‘ ভাইয়া কি কখনো ছবি পরিচালনা করতেন? ‘- ইনবক্সে জিজ্ঞেস করলো এক ছোট ভাই।
” না তো, কেন ঘটনা কি ” – কিছুটা অবাক হয়ে উত্তর দিলাম।
‘ দেখুনতো এখানে আপনার ফটো ইউজ করেছে মনে হয় ‘ – বলল সে।

একটি লিংক দিল আমাকে। মনে মনে খুশি আমি, ভুল করে কেউ যদি আমার ফটো দিয়েও থাকে তাহলে পরিচালক হিসেবে একটা ফাও ক্রেডিট নেয়া যাবে 🙂
কিন্তু শিরোনাম দেখে তো আমার খুশিতে বরফ ঢেলে দিল কেউ 😞
শিরোনাম হচ্ছে “অশ্লীল নির্মাতারা কে কোথায়?” – লিংকে গিয়ে পড়লাম যে এক সময় ঢাকায় বেশ কয়েকজন পরিচালক অস্লিল সিনেমা বানাত, যার সংখ্যা কয়েকশত। কয়েকজন পরিচালকের ফটো আছে তাতে। আমার ফটো থাকার প্রশ্নই আসেনা। কিন্তু ছোট ভাই ভাবল কিভাবে যে আমি অশ্লিল ছবি নির্মান করতে পারি ! 😞
যাই হোক, মজাও পেয়েছি তার এই প্রশ্নে। তাকে জানালাম যে না, এর মাঝে আমার ফটো নেই। এরপরে সে একটি মুখমন্ডলে সার্কেল দিয়ে বলল , সে ভেবেছিল এই ফটোটা আমার।


এই ফটোর সাথে আমার চেহারার মিল কি আছে ? আমি তো কোনো মিলই খুজে পেলামনা।

৫৭৬জন ৫৭৬জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ