‘ ভাইয়া কি কখনো ছবি পরিচালনা করতেন? ‘- ইনবক্সে জিজ্ঞেস করলো এক ছোট ভাই।
” না তো, কেন ঘটনা কি ” – কিছুটা অবাক হয়ে উত্তর দিলাম।
‘ দেখুনতো এখানে আপনার ফটো ইউজ করেছে মনে হয় ‘ – বলল সে।
একটি লিংক দিল আমাকে। মনে মনে খুশি আমি, ভুল করে কেউ যদি আমার ফটো দিয়েও থাকে তাহলে পরিচালক হিসেবে একটা ফাও ক্রেডিট নেয়া যাবে 🙂
কিন্তু শিরোনাম দেখে তো আমার খুশিতে বরফ ঢেলে দিল কেউ 😞
শিরোনাম হচ্ছে “অশ্লীল নির্মাতারা কে কোথায়?” – লিংকে গিয়ে পড়লাম যে এক সময় ঢাকায় বেশ কয়েকজন পরিচালক অস্লিল সিনেমা বানাত, যার সংখ্যা কয়েকশত। কয়েকজন পরিচালকের ফটো আছে তাতে। আমার ফটো থাকার প্রশ্নই আসেনা। কিন্তু ছোট ভাই ভাবল কিভাবে যে আমি অশ্লিল ছবি নির্মান করতে পারি ! 😞
যাই হোক, মজাও পেয়েছি তার এই প্রশ্নে। তাকে জানালাম যে না, এর মাঝে আমার ফটো নেই। এরপরে সে একটি মুখমন্ডলে সার্কেল দিয়ে বলল , সে ভেবেছিল এই ফটোটা আমার।
এই ফটোর সাথে আমার চেহারার মিল কি আছে ? আমি তো কোনো মিলই খুজে পেলামনা।
১৯টি মন্তব্য
ইঞ্জা
:D)
আমি কিছু কমুনা :D)
জিসান শা ইকরাম
কেন কিছু কইবেন্না ? :@
ইঞ্জা
হাসতে হাসতেই জান শেষ, ভাইজান শেষ পর্যন্ত এই ছিলো কপালে? ^:^
মোঃ মজিবর রহমান
হা হা হা \|/
জিসান শা ইকরাম
;( ;(
আগুন রঙের শিমুল
😂😂😂🤣🤣🤣😋😜😜
জিসান শা ইকরাম
;( :@ ^:^
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বাস্তব আর ফটো ছোট ভাই মনে হয় বুঝতে পারেননি…তবে ঘটনায় মজা পেলাম আর ভাবলাম ছি ছি ছি এই বুঝি মোগো জিসান ভাইয়া হা হা হা যার কোন মিলই নেই।
জিসান শা ইকরাম
আমিও মজা পেয়েছি খুব মনির ভাই।
তৌহিদ ইসলাম
প্রথমে আমি ধান্দায় পড়ে গিয়েছিলাম ক্যমনে কি!! জিসান ভাই!! আল্লাহ বাচাইছে।
জিসান শা ইকরাম
হ ভাই, আল্লাহ বাঁচিয়েছেন
মৌনতা রিতু
:D) :D) :D) :D) :D) ^:^ ^:^ 😮 😮 সকালে ফেসবুকে পড়ে আমি হাসতে হাসতে শেষ। ভাইয়া আপনার সেই ছডু ভাই😜 হেতিরে কিছু কন নাই?
জিসান শা ইকরাম
না কই নাই, সে ভেবেছিল আমার ছবি ব্যবহার করে কেউ এই নিবন্ধ টা লিখেছে 🙂
নীলাঞ্জনা নীলা
নানা গোওওওওওওওওওও…
আমি শেষ! :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D)
জিসান শা ইকরাম
আমার ছবি সত্যি থাকলে আমার সুইসাইড করা লাগতো, 🙁
নীলাঞ্জনা নীলা
হাহাহাহাহাহাহাহাহা…
কি কইলা সুই, আবার সাইড? 😀
জিসান শা ইকরাম
হ, শেষ পর্যন্ত ডার্টি ছবি ;(
খসড়া
ছিঃছিঃ আশ্লীল
জিসান শা ইকরাম
সেটাই। 🙁