আমার যদিরা (১)

অরণ্য ১১ জানুয়ারি ২০১৫, রবিবার, ১০:১৪:১১পূর্বাহ্ন একান্ত অনুভূতি, বিবিধ, সঙ্গীত ৫০ মন্তব্য

যদি দিয়ে মিউজিক কালেকশনের ইচ্ছে হয়েছে বহুবার । TDK 90 এর যুগে, যখন পছন্দের গানগুলোকে ক্যাসেটবন্দী করতে TDK 60 বা 90 কিংবা SONY ক্যাসেটগুলোর বেশ কদর ছিল, তখন থেকেই লিস্ট করি আর ভাবি ২৪টা গান কবে হবে । ভার্সিটিতে এক গান পাগল বন্ধু মিলে লিস্ট করলাম একবার ওর বাসায় – না, ওর বাড়ী বলাই ভাল । তখন আমরা পা (থাই) বাড়িয়ে (হাত দিয়ে) টি এস সি তে গান গেয়ে বেড়াই মেয়েদের হল বন্ধ না হওয়া পর্যন্ত । সে লিস্টও হারিয়ে ফেলেছি । বন্ধুটিও এখন আর দেশে নেই। অস্ট্রেলিয়া পড়তে গিয়ে ওর ভাঙ্গা হৃদয়ে জায়গা করে নেয় এক চাইনিজ মেয়ে । ভদ্রলোক এখন সেখানেই । এতকিছু না লিখে শুধু একটা ‘লিস্ট অফ যদি‘ আর তার লিংক দিলেই পারতাম, কিন্ত আজ লিখতেও কেন জানি ভাল লাগছে। শিরোনামটাও পাল্টালাম – ‘আমার যদিরা‘ বেছে নিলাম।

যদি দিয়ে গানের ক্রনোলজী করলে করা যায়, তা অনেক সময় নেবে, তখন আবার লেখার আগ্রহ হারিয়ে ফেলব । কাজেই মাথায় যেটা আগে আসবে তার জায়গাই আগে । যদিও একটা গান এক্ষুণি আমাকে বলে উঠল “আমাকে শেষে রাখা যায় না?” । ঠিক আছে আমি ওকে শেষের দিকেই রাখলাম ।

ওকে (গানটি) ছেড়ে ঘুরে তাকাতেই হিমালয় যেন হাজির হয়ে গেল । আজকে যদি-র প্রথম গানটা মান্নাদেই গাক ।

যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ একদিন গলেও যায়
তবুও তুমি আমার ।
যদি নায়াগ্রা জলপ্রপাত একদিন সাহারার কাছে চলে যায়
তবুও তুমি আমার। তবুও তুমি আমার ।
তবুও তুমি আমার…

এবার চোখে ভাসছে শ্রীকান্ত – শ্রীকান্ত আচার্য্য। শুনি ভদ্রলোককে।

যদি আমাকে দেখ তুমি উদাসী
যদি আমাকে দেখ তুমি উদাসী
তবু যেওনা, ফিরে যেওনা
তুমি বিরহে ঢেকোনা তোমার হাসি
যদি আমাকে দেখ তুমি উদাসী…
যদি আমাকে দেখ তুমি উদাসী…
যদি নিবিড় বেদনা নিয়ে আমি আসি কাছে
যদি মনের বকুল দেখ ঝরে পড়ে আছে।।
আর আমার ভ্রমর মন কোনদিন না বাজায় বাঁশি
তবু যেওনা, ফিরে যেওনা
তুমি বিরহে ঢেকোনা তোমার হাসি
যদি আমাকে দেখ তুমি উদাসী… ।।

এবার নচিকেতা আসলেন যেন। একটু বিরহ টিরহ বাদ দাও না! এই ভদ্রলোকের হাসিটা যে কি, তা বলা মুশকিল।

যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে নাকি একলা চলতে হয়!
একলা মানুষ মাতৃগর্ভে একলা মানুষ চিতায়
একলা পুরুষ কর্তব্যে একলা পুরুষ পিতায়
আর মধ্যিখানের বাকিটা সময়
একলা না থাকার অভিনয়।।
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে নাকি একলা চলতে হয়!
এক পায়েতে দাঁড়িয়ে তালগাছটাও একা
দিনের শেষে ঘুমের দেশে একলা সে দেশ দেখা।।
যদি কেউ কথা না কয়
ওরে ও রে ও অভাগা কেউ কথা না কয়
তাতেও কিছু যায়না এসে
তাতেও কিছু যায়না এসে
বোঝে যদি তোর মনেরই কথা
মনের কথা বোঝাবারে একলা বলতে হয়
যদি তোর ডাক শুনে কেউ না আসে

তবে নাকি একলা চলতে হয়!

হুঁ! শ্রেয়া তোমাকে দেখছি, ওঁত পেতেই ছিলে বুঝি! বেশ গেয়েছ ঠাকুরের গানটি। অসাধারণ! শোনাও না তোমারটি!

যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চল রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চল রে
একলা চল একলা চল একলা চল একলা চল রে
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চল রে…

হুট করে খেয়াল করলাম, লেখালেখি ডায়েরীতে বা কাগজ-কলমেই ভাল। লেখা শুরু করেছিলাম অফিসে কয়েক ঘন্টা কারেন্ট ছিল না, তখন। লেখার সময় যেন সবকিছু দেখতে পাচ্ছিলাম। তারপর কারেন্ট এলো। আমি ঢুকে গেলাম ফের কম্পিউটারে – মেইলে, ফেইসবুকে, সোনেলায়। আমার যদিরাও যেন মাইন্ড করেছে! কাউকে এখন আর পাচ্ছিনা কেন?

হুঁম, পেয়েছি একজনকে। হেমন্ত – হেমন্ত মুখোপাধ্যায়।

যদি জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু
তবে বন্দী করা কোন পাখির কাছে জেনে নিও।
যদি দেখতে চাও আমার ভিজে যাওয়া চোখ দুটো
তবে জলে ডোবা কোন পদ্ম ফুল দেখে নিও।
যদি জানতে চাও…

দারুণ উপমা। জলে ডোবা পদ্ম ফুল, এভাবে ক’জন দেখেছে কে জানে!

নাহ, ওরা তো সব আশেপাশেই আছে দেখছি। জ্বী, মান্নাদের গলা শুনতে পাচ্ছি যেন।

যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে
পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে
হুঁমমম… যদি কাগজে লেখো নাম…

বাবাজী তপন চৌধুরী, তুমিও আছ দেখছি। মুখে হাসি তোমার সবসময়ই।

যদি দেখ ঐ নীলিমা নীলে নীলে সেজেছে
ভেবে নিও মনটা আমার এখনো ভাল আছে
যদি দেখ প্রজাপতি উড়ছে ফুলে ফুলে
ভেবে নিও লাগতো ভাল তোমাকে কাছে পেলে
যদি দেখ ঐ নীলিমা…

আরেকটি গান শোনাতে চাও বুঝি? বেশ।

যদি ভুল করে কাছে এসে থাকি
যদি ভুল করে ভালবেসে থাকি
তবে সে ভুলের অনুশোচনা আমাকে করতে দাও
বিরহের অণলে আজ আমাকে পুড়তে দাও
যদি ভুল করে কাছে এসে থাকি…

জেমস, তুমিও এসেছ? গুড টু সি ইউ।

যদি ভুল করে ভালবেসে থাকি
তবে ক্ষমা করে দিও আমায়
ভুল করে ভালবেসে থাকি
তবে ক্ষমা করে দিও আমায়
তবু বলব আমি বলব আমি
এ চোখ কেন দেখলো তোমায়?

কি স্যার, আপনার সেই বিখ্যাত যদি টা গাইবেন না?

যদি কখনও ভুল হয়ে যায়
তুমি অপরাধ নিও না
যদি কখনও ভুল হয়ে যায়
তুমি অপরাধ নিও না
জানিনা কোনদিন ব্যথার প্রদীপ জ্বেলে
চেয়ে থাকা পথ শেষ হবে কি না
যদি কখনও ভুল হয়ে যায়
তুমি অপরাধ নিও না…

আমার যদিরা বোধহয় পালালো। কাউকে আর দেখছিনা কেন? যে ভদ্রলোককে শেষে শুনব বলেছিলাম ও আছে ঠিকই। ওকেই শুনে ফেলি এবার। পরের টা পরে দেখা যাবে। হু! ক্লান্তিহীন নচিকেতা!

যদি কখনও ফিরে আস দেখবে তেমনি আমি
আছি দাঁড়িয়ে সেই গান গেয়ে যা দিয়েছ আমায় তুমি
সেই গান গাই, স্বস্তা সিগারেট খাই ধুলো ছুঁয়ে যায় এই শরীর
তোমার লাল মারুতি দুর্বার গতি ফুটপাতে স্থবির আমি
তোমার হাই স্ট্যাটাস নেই অবকাশ তোমার মুখ দেখি পোস্টারে
কি ভালোবাস কখন হাসো সব বিক্রি হয় বাজারে
তবুও এই স্বস্তা জামার নীচে
আজও এ হৃদয় জাগে
হয়তো খেয়ালে ছুঁয়ে দিয়েছিলে
দশ দশটা বছর আগে
নানা দশক ধরে পথ
শতাব্দী
I love you… I miss you..

আবার গাইবে বুঝি? গাও – তোমার অবশ্য যদি প্রীতি ভালই আছে।

যদি হঠাৎ আবার দেখা দুজনার
যদি হঠাৎ আবার দেখা দুজনার
কোন পথের বাঁকে বহু কাজের ফাঁকে
কোন পথের বাঁকে বহু কাজের ফাঁকে
শুধু জানতে চাইব আজও মনে আছে কি
মনে আছে কি স্মৃতি, নাকি দিয়েছে ফাঁকি
সেই চেনা সুর, যা গাইতাম একই সাথে…

এই তো আবার আসছে সবাই যেন। শ্রীকান্ত আচার্য্যকে আবার দেখছি।

যদি কিছু আমারে শুধাও কি যে তোমারে কব
নীরবে চাহিয়া রব না বলা কথা বুঝিয়া নাও
যদি কিছু আমারে শুধাও।
ঐ আকাশ নত যুগে যুগে সংযত
নীরবতা অবিরত কথা বলে গেছে কত
ঐ আকাশ নত যুগে যুগে সংযত
নীরবতা অবিরত কথা বলে গেছে কত
তেমনি আমার বাণী সৌরভে কানাকানি
তেমনি আমার বাণী সৌরভে কানাকানি
হয় যদি ভ্রমরা গো
সে ব্যথা বুঝিয়া নাও।
যদি কিছু আমারে শুধাও…

দ্যা গ্রেট এ বি কে পেলাম এবার – জ্বি! আইয়ুব বাচ্চু! আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্যা মোস্ট পাওয়ারফুল ভোকাল অফ বাংলাদেশ।

যদি ভুল করে তোমাকে চাই
বলো আমার কি দোষ
যদি মন ভালো বাসে তোমায়
বলি আমিও মানুষ!
যদি ভুল করে তোমাকে চাই
বলো আমার কি দোষ
যদি মন ভালো বাসে তোমায়
বলি আমিও মানুষ!
প্রিয়া, ক্ষমা করো আমাকে
পারিনি ভুলে যেতে তোমাকে
আমার কি দোষ
আমি তো মানুষ!
ও…আমার কি দোষ
আমি তো মানুষ!

নো ব্রাদার থামা যাবে না। আরেক টি চলবে।

যদি তুমি ভালোবাস আমায়
শুধু এ কারণে পালাতে চাই
তোমার যোগ্য আমি নই
তাই ভয়, যদি পেয়েও হারাই
পালাতে চাই
তোমার কাছ থেকে আরও দূরে
পালাতে চাই
বাঁধতে চাই না তোমায় এই সুরে
পালাতে চাই
ও… হ… হ…

এ বি তোমার অনেক আগের “যদি ফিরিয়ে দাও” টা একটু শোনাবে?

যদি ফিরিয়ে দাও হৃদয় আমার
তবে ভাবছি আমিও বলব তোমায়
যদি ফিরিয়ে দাও হৃদয় আমার
তবে ভাবছি আমিও বলব তোমায়
হৃদয় ফেরানোর আগে ফিরিয়ে দিও
যতটুকু বিশ্বাস দিয়েছি তোমায়
যদি নাই তুমি পার তা ফিরিয়ে দিতে
তবে হৃদয় দিয়ে আর কি হবে?
যদি নাই তুমি পার তা ফিরিয়ে দিতে
তবে হৃদয় দিয়ে আর কি হবে?

বাহ! জুয়েলও আছ দেখছি। গান গাওয়া ছেড়েই দিলে নাকি? ঠিক হবে না ছেড়ে থাকা। তোমার গানটা শেষে শুনলেও কেউ আপত্তি করতো না আমি জানি।

যদি কখনও অসহায় নিজেকে মনে হয়
যদি কখনও একাকী মনে হয় তোমার দুঃসময়
তুমি দেখো বন্ধু সে সময়
তুমি দেখো বন্ধু সে সময়
যেন পাশেই পাবে আমায়।
যদি কখনও অসহায় নিজেকে মনে হয়
যদি কখনও একাকী মনে হয় তোমার দুঃসময়
তুমি দেখো বন্ধু সে সময়
তুমি দেখো বন্ধু সে সময়
যেন পাশেই পাবে আমায়।
যদি কখনও অসহায় নিজেকে মনে হয়…

শাওন, তুমি আসবে আমি জানতাম। স্যারের বৃষ্টি নিয়ে তুমি আসবেই যুগে যুগে, আমি জানি। জানো, স্যারের মত আমিও খুবই বৃষ্টি পাগল?

যদি মন কাঁদে তুমি চলে এসো
চলে এসো এক বরষায়
যদি মন কাঁদে তুমি চলে এসো
চলে এসো এক বরষায়
এসো ঝর ঝর বৃষ্টিতে
জল ভরা দৃষ্টিতে
এসো কোমল শ্যামল ছায়
চলে এসো
তুমি চলে এসো এক বরষায়…

সতীনাথ মুখোপাধ্যায় কে পাচ্ছি এবার।

যদি তুমি না এই গান কোনদিন শোন
কেউ শোনে বা না শোনে কি আসে যায়
যদি তুমি না মোর পথ চেয়ে দিন গোন
আমি আঁধারে হারালে কি আসে যায়
যদি তুমি না এই গান কোনদিন শোন
কেউ শোনে বা না শোনে কি আসে যায়
যদি তুমি না এই গান কোনদিন শোন…

সুমন, তোমাকে ভাই বললে কেমন হয়? সবাই তোমাকে দাদাই ডাকে। শেষ তোমার সাথে কার্জন হলের ঘাসে বসে যখন জানছিলাম তোমাকে, সে আড্ডাতেও তোমাকে দাদাই বলেছিলাম। তখনও তুমি কবির হয়ে উঠনি। আমার যদি তে তোমাকে পাওয়া, সে আমার বড়ই বাড়তি পাওয়া। আসলে তোমার জন্ম বোধহয় “না” তে! তোমার জন্ম ভালোবাসায়!

যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ
যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ
কেনা যায় কন্ঠ আমার দফা দফা
রুজি রোজগারের জন্যে করছি রফা
দুহাতের আঙ্গুলগুলো কিনতে পার
আপোষেও নেই আপত্তি নেই আমারও
আমাকে না আমার আপোষ কিনছো তুমি
আমাকে না আমার আপোষ কিনছো তুমি
বলো কে জিতলো তবে জন্মভূমি! জন্মভূমি!
যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ…

আরো অনেক যদিযুক্ত গান আমাকে ঘিরে ধরছে। যদিরা তো কম না দেখছি! শিরোনামটি আরেকটু বদলাতে হবে আমাকে বুঝতে পারছি – আমার যদিরা (১)।  আমার যদিরা (২) আমাকে লিখতেই হবে, উপায় দেখছি না তাছাড়া।

বন্ধুরা, আজ নাহয় এখানেই শেষ করি? আবার তো দেখা হচ্ছেই। আজ শেষ করছি ক্লোজ আপ ওয়ানের থিম ছং এর যদিতে বিশ্বাস রেখে।

যদি লক্ষ্য থাকে অটুট
বিশ্বাস হৃদয়ে
হবেই হবেই দেখা
দেখা হবে বিজয়ে
যদি লক্ষ্য থাকে অটুট
বিশ্বাস হৃদয়ে
হবেই হবেই দেখা
দেখা হবে বিজয়ে…

ভাল থাকুন সবাই।একটা ক্লোজিং টিউন থাকলে কেমন হয়? TDK 90 এর যুগে যে বেশির ভাগ ক্যাসেটেরই এক পাশ শেষ হতো একটা ইন্সট্রুমেন্টাল মিউজিক দিয়ে। আমার খুব পছন্দের একটা টিউন দিয়ে আজ শেষ করছি।
____________________________________________________
উৎসর্গঃ লেখাটিকে আমি উৎসর্গ করলাম সোনেলাকে, আমার সেই গান পাগল বন্ধুটিকে, আমার ফেলে আসা সকল বন্ধুকে যাদের আমি পেয়েছিলাম আমার ভার্সিটি জীবনের মাঠে-ঘাটে-বাটে আর আমার কোন এক পাগলিকে, যাকে আমি পাই নানা গানে নানা ভাবে।
কৃতজ্ঞতাঃ YouTube homewww.youtube.com, www.google.com, www.music.com.bd, সাথে আমার ঢাকার লোড শেডিং কে, যা না হলে হয়তো লেখাটা শুরু করাই যেত না।

৮৮০জন ৮৭৮জন
0 Shares

৫০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ