প্রথম আলোতে বিজ্ঞাপন
কাল তোমার আবৃত্তি সন্ধ্যা
স্থান রমনা বটমূল।
যুদ্ধ করে যথারীতি সামনের আসনে
তোমার ইচ্ছেটাকে মূল্য দিলাম,
শুরু হলো_————!
আমার চোখে চোখ রেখে
সাবলীলভাবে তুমি বলে চলেছো
অনবদ্য———-!
কথাগুলো প্রতিধ্বনিত্ব হচ্ছে
আবহ সংগিত বাজছে
ঘোর লাগা———-!
চারদিক অন্ধকার
শুধু গোল করে আলোটা তোমার মুখে
আমি মনপ্রাণ ঢেলে শুনছি
ছন্দের কারুকাজ ———–!
কখনো প্রেম,কখনো বিরহ
কখনো কষ্ট,কখনো আনন্দ
বাদ গেলোনা মেঘ,বৃষ্টি,রোদ!
তোমার শ্বাসপ্রশ্বাসের উঠানামা
গতিশীলতা, আনমনাভাব
কোনটিই এড়িয়ে গেলোনা
ঘোরের মধ্যে কেটে গেলো
অনেকটা সময়———-!
হঠাৎ অন্ধকার—–অনিশ্চয়তা
তুমি নেই—— কণ্ঠ নেই:
কিন্তু আমার আলো চাই!!
৩৬টি মন্তব্য
মনির হোসেন মমি
কিছু কবিতা আছে শুনতেই মন ভরে উঠে।আর যদি হয় কাঙ্খিত ব্যাক্তির তবেতো কথাই নেই।দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মনে হয় ইস্ শেষ হয়ে গেল! খুব ভাল লাগল আপু।
আরজু মুক্তা
ভালোলাগার রেশ রেখে গেলেন।
শুভকামনা ভাই!
মোহাম্মদ দিদার
অসাধারণ লিখেছেন
বেশ মুগ্ধ হলাম।
আরজু মুক্তা
মুগ্ধতা থাকুক সবসময়!
ফজলে রাব্বী সোয়েব
আলো আসবেই। অসাধারণ
আরজু মুক্তা
আলো না এসে যাবে কই?
ধন্যবাদ।
নিতাই বাবু
অনেক ভালো লেগেছে। এমনিতেই আমি আপনার লেখা গল্প কবিতা খুব মন দিয়ে পড়ি।
আরজু মুক্তা
এটাই পরম পাওয়া।
ধন্যবাদ।
মোস্তাফিজুর খাঁন
ভিষন সুন্দর ও মনোমুগ্ধকর কবিতা ।
কবে যে আমিও এরকম করে কবিতা লিখতে পারবো !!!
আরজু মুক্তা
আপনি আমার থেকেও ভালো লিখেন। হিংসা হয় কিন্তু।
আপনার জন্য শুভকামনা।
তৌহিদ
লেখা পড়ে আমি নিজেই ঘোরের মধ্যে গেলাম আপু!!
আরজু মুক্তা
ঘোরের মধ্যে থাকলে সুন্দর সুন্দর কথা কে শোনাবে?
শুভকামনা ভাই!
তৌহিদ
যাক ব্লগে একজন পেলাম যে আমার কথাকে সুন্দর বললো।
শবনম মোস্তারী
অনেক ভালো লাগলো আপু।
আরজু মুক্তা
শুভকামনা আপু
সাবিনা ইয়াসমিন
ভালো লেগেছে। শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
আপি, এটাই পরম পাওয়া! ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
কিভাবে যে লেখে লেখক মুগ্ধ হই। পড়ি কিন্তু আমি লিখব বা লিখতে শিখব কবে আপনাদের মত।
আরজু মুক্তা
আমি, ভালো লিখি?
এখনো বটম লাইনে।
শুভকামনা জানবেন।
নাজমুল হুদা
আমারো আলো চাই ।
চিত্রকল্প অনেক ভালো লাগার ছিলো,, শব্দের পরিবেশনে দাঁড়ি কমায় আরো আর্কষণ রাখবেন আপু । লেখার প্রতি এবং আপনার প্রতি সম্মান রেখে বলছি।
এক কথায়, কবিতা ভাবনার ফসল 😍
আরজু মুক্তা
অবশ্যই, খেয়াল রাখবো। মন্তব্য ভালো লাগলো।
এভাবে ভুল ধরলে লিখা আরও মজবুত হবে।
ভালো থাকবেন।
নাজমুল হুদা
ভুল বললে আমি লজ্জিত ।
কারণ কবিতা কখনও ভুল হয় , কবিতা কোনো প্রশ্নের উত্তর না যে ভুল ধরবে ।
আরজু মুক্তা
সংশোধন করা হলো। ভুল না সার্বিক আলোচনা।
প্রদীপ চক্রবর্তী
দারুণ লেখনী দিদি।
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
আরজু মুক্তা
আপনার পর্বত কন্যার রেশ এখনো কাটে নি।
ভালো থাকবেন। নতুন নতুন লিখা দিয়ে মন ভরিয়ে দিবেন।
ছাইরাছ হেলাল
নিখাদ অন্য রকম অন্য ঢং এ নূতন কিছু পেলাম, অন্য রূপে।
জয়তু।
আরজু মুক্তা
ওরে বাপরে, লজ্জা দিয়েন না।
নতুন ঢং, রং ভালো লেগেছে জেনে খুশি হলাম।
শুভকামনা জানবেন।
রেজওয়ান
অন্যরকম ছোয়া!😍
আরজু মুক্তা
ধন্যবাদ আর শুভকামনা সবসময়।
রেজওয়ান
আপনাকেও শুভেচ্ছা
রেহানা বীথি
একটা ছবি এঁকে দিলেন চোখের সামনে।
সুন্দর!!
আরজু মুক্তা
শুভকামনা। কবিতাও কথা বলে।
শাহরিন
কবিতা বুঝি না। তবে পড়ে ভালো লেগেছে।
আরজু মুক্তা
ভালো লাগাটাই দরকার! তখন মনে হয় লিখাও সার্থক। শুভকামনা, আপু।
হৃদয়ের কথা
খুবই ভালো লেগেছে আপু।
আরজু মুক্তা
আপনার জন্য শুভকামনা