
আমাদের ছোট গাঁয়,
প্রতিদিন বসে পাখালির মেলা
বট-পাকুড়ের ছায়।
সারাটা বছর মাঠে খায় দোল
পাকা ফসলের সারি,
সুর থাকে জেগে কাজের কাঁকালে
ক্ষণিকও যায় না ছাড়ি।
গোয়ালে গো-ছাগ গোলা ভরা ধান
গাছে গাছে ফুল ফল,
খাল বিলে করে হরেক মৎস্য
দিবা নিশি খলবল।
খরায় সচল মহিষের গাড়ি
বরষার জলে নাও,
সবুজ বৃক্ষ দেয় ক্ষণে ক্ষণে
পত্র দুলায়ে বাও।
স্বজন বাঁধনে লেগে থাকে হাসি
মেখে মমতার ধুল,
সন্ধ্যার দীপ জোনাক জ্বালাতে
কখনও করে না ভুল।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১৫টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ছড়া কবিতায় মনোরম প্রকৃতি ধরা দিচ্ছে।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ কৃতজ্ঞতা রইল।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
আলমগীর সরকার লিটন
চমৎকার এক ছন্দময় কবি দা
বোরহানুল ইসলাম লিটন
অশেষ ধন্যবাদ রইল কবি দা।
সুস্থ থাকুন ভালো থাকুন
নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
ফিরে গেলাম গাঁও গ্রামে নতুন্রপে খুজে পেলাম ছড়ায় মাকে।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ মুগ্ধতা রইল মজিবর ভাই।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
আপনিও ভালো থাকুন প্রিয়।
বন্যা লিপি
স্মৃতিপটে প্রাচিন প্রকৃতির চিত্র….. এখন যেন সবই রূপকথা!
বোরহানুল ইসলাম লিটন
এখনও এ দৃশ্য অনেকটাই বিরাজমান আপু
কিন্তু আজ থেকে 10-15বছর পর হয়তো কিছুই থাকবে না।
অশেষ কৃতজ্ঞতা রইল।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
হালিমা আক্তার
চমৎকার প্রকৃতির ছোঁয়া। মুগ্ধতায় ঘেরা।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন
নিরাপদে থাকুন।
হালিম নজরুল
ছন্দময়।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
প্রকৃতির রূপায়ণে মুগ্ধ ভাইয়া, আমাদের বাংলার চিরায়ত রূপ ধরা পড়েছে আপনার সুনিপুণ লেখায়। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা
বোরহানুল ইসলাম লিটন
ভীষণ অনুপ্রাণিত হলাম সুন্দর মন্তব্য পেয়ে।
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত।
সুস্থ থাকুন ভালো থাকুন
নিরাপদে থাকুন।