভূমি। অনেক দিন পর লেখা পেলাম। আশা করি নিয়মিত পড়তে পারবো। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
আমাকে দোয়ায় রাখবেন, লিখি তো, এখানে দেয়া হয়নি,
এখন এখানেও রাখার ইচ্ছে হচ্ছে।
আপনি ভাল থাকবেন।
বোরহানুল ইসলাম লিটন
এ আগুন লাগামহীন সম্মানিত কবি!
যে পুড়ে সে তো চলেই যায়
আর তাতে যাদের হৃদয় পুড়ে, আজীবন যেন তা বয়ে বেড়ায়।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
ছাইরাছ হেলাল
খুব ই সঠিক বলেছেন, কিছু ক্ষত যারা বয়ে বেড়ায়, তারাই জেনে এর যন্ত্রণা।
শুভেচ্ছা।
সাবিনা ইয়াসমিন
মহারাজ, যদি দুই লাইনেই পুরো লেখা হয়ে যায় তাহলে আর বাকি শব্দের ব্যবচ্ছেদ করে কি হবে?
»পুড়তে থাকা উত্তাল উন্মাদনায় সূর্যাস্তের তাপ জুড়ালেও
ক্রুশবিদ্ধতার হাহাকার মুহূর্ত থেকে মুহূর্তে-ই গড়ায়❞
আমি বলছি না এটা মন খারাপের কবিতা,
আমি বলবো এটা মন খারাপ করে দেয়ার কবিতা
ছাইরাছ হেলাল
আসলে আগুনের ভয়াবহতা আমাকে ছুঁয়েছে একটু বেশী করেই,
তাই সামান্য ভাব প্রকাশের চেষ্টা মাত্র।
আপনি মন দিয়েই পড়েন, তা জানি/মানি।
ভাল থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
মন দিয়ে আমিও পড়ি। কিন্তু যুতসই কমেন্ট কত্তে আরিনা।।।
জানতে ইচ্ছে হলো চোখের অবস্থা এখন কেমন?
কবি ভালো থাকুক এই কামনা।
ছাইরাছ হেলাল
যুতসই না-ই-বা হলো, সমস্যা কী! এখানে আমরা তো আমরাই।
আল্লাহ আমাকে ভালোয় নিয়েছেন, সবার দোয়ায়।
ভাল থাকবেন আপনি, অবশ্যই।
নার্গিস রশিদ
সুন্দর ভাবে একটা ভাব প্রকাশ হয়েছে। অনেক ধন্যবাদ । শুভ কামনা।