আত্মগোপন

প্রলয় সাহা ১৭ অক্টোবর ২০১৪, শুক্রবার, ০৯:১৭:০১অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

 

বিরহের ইদানিং শীত লাগে

তাপমাত্রা ওঠানামা করে ,

কারণে-অকারণে

অলসতার যোগ্যতা শরীরে জাগিয়ে

যেখানে-সেখানে পড়ে থাকে ,

প্রিয় কালো চাদর মুড়িয়ে ।

ভয়ে থাকে সবসময়

কখন , কিভাবে ছড়িয়ে পড়ে ?

কেউ এসে যদি বলে ,

কি এমন করেছি পাপ –

উপহার দিলে এতো হাহাকার !

বিবাদের দাবী রেখে কী আর লাভ বলো

যেমন আছে থাকুক তেমনি ।।

বিবাদের দাবী রেখে কী আর লাভ বলো

যেমন আছে থাকুক তেমনি ।।

৪৪৬জন ৪৪৬জন

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ