আর্ত প্রতিধ্বনি

ছাইরাছ হেলাল ৮ জুন ২০২২, বুধবার, ১১:১৬:৫৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

 

ঐ কার কান্না শুনতে পাচ্ছি মুহুর্মুহু ?
চূর্ণ হৃদয়ের কম্প তুলে,
ছিন্নমূল বৃক্ষ নাকি দেব শিশু!

পুড়তে থাকা উত্তাল উন্মাদনায় সূর্যাস্তের তাপ জুড়ালেও
ক্রুশবিদ্ধতার হাহাকার মুহূর্ত থেকে মুহূর্তে-ই গড়ায়।

আগুন এখন মরন্ত,
তবুও নির্নিমেষ বুকফাটা আর্ত-প্রতিধ্বনি
লাগামহীন অশ্বারোহী;

বৈধব্যের কয়লা রাঙা দিগন্ত ঠায় দাঁড়িয়ে,
কষ্ট এখন অর্থহীনের বাঙময়তায়
শুধুই উচ্ছিষ্টের জটলা,
নালায় বয়ে যাওয়া অনর্গল স্রোতের মত।

ছবি নেটের।

৬৫৮জন ৫০৬জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ