আবৃত্তি সন্ধ্যা

আরজু মুক্তা ১১ সেপ্টেম্বর ২০১৯, বুধবার, ০৭:৪৬:৩৪অপরাহ্ন কবিতা ৩৬ মন্তব্য

প্রথম আলোতে বিজ্ঞাপন
কাল তোমার আবৃত্তি সন্ধ্যা
স্থান রমনা বটমূল।
যুদ্ধ করে যথারীতি সামনের আসনে
তোমার ইচ্ছেটাকে মূল্য দিলাম,
শুরু হলো_————!
আমার চোখে চোখ রেখে
সাবলীলভাবে তুমি বলে চলেছো
অনবদ্য———-!
কথাগুলো প্রতিধ্বনিত্ব হচ্ছে
আবহ সংগিত বাজছে
ঘোর লাগা———-!
চারদিক অন্ধকার
শুধু গোল করে আলোটা তোমার মুখে
আমি মনপ্রাণ ঢেলে শুনছি
ছন্দের কারুকাজ ———–!
কখনো প্রেম,কখনো বিরহ
কখনো কষ্ট,কখনো আনন্দ
বাদ গেলোনা মেঘ,বৃষ্টি,রোদ!
তোমার শ্বাসপ্রশ্বাসের উঠানামা
গতিশীলতা, আনমনাভাব
কোনটিই এড়িয়ে গেলোনা
ঘোরের মধ্যে কেটে গেলো
অনেকটা সময়———-!
হঠাৎ অন্ধকার—–অনিশ্চয়তা
তুমি নেই—— কণ্ঠ নেই:
কিন্তু আমার আলো চাই!!

৯২৪জন ৬৬৫জন

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ