বিরহের ইদানিং শীত লাগে
তাপমাত্রা ওঠানামা করে ,
কারণে-অকারণে
অলসতার যোগ্যতা শরীরে জাগিয়ে
যেখানে-সেখানে পড়ে থাকে ,
প্রিয় কালো চাদর মুড়িয়ে ।
ভয়ে থাকে সবসময়
কখন , কিভাবে ছড়িয়ে পড়ে ?
কেউ এসে যদি বলে ,
কি এমন করেছি পাপ –
উপহার দিলে এতো হাহাকার !
বিবাদের দাবী রেখে কী আর লাভ বলো
যেমন আছে থাকুক তেমনি ।।
বিবাদের দাবী রেখে কী আর লাভ বলো
যেমন আছে থাকুক তেমনি ।।
১৩টি মন্তব্য
সীমান্ত উন্মাদ
শিরোনামেই অনেক অনেক ভাললাগা। আর বিষয় বস্তুতে একগাদা প্লাস। শুভকামনা নিরন্তর।
প্রলয় সাহা
ধন্যবাদ আপনাকে ।
কৃষ্ণমানব
আচ্ছা । অনেক জটিলতায় পরিপূর্ণতা দেখা যাচ্ছে
প্রলয় সাহা
অনেক ধন্যবাদ দাদাভাই ।
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায়।
প্রথম লেখাতেই নিজেকে ভালোভাবেই চিনিয়ে দিলেন।
শুভ কামনা।
প্রলয় সাহা
অনেক অনেক অনেক ধন্যবাদ দাদাভাই ।
প্রহেলিকা
কি এমন করেছি পাপ –
উপহার দিলে এতো হাহাকার !
বিবাদের দাবী রেখে কী আর লাভ বলো
যেমন আছে থাকুক তেমনি ।।
সুন্দর কবিতা, শুভেচ্ছা জানবেন দাদা।
প্রলয় সাহা
অনেক ধন্যবাদ দাদাভাই ।
হৃদয়ের স্পন্দন
হ্যা যেমন আছে তেমন ই থাক
ঘুড্ডির পাইলট
বিবাদের দাবী রেখে কী আর লাভ বলো
যেমন আছে থাকুক তেমনি ।।
অলিভার
ভালোলাগা জানিয়ে গেলাম।
সোনেলা ব্লগে স্বাগতম 🙂
মেহেরী তাজ
ভালো লেগেছে ভাইয়া।
মোঃ মজিবর রহমান
দাদা দারুন।
দাবী রেখেই কি লাভ? আসলেই কি লাভ?
ভাল লাগলো।