সারাক্ষণ এমনি করে মায়াময় কথা বলতো আমাকে।প্রথমে ভাইয়া,এরপরে চাচ্চু,এরপরে ছোট আব্বু সবশেষে বাবা। একটি কন্যার জন্য হাহাকার আমার প্রথম পিতা হবার পর থেকেই। কন্যা হীন পিতা আমি এই প্রথম আমি প্রকৃত একজন কন্যার বাবা হলাম।ধীরে ধীরে কখন যে তাকে আমি আমার আসল মেয়ে ভাবতে শুরু করেছি জানিনা।
আমার মেয়ে আমাকে বলেছে, পরজন্মে সে আমার মেয়ে হয়ে জন্মাবে। আমাদের ধর্মে পরজন্ম বলে কিছু নেই,থাকলে এই মেয়ে আমারই রক্তের মেয়ে হতো।রক্তের সম্পর্কই সব কিছু নয়। আসল হচ্ছে মায়া, মমতা।যা আমাদের দুজনের মাঝে ছিল।
২০১০ এর এক্সিডেন্টে আমার মেয়ে মাথায় আঘাত পায়।আর ২০১৪ এর এক্সিডেন্টে সে এই দুনিয়া থেকেই চলে যায় আমাকে কান্নার সাগরে ভাসিয়ে দিয়ে। এখনো তার কথা ভেবে কাঁদি আমি,বুক ভারী হয়ে আসে।এত অল্প বয়েসের একটি মেয়েকে না নিলে কই হতো না আল্লাহ্।
মালয়েশিয়া তখন আমি। ১২ জুন শেষ বারের মত কথা হয় ফোনে তার সাথে।কেমন অস্থির কথা, ‘ বাবা আমার কেমন অস্থির লাগছে,তোমার সাথে যদি আমার দেখা না হয় আমার ?’ এ কি কথা বলছে আমার মেয়ে? সান্ত্বনা দেই তাকে ; দেখা হবে মা,অবশ্যই দেখা হবে। এরপরে কিছু মেসেজ আদান প্রদান হয়।
১৩ জুন সকালে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসি আমি। দুপুরে বসুন্ধরায় আড্ডা দিচ্ছিলাম ফুড কোর্টে।বারবার কেমন চমকে চমকে উঠেছি। কেমন এক আর্তনাদ কানে আসছে। ক্ষণে ক্ষণে মন খারাপ আমার, কই এক অস্থিরতা আমার মাঝে।১৪ জুন চরম দুঃসংবাদ শুনি।সড়ক দুর্ঘটনায় এ জগত থেকে চলে গিয়েছে। আমি যখন আগের দিন বসুন্ধরায় খাচ্ছিলাম, বার বার আনমনা হয়ে যাচ্ছিলাম, আমার মেয়ে তখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
মেয়ের সাথে আমার শেষ আলাপ
** বাবা
* হুম মা।
** নাস্তা করেছো বাবা ?
* ভাত খেলাম মা।
June 12, 2014 12:10 am
** বাবা তুমি যদি ঠিক মতো খাওয়া দাওয়া না করো তাহলে এই মা টা আর কথা বলবো না ।
June 12, 2014 6:20 am
* টাইমলি করবো এখন থেকে মা। শুভ সকাল।
মাগো আমি এখন সময় মত খাওয়া দাওয়া করি।তুই ফিরে আয় মা।
আজা আমার মেয়ের প্রথম মৃত্যু বার্ষিকী। গতবছর এই দিনে সমস্ত মায়ার বাঁধন উপেক্ষা করে স্বর্গের মেঘ পরী চলে গিয়েছে পরীর দেশে।
পরীর দেশে ভালো থাকিস মা।
** সোনেলার ব্লগার স্বর্গের মেঘ পরী আর নেই – তিনি আর লিখবেন না কোনদিন
** আমার না দেখা স্বর্গের মেঘ পরী
৫৪টি মন্তব্য
অনিকেত নন্দিনী
মনটা খুব খারাপ হয়ে গেলো।
উপরওয়ালা স্বর্গের মেঘপরীকে যেনো স্বর্গেই রাখেন।
জিসান শা ইকরাম
গতকাল থেকে আমার মনটাও খারাপ দিদি।
এ কারনে আমি হয়ত আজ আসতে পারবো না সোনেলায়।
মারজানা ফেরদৌস রুবা
কি আর বলবো! বলার ভাষা হারিয়ে ফেলেছি। রক্তের বন্ধন ছাড়াও যে সম্পর্কের বুনন এমন হতে পারে, তা কেবল সম্ভব বুক থেকে নিঃসৃত ভালোবাসা, মায়া আর মমতার দ্বারাই।
সুখে থাকুক পরপারে আপনার আদরের মেয়েটি। দোয়া রইলো।
জিসান শা ইকরাম
ধন্যবাদ আপনাকে
মন্তব্যের সাথে আমার চিন্তা একেবারে মিলে গিয়েছে।
অলিভার
ওপারেতে ভালো থাকুক বাবার আদরের মেয়েটা…
জিসান শা ইকরাম
……… আমীন
শুন্য শুন্যালয়
দেখতে দেখতে 1 টি বছর চলে গেল। তার শূন্যতা রয়ে গেছে। আপনার আদরের মেয়েটির জন্য প্রার্থনা রইলো, সে ভালো থাকুক স্বর্গে। যতদূর শুনেছিলাম এই এক্সিডেন্টে তার মা ও মারা গিয়েছিলেন। মায়ের কোলে মেয়েটি ভালো থাকুক। দোয়া করুন ভাইয়া। কস্ট নিয়েন না। সবাইকেই যেতে হবে তবে এভাবে অপঘাতে অসময়ে যেন কাউকে যেতে না হয়।
জিসান শা ইকরাম
হ্যা এক বছর হয়ে গেলো।তার মা ও এই দুঘটনায় মৃত্যু বরন করেছেন।
তাদের আত্মা শান্তি পাক।
এভাবে অপঘাতে অসময়ে যেন কাউকে যেতে না হয়।
সীমান্ত উন্মাদ
কিছু কিছু সম্পর্ক জগতের জাগতিক নিয়মের অনেক অনেক উপরে, হারনোর যন্ত্রনা আমি উপলিব্দি করি অনেক বেশি মামা তাই আপনার কষ্টটার উপলব্ধি করতে পারছি, জীবনে অনেক হারিয়েছি তাই।
স্বর্গের মেঘ পরি স্বর্গে অনেক ভালো থাকবেন, কারন যার জন্য এতো এতো মানুষের মমতা, তাকে সৃষ্টি কর্তা স্বর্গের বাইরে রাখতে পারবেন না।
জিসান শা ইকরাম
ধন্যবাদ সীমান্ত উন্মাদ পাশে থাকার জন্য।
saunar
আল্লাহ তাকে জান্নাত বাশি দান করুক দোয়া করি আমিন
জিসান শা ইকরাম
আমীন
মেহেরী তাজ
মন খারাপ হয়ে গেলো। যেখানেই থাক, স্বর্গের মেঘ পরী ভালো থাক।
জিসান শা ইকরাম
আমীন
ছাইরাছ হেলাল
আল্লাহ তাকে জান্নাতবাসী করুণ।
জিসান শা ইকরাম
মেয়েটিকে খুব মিস করছি।
আমীন ……
লীলাবতী
কত সুন্দর মিষ্টি একটি মেয়ে ছিল আপনার।আল্লাহ্ স্বর্গের মেঘ পরীকে স্বর্গেই স্থান দিক।
জিসান শা ইকরাম
আমীন ………
ধন্যবাদ।
ইমন
আল্লাহ পরীকে বেহেশত নসিব করুক। আপনাকে আল্লাহ শুক সজ্জ করার শক্তি দিক।
জিসান শা ইকরাম
আমীন………
ধন্যবাদ ইমন।
মোঃ মজিবর রহমান
আল্লাহ মাকে শান্তিতে রাখুক
আপনাকে দুঃখ সহিবার শক্তি দিক কামনা করি।
এই পরির লেখা থেকেও আমরা বঞ্চিত!!!
জিসান শা ইকরাম
ধন্যবাদ আপনাকে মজিবর ভাই।
আপনার দোয়া কবুল হোক।
মরুভূমির জলদস্যু
ওর জন্য রইলো উপর আল্লাহর কাছে অনেক অনেক দোয়া।
আপনারদের জন্য সমবেদনা।
জিসান শা ইকরাম
ধন্যবাদ আপনাকে।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কৃতজ্ঞ সোনেলার কাছে এমনি করে বিয়োগান্ত আমাদের মনে রাখার জন্য।অবশ্যই সে যেনো পরপারে ভাল থাকেন এই কামনা।
জিসান শা ইকরাম
ধন্যবাদ মনির ভাই।
ব্লগার সজীব
এই সোনেলায় তিনি লিখতেন ২০১৪ সনেও।আজ আমরা আছি এখানে,নেই আমাদের স্বর্গের মেঘ পরী।কত অল্প বয়সে চলে গেলেন তিনি এই জগৎ থেকে।পরীর আত্মার মাগফিরাত কামনা করি।
জিসান শা ইকরাম
আমীন ……।।
ধন্যবাদ সজীব।
নুসরাত মৌরিন
লেখাটা পড়ে মন খারাপ হয়ে গেল…।
আল্লাহ তাকে বেহেশত নসীব করুন-এই দোয়া করি।
জিসান শা ইকরাম
আমীন……………
খেয়ালী মেয়ে
লেখা পড়ে খুব খারাপ লাগছে,
মেঘপরীর সাথে আমার কথা হলো না, কমেন্টস আদান প্রদান হলো না, তারপরও তার জন্য অনেক মায়া হচ্ছে….
ছোটবেলা থেকে শুনে আসছি পরীরা সব পারে, সব পায়, সব সৌন্দর্য্যকে তারা ছুঁতে পারে, পরী হবার স্বপ্নে সবসময় বিভোর থাকতাম….কিন্তু যতই দিন যাচ্ছে ততই বুঝতে পারছি পরীরা আসলে সব পায় না, এই পৃথিবীটা পরীদের জন্য খুব র্নিমম……
যেখানেই থাকো পরী-জানি তুমি অনেক ভালো থাকবে,
তোমার বাবা তোমাকে অনেক মিস করছে-বলে দাও যে তুমি অনেক ভালো আছো, পৃথিবীটা তোমার না হলেও, স্বর্গটা যে তোমার পরী (3
জিসান শা ইকরাম
এত সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
এই পৃথিবীটা পরীদের জন্য আসলেই খুব র্নিমম।
স্বপ্ন নীলা
যখন পড়ছিলাম তখন ব্যাথায় বুকটা ভারী হয়ে আসছিল, কি মর্মান্তিক —
আল্লাহ তাকে বেহেস্তবাসী করুন
জিসান শা ইকরাম
ধন্যবাদ স্বপ্ন নীলা।
আমীন……।
সানোয়ার
মেঘ পরী তোমার জন্য দোয়া রইল
আজকে ভালো করে পড়েলাম
জি যে খারাপ লাগলো আসলে বাবা হয়ে
কষ্ট পাওয়া
জিসান শা ইকরাম
ধন্যবাদ —-
রিমি রুম্মান
মনটা বিষন্ন হলো …. মায়া খুব খারাপ জিনিস …. কেবলই পোড়ায়…. ভালো থাকুক কন্নাটি ওপারে
জিসান শা ইকরাম
হ্যা, মায়া খুব খারাপ জিনিস……… কাঁদায় খুব।
ধন্যবাদ আপনাকে।
মাসুদ আলম
উনি ভাল থাকুক এ আশাটাই করি।
জিসান শা ইকরাম
ধন্যবাদ আপনাকে।
আশা জাগানিয়া
আপনার মেয়ে পরী হয়েই এসেছিল এখানে,আবার ফিরে গিয়েছে তার আপন রাজ্যে।আপনি তাকে ফিল করছেন,এটি নিশ্চয়ই দেখছে সে।পরী ভালো থাকুক।
জিসান শা ইকরাম
ধন্যবাদ আপনাকে।
স্বপন দাস
সত্যিকারের পরীমনি মেয়ে ~~~ মানুন বা না মানুন, মেয়ের সেই আকাঙ্ক্ষা ঈশ্বর যেন পূর্ণ করেন। আপনার মেয়ে হয়েই জন্মাবে কোন এক জীবনে।
জিসান শা ইকরাম
আমি তাই চাই,ও যেন আমার মেয়ে হয়ে জন্মায় কোন এক জনমে।
সানোয়ার
প্রোফাইলে ঢোকতে পারতেছিনা বলবেন তাই এখানে মন্তব্য অলেক্ষ করলাম
ভালো থাকবেন সব সময়
জিসান শা ইকরাম
প্রফাইলে ঢুকতে না পারলে এখানে মন্তব্য করলেন কিভাবে?
সমস্যাটি বুঝিয়ে বলুন,অন্য যে কেউ জবাব দিয়ে দিবে,আমি না থাকলেও।
আজিম
হৃয়বিদারক।
এতো ভালবেসে মেয়েটাকে নিজের মেয়ের মত করে নিয়েছিলেন জিসান ভাই! এটা জানতামনা।
ভাল থাকুন আপনি।
জিসান শা ইকরাম
হ্যা আজিম ভাই,নিজের মেয়েই ভেবেছি, এখনো ভাবছি সে আমার মেয়ে।
ধন্যবাদ আপনাকে।
মিথুন
মেয়েটি আপনার হয়েই থাকবে সবসময়। পরী মেয়েটি পরীর দেশে ভালো থাকুক……………
জিসান শা ইকরাম
ধন্যবাদ মিথুন।পরী ভাল থাকুক পরীর দেশে।
সিকদার
স্নেহ আর ভালবাসা এর কোন সীমা নাই । তাই এর মাঝে আনন্দের চেয়ে কষ্ট বেশি । আপনার পরীকে আল্লাহ বেহেশত দান করুক ।
জিসান শা ইকরাম
আমীন।
ধন্যবাদ আপনাকে।
সঞ্জয় কুমার
বিধাতা ওনাকে শান্তি তে রাখুন । । অচেনা কারও জন্য এতটা খারাপ লাগেনি ।
অচেনাই বা কেন সে তো আমাদের সোনেলা পরিবারের একজন
জিসান শা ইকরাম
আমীন
আমি যদি চেনা হই,আমার মেয়েও চেনা সবার।