যদি দিয়ে মিউজিক কালেকশনের ইচ্ছে হয়েছে বহুবার । TDK 90 এর যুগে, যখন পছন্দের গানগুলোকে ক্যাসেটবন্দী করতে TDK 60 বা 90 কিংবা SONY ক্যাসেটগুলোর বেশ কদর ছিল, তখন থেকেই লিস্ট করি আর ভাবি ২৪টা গান কবে হবে । ভার্সিটিতে এক গান পাগল বন্ধু মিলে লিস্ট করলাম একবার ওর বাসায় – না, ওর বাড়ী বলাই ভাল । তখন আমরা পা (থাই) বাড়িয়ে (হাত দিয়ে) টি এস সি তে গান গেয়ে বেড়াই মেয়েদের হল বন্ধ না হওয়া পর্যন্ত । সে লিস্টও হারিয়ে ফেলেছি । বন্ধুটিও এখন আর দেশে নেই। অস্ট্রেলিয়া পড়তে গিয়ে ওর ভাঙ্গা হৃদয়ে জায়গা করে নেয় এক চাইনিজ মেয়ে । ভদ্রলোক এখন সেখানেই । এতকিছু না লিখে শুধু একটা ‘লিস্ট অফ যদি‘ আর তার লিংক দিলেই পারতাম, কিন্ত আজ লিখতেও কেন জানি ভাল লাগছে। শিরোনামটাও পাল্টালাম – ‘আমার যদিরা‘ বেছে নিলাম।
যদি দিয়ে গানের ক্রনোলজী করলে করা যায়, তা অনেক সময় নেবে, তখন আবার লেখার আগ্রহ হারিয়ে ফেলব । কাজেই মাথায় যেটা আগে আসবে তার জায়গাই আগে । যদিও একটা গান এক্ষুণি আমাকে বলে উঠল “আমাকে শেষে রাখা যায় না?” । ঠিক আছে আমি ওকে শেষের দিকেই রাখলাম ।
ওকে (গানটি) ছেড়ে ঘুরে তাকাতেই হিমালয় যেন হাজির হয়ে গেল । আজকে যদি-র প্রথম গানটা মান্নাদেই গাক ।
এবার চোখে ভাসছে শ্রীকান্ত – শ্রীকান্ত আচার্য্য। শুনি ভদ্রলোককে।
যদি আমাকে দেখ তুমি উদাসী
যদি আমাকে দেখ তুমি উদাসী
তবু যেওনা, ফিরে যেওনা
তুমি বিরহে ঢেকোনা তোমার হাসি
যদি আমাকে দেখ তুমি উদাসী…
যদি আমাকে দেখ তুমি উদাসী…
যদি নিবিড় বেদনা নিয়ে আমি আসি কাছে
যদি মনের বকুল দেখ ঝরে পড়ে আছে।।
আর আমার ভ্রমর মন কোনদিন না বাজায় বাঁশি
তবু যেওনা, ফিরে যেওনা
তুমি বিরহে ঢেকোনা তোমার হাসি
যদি আমাকে দেখ তুমি উদাসী… ।।
এবার নচিকেতা আসলেন যেন। একটু বিরহ টিরহ বাদ দাও না! এই ভদ্রলোকের হাসিটা যে কি, তা বলা মুশকিল।
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে নাকি একলা চলতে হয়!
একলা মানুষ মাতৃগর্ভে একলা মানুষ চিতায়
একলা পুরুষ কর্তব্যে একলা পুরুষ পিতায়
আর মধ্যিখানের বাকিটা সময়
একলা না থাকার অভিনয়।।
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে নাকি একলা চলতে হয়!
এক পায়েতে দাঁড়িয়ে তালগাছটাও একা
দিনের শেষে ঘুমের দেশে একলা সে দেশ দেখা।।
যদি কেউ কথা না কয়
ওরে ও রে ও অভাগা কেউ কথা না কয়
তাতেও কিছু যায়না এসে
তাতেও কিছু যায়না এসে
বোঝে যদি তোর মনেরই কথা
মনের কথা বোঝাবারে একলা বলতে হয়
যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে নাকি একলা চলতে হয়!
হুঁ! শ্রেয়া তোমাকে দেখছি, ওঁত পেতেই ছিলে বুঝি! বেশ গেয়েছ ঠাকুরের গানটি। অসাধারণ! শোনাও না তোমারটি!
হুট করে খেয়াল করলাম, লেখালেখি ডায়েরীতে বা কাগজ-কলমেই ভাল। লেখা শুরু করেছিলাম অফিসে কয়েক ঘন্টা কারেন্ট ছিল না, তখন। লেখার সময় যেন সবকিছু দেখতে পাচ্ছিলাম। তারপর কারেন্ট এলো। আমি ঢুকে গেলাম ফের কম্পিউটারে – মেইলে, ফেইসবুকে, সোনেলায়। আমার যদিরাও যেন মাইন্ড করেছে! কাউকে এখন আর পাচ্ছিনা কেন?
হুঁম, পেয়েছি একজনকে। হেমন্ত – হেমন্ত মুখোপাধ্যায়।
দারুণ উপমা। জলে ডোবা পদ্ম ফুল, এভাবে ক’জন দেখেছে কে জানে!
নাহ, ওরা তো সব আশেপাশেই আছে দেখছি। জ্বী, মান্নাদের গলা শুনতে পাচ্ছি যেন।
যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে
পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে
হুঁমমম… যদি কাগজে লেখো নাম…
বাবাজী তপন চৌধুরী, তুমিও আছ দেখছি। মুখে হাসি তোমার সবসময়ই।
যদি দেখ ঐ নীলিমা নীলে নীলে সেজেছে
ভেবে নিও মনটা আমার এখনো ভাল আছে
যদি দেখ প্রজাপতি উড়ছে ফুলে ফুলে
ভেবে নিও লাগতো ভাল তোমাকে কাছে পেলে
যদি দেখ ঐ নীলিমা…
আরেকটি গান শোনাতে চাও বুঝি? বেশ।
যদি ভুল করে কাছে এসে থাকি
যদি ভুল করে ভালবেসে থাকি
তবে সে ভুলের অনুশোচনা আমাকে করতে দাও
বিরহের অণলে আজ আমাকে পুড়তে দাও
যদি ভুল করে কাছে এসে থাকি…
জেমস, তুমিও এসেছ? গুড টু সি ইউ।
যদি ভুল করে ভালবেসে থাকি
তবে ক্ষমা করে দিও আমায়
ভুল করে ভালবেসে থাকি
তবে ক্ষমা করে দিও আমায়
তবু বলব আমি বলব আমি
এ চোখ কেন দেখলো তোমায়?
কি স্যার, আপনার সেই বিখ্যাত যদি টা গাইবেন না?
যদি কখনও ভুল হয়ে যায়
তুমি অপরাধ নিও না
যদি কখনও ভুল হয়ে যায়
তুমি অপরাধ নিও না
জানিনা কোনদিন ব্যথার প্রদীপ জ্বেলে
চেয়ে থাকা পথ শেষ হবে কি না
যদি কখনও ভুল হয়ে যায়
তুমি অপরাধ নিও না…
আমার যদিরা বোধহয় পালালো। কাউকে আর দেখছিনা কেন? যে ভদ্রলোককে শেষে শুনব বলেছিলাম ও আছে ঠিকই। ওকেই শুনে ফেলি এবার। পরের টা পরে দেখা যাবে। হু! ক্লান্তিহীন নচিকেতা!
যদি কখনও ফিরে আস দেখবে তেমনি আমি
আছি দাঁড়িয়ে সেই গান গেয়ে যা দিয়েছ আমায় তুমি
সেই গান গাই, স্বস্তা সিগারেট খাই ধুলো ছুঁয়ে যায় এই শরীর
তোমার লাল মারুতি দুর্বার গতি ফুটপাতে স্থবির আমি
তোমার হাই স্ট্যাটাস নেই অবকাশ তোমার মুখ দেখি পোস্টারে
কি ভালোবাস কখন হাসো সব বিক্রি হয় বাজারে
তবুও এই স্বস্তা জামার নীচে
আজও এ হৃদয় জাগে
হয়তো খেয়ালে ছুঁয়ে দিয়েছিলে
দশ দশটা বছর আগে
নানা দশক ধরে পথ
শতাব্দী
I love you… I miss you..
আবার গাইবে বুঝি? গাও – তোমার অবশ্য যদি প্রীতি ভালই আছে।
যদি হঠাৎ আবার দেখা দুজনার
যদি হঠাৎ আবার দেখা দুজনার
কোন পথের বাঁকে বহু কাজের ফাঁকে
কোন পথের বাঁকে বহু কাজের ফাঁকে
শুধু জানতে চাইব আজও মনে আছে কি
মনে আছে কি স্মৃতি, নাকি দিয়েছে ফাঁকি
সেই চেনা সুর, যা গাইতাম একই সাথে…
এই তো আবার আসছে সবাই যেন। শ্রীকান্ত আচার্য্যকে আবার দেখছি।
যদি কিছু আমারে শুধাও কি যে তোমারে কব
নীরবে চাহিয়া রব না বলা কথা বুঝিয়া নাও
যদি কিছু আমারে শুধাও।
ঐ আকাশ নত যুগে যুগে সংযত
নীরবতা অবিরত কথা বলে গেছে কত
ঐ আকাশ নত যুগে যুগে সংযত
নীরবতা অবিরত কথা বলে গেছে কত
তেমনি আমার বাণী সৌরভে কানাকানি
তেমনি আমার বাণী সৌরভে কানাকানি
হয় যদি ভ্রমরা গো
সে ব্যথা বুঝিয়া নাও।
যদি কিছু আমারে শুধাও…
দ্যা গ্রেট এ বি কে পেলাম এবার – জ্বি! আইয়ুব বাচ্চু! আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্যা মোস্ট পাওয়ারফুল ভোকাল অফ বাংলাদেশ।
যদি ভুল করে তোমাকে চাই
বলো আমার কি দোষ
যদি মন ভালো বাসে তোমায়
বলি আমিও মানুষ!
যদি ভুল করে তোমাকে চাই
বলো আমার কি দোষ
যদি মন ভালো বাসে তোমায়
বলি আমিও মানুষ!
প্রিয়া, ক্ষমা করো আমাকে
পারিনি ভুলে যেতে তোমাকে
আমার কি দোষ
আমি তো মানুষ!
ও…আমার কি দোষ
আমি তো মানুষ!
নো ব্রাদার থামা যাবে না। আরেক টি চলবে।
যদি তুমি ভালোবাস আমায়
শুধু এ কারণে পালাতে চাই
তোমার যোগ্য আমি নই
তাই ভয়, যদি পেয়েও হারাই
পালাতে চাই
তোমার কাছ থেকে আরও দূরে
পালাতে চাই
বাঁধতে চাই না তোমায় এই সুরে
পালাতে চাই
ও… হ… হ…
এ বি তোমার অনেক আগের “যদি ফিরিয়ে দাও” টা একটু শোনাবে?
যদি ফিরিয়ে দাও হৃদয় আমার
তবে ভাবছি আমিও বলব তোমায়
যদি ফিরিয়ে দাও হৃদয় আমার
তবে ভাবছি আমিও বলব তোমায়
হৃদয় ফেরানোর আগে ফিরিয়ে দিও
যতটুকু বিশ্বাস দিয়েছি তোমায়
যদি নাই তুমি পার তা ফিরিয়ে দিতে
তবে হৃদয় দিয়ে আর কি হবে?
যদি নাই তুমি পার তা ফিরিয়ে দিতে
তবে হৃদয় দিয়ে আর কি হবে?
বাহ! জুয়েলও আছ দেখছি। গান গাওয়া ছেড়েই দিলে নাকি? ঠিক হবে না ছেড়ে থাকা। তোমার গানটা শেষে শুনলেও কেউ আপত্তি করতো না আমি জানি।
যদি কখনও অসহায় নিজেকে মনে হয়
যদি কখনও একাকী মনে হয় তোমার দুঃসময়
তুমি দেখো বন্ধু সে সময়
তুমি দেখো বন্ধু সে সময়
যেন পাশেই পাবে আমায়।
যদি কখনও অসহায় নিজেকে মনে হয়
যদি কখনও একাকী মনে হয় তোমার দুঃসময়
তুমি দেখো বন্ধু সে সময়
তুমি দেখো বন্ধু সে সময়
যেন পাশেই পাবে আমায়।
যদি কখনও অসহায় নিজেকে মনে হয়…
শাওন, তুমি আসবে আমি জানতাম। স্যারের বৃষ্টি নিয়ে তুমি আসবেই যুগে যুগে, আমি জানি। জানো, স্যারের মত আমিও খুবই বৃষ্টি পাগল?
যদি মন কাঁদে তুমি চলে এসো
চলে এসো এক বরষায়
যদি মন কাঁদে তুমি চলে এসো
চলে এসো এক বরষায়
এসো ঝর ঝর বৃষ্টিতে
জল ভরা দৃষ্টিতে
এসো কোমল শ্যামল ছায়
চলে এসো
তুমি চলে এসো এক বরষায়…
সতীনাথ মুখোপাধ্যায় কে পাচ্ছি এবার।
যদি তুমি না এই গান কোনদিন শোন
কেউ শোনে বা না শোনে কি আসে যায়
যদি তুমি না মোর পথ চেয়ে দিন গোন
আমি আঁধারে হারালে কি আসে যায়
যদি তুমি না এই গান কোনদিন শোন
কেউ শোনে বা না শোনে কি আসে যায়
যদি তুমি না এই গান কোনদিন শোন…
সুমন, তোমাকে ভাই বললে কেমন হয়? সবাই তোমাকে দাদাই ডাকে। শেষ তোমার সাথে কার্জন হলের ঘাসে বসে যখন জানছিলাম তোমাকে, সে আড্ডাতেও তোমাকে দাদাই বলেছিলাম। তখনও তুমি কবির হয়ে উঠনি। আমার যদি তে তোমাকে পাওয়া, সে আমার বড়ই বাড়তি পাওয়া। আসলে তোমার জন্ম বোধহয় “না” তে! তোমার জন্ম ভালোবাসায়!
যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ
যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ
কেনা যায় কন্ঠ আমার দফা দফা
রুজি রোজগারের জন্যে করছি রফা
দুহাতের আঙ্গুলগুলো কিনতে পার
আপোষেও নেই আপত্তি নেই আমারও
আমাকে না আমার আপোষ কিনছো তুমি
আমাকে না আমার আপোষ কিনছো তুমি
বলো কে জিতলো তবে জন্মভূমি! জন্মভূমি!
যদি ভাব কিনছ আমায় ভুল ভেবেছ…
আরো অনেক যদিযুক্ত গান আমাকে ঘিরে ধরছে। যদিরা তো কম না দেখছি! শিরোনামটি আরেকটু বদলাতে হবে আমাকে বুঝতে পারছি – আমার যদিরা (১)। আমার যদিরা (২) আমাকে লিখতেই হবে, উপায় দেখছি না তাছাড়া।
বন্ধুরা, আজ নাহয় এখানেই শেষ করি? আবার তো দেখা হচ্ছেই। আজ শেষ করছি ক্লোজ আপ ওয়ানের থিম ছং এর যদিতে বিশ্বাস রেখে।
যদি লক্ষ্য থাকে অটুট
বিশ্বাস হৃদয়ে
হবেই হবেই দেখা
দেখা হবে বিজয়ে
যদি লক্ষ্য থাকে অটুট
বিশ্বাস হৃদয়ে
হবেই হবেই দেখা
দেখা হবে বিজয়ে…
ভাল থাকুন সবাই।একটা ক্লোজিং টিউন থাকলে কেমন হয়? TDK 90 এর যুগে যে বেশির ভাগ ক্যাসেটেরই এক পাশ শেষ হতো একটা ইন্সট্রুমেন্টাল মিউজিক দিয়ে। আমার খুব পছন্দের একটা টিউন দিয়ে আজ শেষ করছি।
____________________________________________________
উৎসর্গঃ লেখাটিকে আমি উৎসর্গ করলাম সোনেলাকে, আমার সেই গান পাগল বন্ধুটিকে, আমার ফেলে আসা সকল বন্ধুকে যাদের আমি পেয়েছিলাম আমার ভার্সিটি জীবনের মাঠে-ঘাটে-বাটে আর আমার কোন এক পাগলিকে, যাকে আমি পাই নানা গানে নানা ভাবে।
কৃতজ্ঞতাঃ www.youtube.com, www.google.com, www.music.com.bd, সাথে আমার ঢাকার লোড শেডিং কে, যা না হলে হয়তো লেখাটা শুরু করাই যেত না।
৫০টি মন্তব্য
লীলাবতী
আপনার গান সংগ্রহের আগ্রহ,চিন্তা,গান নির্বাচন, উপস্থাপনায় মুগ্ধ হয়ে গেলাম অরণ্য।অসাধারন অসাধারন অসাধারন।
অরণ্য
লীলাবতী, কিছু না বলে জাপানিজদের মত করে বো করছি আপনার মুগ্ধতা দেখে, যদিও আমি বাঙ্গালী। ‘আমার যদিরা (২)’ লিখতেই হবে টের পাচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছে সেটিও আপনার ভাল লাগবে। আপনার জন্য শুভকামনা।
লীলাবতী
আমার যদিরা-২ লেখা শুরু করে দিন ভাইয়া।অপেক্ষায় আছি।অবশ্য পর্ব লেখা শুরু করে আবার থেমে যাবার ইতিহাসও আছে অনেকের :p
অরণ্য
😀 লজ্জা দিচ্ছেন না তো! আমার কি একটু লজ্জা পাওয়া উচিৎ? একটু লজ্জা গায়ে মাখলাম।
হৃদয়ের স্পন্দন
প্রতিটি গান ই আমার হৃদয় ছোয়া
অরণ্য
ভাই হৃদয়ের স্পন্দন, জেনে ভাল লাগছে আপনাকে ছুঁয়েছে আমার যদিরা। ধন্যবাদ আপনাকে।
ছারপোকা
প্রত্যেকটা গানই হ্বদয় ছুঁয়ে যায় এমন ।গান নিবাঁচন গুলো ও খুব ভাল লাগার মত ।
খুব ভাল ভাবে উপস্থাপন করেছেন ।
অরণ্য
ধন্যবাদ ভাইয়া। আমি মাঝে মাঝে নিজেকে তেলাপোকার সাথে (সবক্ষেত্রে কিন্তু নয়) তুলনা করি, কেউ জিজ্ঞেস করলে কেমন আছি। সেই আমারই পছন্দ! একজন মানুষ যার পছন্দের নিক হয় ছারপোকা, আর আরেকজন যে নিজেকে মেলায় তেলাপোকার সাথে, তাদের ভালোলাগায় মিল থাকতে পারে বা থাকবে এটাই স্বাভাবিক। আমাদের নিক কিংবা নিজের সাথে তুলনা যাই হোক না কেন দিন শেষে আমরা মানুষ। আমরা ভালোবাসি ভালোবাসতে, আমরা ভালোবাসি ভালোবাসাতে।
ছারপোকা
হুম সেটাই আর আমি ছদ্দনাম এ ব্যবহার করতে ভাল লাগে কোথাও আসল নাম তেমন ব্যবহার করি না ।
ভাল থাকবেন ।
অরণ্য
আমিও লিখছি ছদ্দনামে। যদিও বাংলায় সোজাসাপ্টা ‘অরণ্য’ কিন্তু ইংরেজীতে আমি দেখি এটাকে অন্যভাবে “অন অর নো”। ইচ্ছে হয় মাঝামাঝিতে যত কম থাকা যায়।
আপনিও ভাল থাকবেন।
নওশিন মিশু
ব্যাতিক্রম ভাবনা এবং সংগ্রহ। সবকয়টা গানই সুন্দর মন ছুঁয়ে যাওয়া …..
অরণ্য
ধন্যবাদ মিশু। আপনিসহ (চারটির মধ্যে তিনটিতেই) একটা ব্যাপার সাধারণ হিসাবে ধরা পড়ল আমার চোখে – ছুঁয়ে যাওয়া, হৃদয় বা মন। ছোঁয়া। শব্দটি আমাকে কিছু বলছে কি না বুঝতে পারছিনা। ‘আমার যদিরা (২)’ লিখে ফেলতে হবে এটুকু বুঝতে পারছি।
মেহেরী তাজ
যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ একদিন গলেও যায়………খুবই প্রিয় গান আমার। ভাইয়া সব গান গুলোই ডাউনলোড করে শুনবো।ধন্যবাদ এমন পোষ্টের জন্য। -{@
অরণ্য
প্রিয় মেহেরী তাজ!
তুই ডাকব ভেবেছি তোকে
এখন থেকে – আজ।
ও গানটি আমার কত কিযে তাই রেখেছি আগে
শুনিস সবই আমিও বলি
দেখিস, জট যেন না লাগে!
ভালো থাকিস, ভালো থাকিস তুই
যদিরা নিয়ে লিখব আবার
তখন পড়িস ‘দুই’।
জিসান শা ইকরাম
ক্যাসেটের যুগে নিয়ে গেলেন ভাই।
TDK,SONY আহা কি সেই সব দিন।
গান শুনতাম তখন আসলে।
এরপর সিডির যুগ আসলেও সেই ক্যাসেটের গানের মজা আর পাইনা।
গান সংগ্রহ এখন আর করিনা,নেটেই তো আছে এমন একটা মনোভাব।
ধন্যবাদ এমন পোষ্ট দেয়ার জন্য -{@ -{@
উৎসর্গ ভালো লেগেছে।
অরণ্য
জিসান ভাই, আসলে আমিও বড় সৌভাগ্যবান যে, ক্যাসেটের যুগ – চিঠির যুগ দুটোই আমি পেয়েছি। আমিও একটা শ্বাস ফেললাম – দিনগুলি আসলেই বেশি ভাল ছিল! রাতে ঘুমের আগে মান্নাদে, চিত্রা সিং আমার জব্বর বন্ধু ছিল। দিনে বন্ধুদের শেষ নেই। পছন্দের গান রেকর্ড করে (TDK বা SONY তে) নিজেকে উপস্থাপন করা যা ক্ষেত্রবিশেষে রূপ নিত সমর্পণে – সময়টা ভালই ছিল!
আমি বেশির ভাগ সময়েই মূল লেখার চেয়েও মন্তব্য লিখে বেশি মজা পাই এবং সময় দেই। আপনাকেও পাই সেরকমই – মন্তব্য লিখতে অকৃপণ, উদার। আপনার কাছে একটু বাড়তি আছে – উৎসাহ দেয়া, উদ্দীপনা জাগানো। ভালো থাকবেন।
আপনাকে একটা আপডেট দিয়ে রাখি এক লাইনে। আপনার জন্মদিন থেকে আমার তামাক বিহীন চলা ঠিক অব্যাহত আছে। 🙂
জিসান শা ইকরাম
ধন্যবাদ আপনাকে।
গত বছর পর্যন্ত একটি ইচ্ছে ছিলো ‘ তুমি’ দিয়ে শুরু গান দিয়ে সিরিজ পোষ্ট দেবো।
৪৭ টা গানও কালেক্ট করে রেখেছিলাম, ল্যাপটপ হারিয়ে যাওয়ায় প্রকল্প বাদ দিয়েছি 🙂
সিগারেট বাদ দেয়ার প্রতিশ্রুতি ভঙ্গের এক বছর পূর্তি পালন করেছি গত জন্মদিনে
আপনি পারছেন বলে অভিনন্দন আপনাকে।
অরণ্য
জিসান ভাই, দুটোতেই আমি খুব খুশি। প্রথমটা নিয়ে বলব ভাইয়া শুরু করেন, সোনেলার লাইব্রেরীটা একটু তুমিময় হয়ে উঠুক। আর দ্বিতীয়টিতে বলব আমি আশার আলো দেখছি। 😀
জিসান শা ইকরাম
আর হবেনা, জীবন থেকে গান চলে গিয়েছে , গান না থাকলে তুমি থাকে আর? আপনি না হয় যদিরা শেষ করে তুমি নিয়ে নামুন।আপনার প্রেজেন্টেশন সুন্দর।
অরণ্য
গান না থাকলে তুমি আর থাকে না, নাকি তুমি না থাকলে গান আর থাকেনা; আমাকে অবশ্য একটু ভাবাল। কোন এক সময়ে আমার ভিতরে ‘তুমিহীন’ একটা ভাবনা জট পাকাচ্ছিল, কোন একদিন লিখব ভাবছি। তুমি নিয়েও নামতে পারি। ‘আমার যদিরা’ আগে শেষ করি। আজ ‘আমার যদিরা (২)’ পোস্ট করার ইচ্ছে আছে। যদিরাও তো কম নয় দেখছি!
আমি আসলে বকি বেশি। আঙ্গুল কাজ করে খুব কম। আপনাদের ভাললাগা – সেই আমার ভাললাগা, প্রেরণা। ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
ব্যস্ততার কারনে গান চলে গিয়েছে,সময় পাইনা একদম। গানের মধ্যেই তো তুমি শব্দ।যেমন আপনার গানের মধ্যে যদি।
অরণ্য
ধন্যবাদ জিসান ভাই। আসলে গান, লেখা দুটোই আমার কাছে থেকে পালিয়েগিয়েছিল অনেক দিন আগে। মাঝে মাঝে অবশ্য উঁকি দিত, তা ঠিক। ইদানিং অনেকদিন আগের সেই আবেশের একটা দমকা হাওয়া নিজের ভিতরে অনুভব করছি। লিখছি, গাইছি, শুনছি, আপনাদের সাথে শেয়ার করছি। ভালও লাগছে।
ভাল থাকবেন। 🙂
মারজানা ফেরদৌস রুবা
বাহ! ভালো তো। ”আমার যদিরা”
সুন্দর উপস্থাপন! ব্যতিক্রম ভাবনা!
গানের কালেকশনও সুন্দর।
অরণ্য
ধন্যবাদ আপনাকে। হুম! আমার যদিরা। 🙂
অনেক যদি এখনও রয়েই গেছে। পরের টাতে দেখি কি করা যায়। ;?
নীলাঞ্জনা নীলা
চোখে দেখতে পাচ্ছি যেন টু-ইন ওয়ান,তাকে সাজানো প্রিয় শিল্পীদের গানের ক্যাসেট।ভাইরে এই বিদেশ বিভুঁইয়ে দিলেন তো নস্টালজিক বানিয়ে।যদি দিয়ে এত গান আছে এটি ভাবিনি কখনো।সব গানগুলোই তো শুনেছি আগে।এমন তো গুছানো চিন্তা করিনি। ধন্যবাদ আপনাকে অরণ্য -{@
অরণ্য
কেন যে সেদিন কারেন্ট টা গেল! আমি নিজেও কিন্তু নস্টালজিক হয়ে যাচ্ছি! যদির দিকে এভাবে নজর দেবার একটা কারণ অবশ্য ছিল। কোন এক গানের শেষের যদি নিয়ে ভাবতে গিয়ে দুই বন্ধু খেয়াল করলাম যদি নিয়ে বা যদি কে ভর করে অনেক গানই আছে। শুরু হয়ে গেল আমাদের যদি গবেষণা – যদির প্রতি বাড়তি মহব্বত।
“বিদেশ বিভুঁইয়ে নস্টালজিক” – আমার কিন্তু ভালই লাগছে। 🙂 আপনাকেও অনেক ধন্যবাদ। শুভ কামনা।
স্বপ্ন
আপনার এই গানের কালেকশন সিডি করে রাখবো।ধন্যবাদ অরণ্য ভাইয়া।
অরণ্য
স্বপ্ন, আইডিয়াটা আমার পছন্দ হয়েছে। পুরোটা শেষ করে আমিও করব ভাবছি। তবে আমি ভাবছি বর্ননা বা উপস্থাপনাটাও সাথে যোগ করে দেব কি না। সময় সুযোগ হলে করেও ফেলতে পারি। শেষ পর্যন্ত একটা ভাল কিছু দাঁড়াবে সে বিশ্বাস পাচ্ছি। আপনি আমার চিন্তার ব্যাপ্তিকে আরেকটু বাড়িয়ে দিলেন। (y) অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
ব্লগার সজীব
বিভিন্ন মন্তব্যে আপনি গানের লিংক দিয়ে দেন,তখনই বুঝেছি আপনি গান পাগল মানুষ।ধন্যবাদ এমন পোষ্ট দেয়ার জন্য।
আপনার কাছ থেকে এমন পোষ্ট আরো চাই।
অরণ্য
ভাই সজীব, আপনার মন্তব্য পেয়ে ভাল লাগলো এবং একটু হাসিও পেল। আসলেই আমি গান পাগল মানুষদের একজন। আপনাকেও ধন্যবাদ। শুভ কামনা আপনার জন্য।
লিখব ভাইয়া। কিন্তু আমার রেগুলারিটিতে একটু ইরেগুলারিটি থাকতে পারে, সেটিকে ক্ষমা করতে হবে। ভাল থাকবেন।
খেয়ালী মেয়ে
আপনার আমার যদিরা কালেকশন সুপারহিট (y)
আপনার কালেকশনের অনেক গানই আগে শুনেছি–যেগুলো শুনিনি সেগুলো ডাউনলোড করা শুরু করলাম..মিস করতে চাই না, গানের কথাগুলো যে দারুন 🙂
অরণ্য
হুম! আপনাদের মন্তব্য পেয়ে তো মনে হচ্ছে কিছু একটা করে ফেলেছি। ভালই লাগছে। কালেকশনটা আমারও খুব দরকার ছিল আসলে। ২ এর যদি গুলোতে একটু ভিন্নতা থাকবে, সেগুলোও আপনাদের ভাল লাগবে বলে আমার মনে হয়।
ভাল থাকুন।
প্রহেলিকা
অনেকগুলো গানই এখনো শুনা হয়নি তবে mp3 ফরমেট-এ সবগুলো নামিয়ে নিয়েছি প্রিয় অরণ্য ভাইয়া।আপনি না দিলে হয়তো এই সুন্দর গানগুলো মিস করে ফেলতাম। ধন্যবাদ আজ নাই’বা দিলাম প্রশংসাও করবো না সুন্দর উপস্থাপনের জন্য। তবে আপনার মতো গান পাগল মানুষ পেয়ে খুব ভালো লাগছে, আমাদের ছেড়ে গেলে চলবে না থাকতে হবে কিন্তু!
অরণ্য
পাগলের কত কিসিম! আমিও পাগল। আপনাকে একটা গান এক্ষুণি শোনাতে ইচ্ছে করছে –
পাগল পাগল মানুষগুলা পাগল সারা দুনিয়া
কেহ পাগল রূপ দেখিয়া কেহ পাগল শুনিয়া…
(https://www.youtube.com/watch?v=ssauvHv_aBM)
না প্রহেলিকা, ছেড়ে যাবার কথা ভাবছি না। তবে ছেড়ে যাবার সর্বোচ্চ ডিগ্রীতে আমার কোন হাত নেই, আমি কিছু জানি না। ইদানিং অনেক কে বলি আমার জীবনের লক্ষ্য এখন মৃত্যুকে সাফল্যমণ্ডিত করা – running towards a successful death. ভাল থাকবেন। (y)
প্রহেলিকা
হাহাহা ঘুমোতে যাবার সময় হয়েছে তারপরও আপনি গান দিলেন সেটি না শুনে কি আর পারা যায়। অনেক পুরনো গান।
এসব ডিগ্রী, মিগ্রী বুঝি কম, ছেড়ে যাওয়া চলবে না।
আর মৃত্যুকে সাফল্যমণ্ডিত করতে সবাই চায় কেউ পারে আবার কেউ পারে না।
আপনিও ভালো থাকবেন।
অরণ্য
(y)
ছাইরাছ হেলাল
সোনেলা পেল বিরাট গানের সংগ্রহ।অনেক সময় দিয়েছেন দেখতেই পাচ্ছি।
ছিল সে এক সেরাম সময়। এখন ইনস্ট্রুমেন্টাল শুনি সময় পেলে, তবে এখান থেকেও কিছু শুনব এবার।
অরণ্য
ছাইরাছ ভাই, খুব বেশি বড় সংগ্রহ না; তবে যদি প্রেমীরা মজা পাবে। TDK 90 যুগের মানুষদের একটু নস্টালজিয়ায় পেয়েছে, এটা দেখে আরও বেশি ভাল লাগছে।
শুন্য শুন্যালয়
আপনার গানগুলো প্রেজেন্ট করার স্টাইল দেখে অটোমেটিকলি হাসি চলে এলো, ভেরি ইন্টারেস্টিং। হঠাৎ খেয়াল করলাম আমিও ‘যদি” দিয়ে গান খুঁজতে শুরু করেছি। পরেই ভাবলাম, নাহ আপনার যদিরা আপনারই থাক। কিল বিলের মিউজিক ইন্সট্রুমেন্টালটা কোন একটা লেখায় এড করে দিলে বেশ হতো, শুনতে শুনতে পড়া।
গানগুলো আবার নতুন করে শুনতে হবে এবার। TDK যুগের একটা কথা মনে পরে গেলো, তখন তো গান রিপিট শোনার অপশন ছিলোনা, আমার একটা পাগলামী ছিলো, শুধুমাত্র একটা গান দিয়ে পুরো ক্যাসেট রেকর্ড করতাম। 🙂 কি ছিলো আসলে সেই দিনগুলো !!! নীল রঙের sony, আহ।
দারুন একটি পোস্টের জন্য সোনেলার হয়ে ধন্যবাদ দিচ্ছি। অপেক্ষা বেশি করতে পারিনা, মনে রাখবেন।
অরণ্য
ধন্যবাদ আপনাকে। আমি যে কোন প্রেজেন্টেশনেই খুব ফান করি। আর সেটাই আমি। আমারও মনে পড়ছে তেমনি একটি রেকর্ড করা নীল SONY ক্যাসেটের কথা – আমি পেয়েছিলাম আমার এক বন্ধুর কাছে থেকে। এক পাশে ছিল একটি গান আর অন্য পাশে আরেকটি।
আপনার শেষ লাইনটিতে একটা কথা মনে পড়ল, কে বলেছিল তা জানি না – “Short absence quickens love; long absence kills it.”। জ্বী, লিখব। ভাল থাকবেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ধন্যবাদ সুন্দর একটি গানের পোষ্টের জন্য। -{@
অরণ্য
মনির ভাই, এ শুধু পোস্ট নয়; এইতো আমার সব পাগলকরা! ভাল থাকবেন ভাইয়া। শুভেচ্ছা জানবেন।
প্রজন্ম ৭১
উপস্থাপনা,গান নির্বাচনে মুগ্ধ হলাম ভাই। -{@
অরণ্য
ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ হে ভালবাসা। ধন্যবাদ এই দুঃখ দেয়া। ( https://www.youtube.com/watch?v=rOeOONdf84Q )
মরুভূমির জলদস্যু
আমার কাছে একটা ক্যাসেট ছিলো “ভুল সবই ভুল” নামে। যাব সবগুলি গানই ছিল ভুল নিয়ে।
অরণ্য
পাগলামো ছিল এবং এখনও আছে – বুঝতে পারছি। (y)
শিশির কনা
মুগ্ধ হলাম অরণ্য ভাইয়া।উপস্থাপনা অসাধারন, এমনকি উৎসর্গও।সব কিছু ছাপিয়ে আপনার পাগলিটার কথা জানতে ইচ্ছে করছে।ভালো আছেন তো তিনি?
অরণ্য
একটা দীর্ঘশ্বাস বেরিয়ে গেলো। বুঝলাম – এখনও মানুষ আমি। হুঁ। পাগলিটা নাকি ভালই আছে, শুনেছি। পাগলিটা নাকি এখনও পাগলামি করে মাঝে মাঝে, পুরোটা সুস্থ ও হয় না ইচ্ছে করেই।
মিথুন
আমি নিশ্চয়ই অনুরোধের আসরে চলে এসেছি 🙂 চমৎকার উপস্থাপন——–
অরণ্য
এক্কেবারে ঠিক ধরেছেন। শুনতে থাকুন। 🙂 আপনাদের জন্যেই।