আত্মগোপন

প্রলয় সাহা ১৭ অক্টোবর ২০১৪, শুক্রবার, ০৯:১৭:০১অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

 

বিরহের ইদানিং শীত লাগে

তাপমাত্রা ওঠানামা করে ,

কারণে-অকারণে

অলসতার যোগ্যতা শরীরে জাগিয়ে

যেখানে-সেখানে পড়ে থাকে ,

প্রিয় কালো চাদর মুড়িয়ে ।

ভয়ে থাকে সবসময়

কখন , কিভাবে ছড়িয়ে পড়ে ?

কেউ এসে যদি বলে ,

কি এমন করেছি পাপ –

উপহার দিলে এতো হাহাকার !

বিবাদের দাবী রেখে কী আর লাভ বলো

যেমন আছে থাকুক তেমনি ।।

বিবাদের দাবী রেখে কী আর লাভ বলো

যেমন আছে থাকুক তেমনি ।।

৪২০জন ৪২০জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ