সময়ের বহমান গতিশীল ধারায় আমরা চলছি, ছুটে চলেছি নতুন দিশায়।
আমরা অসহায়, আমরা নিরুপায়, যা ঘটছে ও যা ঘটতে যাচ্ছে তার উপর আমাদের কোন নিয়ন্ত্রন নেই ।
জীবনে ঘটে জাওয়া ছোট বড় সবকিছুকে আমাদের মেনে নিতে হচ্ছে, আর এ ভাবেই মেনে নিয়ে চলতে হবে, এটাই চিরন্তন সত্ত ।
——————————সীমা সারমিন
২৩টি মন্তব্য
নীলকন্ঠ জয়
আর কতকাল নিরীহ পশুর জীবন-যাপন করবো?
হলুদ পরী সাদা নাকফুল
যতকাল আমরা বেচে থাকবো ।
জিসান শা ইকরাম
হ্যা , একমত ।
হলুদ পরী সাদা নাকফুল
(y)
ছাইরাছ হেলাল
ইচ্ছে করেই হোক বা অনিচ্ছেতেও আমাদেরকে ‘সময়’ কে মেনে নিতেই হচ্ছে ।
হলুদ পরী সাদা নাকফুল
সত্যি আমাদের কিছু করার নাই……………।।
বনলতা সেন
সময়ের গ্যাঁড়াকল বড়ই কঠিন সত্য ।
আপনার উপলব্ধিকে প্রশংসায় রাখছি ।
হলুদ পরী সাদা নাকফুল
ধন্যবাদ আপু আপনাকে…।
সত্যি সময়ের গ্যাঁড়াকলে আমরা অসহায়।
লীলাবতী
একমত।
হলুদ পরী সাদা নাকফুল
(y)
ধন্যবাদ আপনাকে
শুন্য শুন্যালয়
হুম ঠিক…
হলুদ পরী সাদা নাকফুল
হুম ঠিক…………………
ছন্নছাড়া
হুম ………… কিন্তু এর শেষ কোঁথায়
হলুদ পরী সাদা নাকফুল
এর শেষ নেই ভাইয়া……………।।
তাই তো আমরা এতো অসহায় ।
স্বপ্ন
(y) (y)
হলুদ পরী সাদা নাকফুল
(y) (y) (y) (y) (y)
প্রিন্স মাহমুদ
আপনার মধ্যে একটা কিছু আছে যেটা আপনার লেখা উচিত , আমার মনে হয় আপনি পারছেন না ।
হলুদ পরী সাদা নাকফুল
কি সেটা যা আমি পারছি না?????
প্রিন্স মাহমুদ
আপনার রাইটিং পাওয়ার আছে , বাট প্রকাশ করতে পারছেন না
!!! অগোছালো ভাব এখনো …………. একটু সময় দিন লেখার প্রতি ।
খসড়া
বহিবারে দাও শকতি।
হলুদ পরী সাদা নাকফুল
কড়িও না ভয়
সামনে এগোয়ে,
পাইলেও পাইতে পারো
জীবনেতে আনন্দের জয় ।
তন্দ্রা
কিছুই করা বা বলার নাই।
বলতে ইচ্ছে করে এখন আমারাই অধম।
হলুদ পরী সাদা নাকফুল
এর জন্য দায়ী কে আমরা নিজেরাই না এই জগত ……… ঠিক জানা নাই।