
অমাবস্যাতিথির ঝড়ো বাতাসে মায়ের কোল জুড়িয়ে আজকের এই দিনে যে শিশুটি নশ্বর পৃথিবীতে এসেছিলো তার আজ জন্মদিন। দুরন্ত শৈশব থেকে মধ্যবয়সের যুবকে পরিণত হওয়া সোনেলার সোনালি ঘন্টিবাদকের আজ জন্মদিন।
ব্যক্তিগত অভিরুচির মুল্য তাকে যাচাই করেনা আর, ব্যক্তিগত অনুরাসের আগ্রহ তাকে সাজিয়ে তোলেনা আর। নিজের মনের মত করে পছন্দ করা,বাছাই করা,সাজাই করার অধিকারগুলিকে যাকে এখন ভাগাভাগি করে নিতে হয় সবার সাথে সেই নিরীহ একরোখা চাপাস্বভাবে রাগী মানুষটির জন্মদিন আজ।
নদী যেমন সামনের দিকে সোজা চলতে চলতে হঠাৎ বাঁক ফেরে,তার জীবনপথ সরল সোজা পথে চলেনি একসময়। জীবনবাঁকের প্রতিটি খাঁজে যাকে বিদগ্ধ হতে হয়েছে, বন্ধুরতায় অতিক্রান্ত পথকে যে জয় করছে প্রতিনিয়ত সেই মানুষটির জন্মদিন আজ।
পতন বাঁচিয়ে যে লিখে যায় বৈষ্ণবী গান, জীবনের গতি অবগতির ঘাতপ্রতিঘাতে যে রয়েছে আজও শিরদন্ডায়মান। গর্জনে ও গানে,তান্ডবের তরল তালে অগ্নিনিঃশ্বাসের জলপ্রপাতে এক আঁজলা জল দিয়ে নিজের পিপাসার্ত হৃদয়কে ভালোবাসার শীতল অনুভবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছ তোমরা যারা,সেই সুরশিল্পীর জন্মদিন আজ।
সমতলে কিংবা দুর্গম অরণ্যের যাত্রীবেশে, নিয়ন আলোর ঝলমলে শহরের রাস্তায় একাকী পথিক হয়ে কিংবা তপ্ত মরুভূমির একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে নিরন্তর ছুটে চলা সেই বেদুঈন – তাকে কি ভূলে গিয়েছ তোমরা? আজ যে তার জন্মদিন।
অন্তরে ছন্দ জাগিয়ে,গুরু লঘু নানান ভঙ্গিতে যাপিত জীবনের বেশকিছু তৈলচিত্র এঁকে যে গদ্যে,পদ্যে,একান্ত অনুভূতির ডায়েরীতে রচনা করে চলেছে নিজের কাব্যকথা। চিরকালের স্তব্ধতায় আর চলতিকালের চাঞ্চল্যতা দিয়ে সে মঞ্চস্থ করেছে এক আবেগী পথনাট্য। যার শেষ উক্তিটি ছিলো-
“তবু যা সম্বল আছে তাই দিয়ে,
একালের ঋন শোধ করে অবশেষে-
ঋণী তোমাদের রেখে যাবই আজ।”
সেই মানুষটির জন্মদিন আজ।
শুভ জন্মদিন হে সোনেলার সোনালি ঘন্টিবাদক।
৫৪টি মন্তব্য
বন্যা লিপি
শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, সোনেলার সোনালী ঘন্টিবাদককে।
পুরো লেখায় ফুটিয়ে তুলেছেন আদ্যোপান্ত নিজেকে।
অবাক করা বিষয় হলো,আজ আপনার এই বোনটিরও জন্মদিন। তো একই সাথে আমরা একে অন্যকে উইশ করতেই পারি।
অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন জীবনের বাকি সব দিন 🌷🌷🌷🌷🌷💮💮💮💮💐💐💐🌸🌸🌹🌹
তৌহিদ
আজকের দিনে আপনারও জন্মদিন ভাবতেই ভালো লাগছে আপু। ভাই বোনের একই দিনে জন্ম!! এই লেখা আপনাকে উৎসর্গ করলাম।
শুভ জন্মদিন।
নাজমুল হুদা
আমিও অবাক এই অক্টোবর মাস তো ভীষণ জ্বালায় আছে।
কারণ,ভাইয়া ওরফে দুলাভাইয়ের জন্মদিন ও ভাবি ওরফে আপুর জন্মদিন এবং এমনকি তাদের বিবাহবার্ষিকী সব এই অক্টোবর মাসে।
আমার জন্মদিন, বড় আপুর(বন্যা আপু) জন্মদিন এই অক্টোবর মাসে ।
দারুণ
তৌহিদ
নাজমুল অক্টোবর মাস আসলেই জান ক্যারাব্যারা হইয়া যায়। এত এত অনুষ্ঠান!! পকেট ফাঁকা করার মাস এইটা।
জিসান শা ইকরাম
শুভ হোক জন্মদিন
শুভকামনা সব সময়ের জন্য
হাসি আনন্দের ঢেউয়ে ডুবে থাকুন সারাক্ষণ।
এই গানটি আপনার জন্য
তৌহিদ
বাহ! দারুণ গানটি। খুবই পছন্দ হয়েছে ভাইজান। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছিনা। আপ্লুত হলাম।
জিসান শা ইকরাম
জন্মদিন এর তারিখটা ব্লগের ইনফোতে লিখে রাখা ভালো তৌহিদ ভাই।
আজকে আপনার জন্মদিন, তা ফেইসবুকের নোটিফিকেশনেও পেলাম না।
জন্মদিন জানা থাকলে পোষ্ট আমরাও দিতে পারতাম।
ভালো থাকবেন ভাই।
তৌহিদ
ফেসবুক এন আই ডি ভেরিফায়েড বলে সার্টিফিকেট বার্থ ডে সেখানে দেয়া আছে। আর আমি সব জায়গাতেই ডেট হাইড করে রেখেছি। জীবন থেকে আরও এক বছর চলে গেলো। এই কষ্টেই জন্মদিন কাউকে জানাতে চাইনা।
আপনার অনুভূতিকে সম্মান জানাচ্ছি ভাই। ভালোবাসা জানবেন।
প্রদীপ চক্রবর্তী
গুণগ্রাহী লেখা।
আর এই গুণগ্রাহী সোনেলার ঘন্টিবাদকের জন্মদিনে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
গুণগ্রাহী মানুষের স্মৃতি জড়িয়ে থাকে তার কর্মে জন্মে নহে।
শুভকামনা দাদা।
তৌহিদ
আপনাকেও ধন্যবাদ দাদা, মন্তব্যে খুশি হলাম।
রেহানা বীথি
শুভ জন্মদিন ভাই!!
অনেক অনেক শুভেচ্ছা। হাসি আনন্দে কেটে যাক সারাটিজীবন।
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা আপু।
এস.জেড বাবু
শতবর্ষীয়ান হউন, সেঞ্চুরী হউক জন্মদিনের।
শুভকামনা ভাই
তৌহিদ
ধন্যবাদ ভাই।ভালো থাকবেন।
মনির হোসেন মমি
আজতো দেখছি শুভ জন্মদিনের হিড়িক পড়ে গেছে।
তৌহিদ ভাইয়া
শুভ জন্ম জন্মদিন
বন্যাপু
শুভ জন্ম জন্মদিন
গোলাম সারোয়ার ভাইয়া
শুভ জন্ম জন্মদিন….
সবার মঙ্গল কামনা ও শুভেচ্ছা।
তৌহিদ
ধন্যবাদ ভাইটি। আজ এত জনের জন্মদিন জানলে সবাইকে নিয়েই শুভেচ্ছা পোষ্ট দিতাম।
সাখিয়ারা আক্তার তন্নী
শুভ জন্মদিন,
তৌহিদ
অনেক অনেক শুভেচ্ছা জানবেন।
সঞ্জয় মালাকার
শুভ জন্মদিন, অনেক অনেক শুভেচ্ছা, আগামীদন গুলো হোক আনন্দময় শুভ কামনা 🌹🌹🌹🌹
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা ভাই।
সুরাইয়া পারভিন
জন্মদিন দিনের অনেক শুভেচ্ছা রইল
দীর্ঘজীবী হন ভাইয়া।
আজ যাদের জন্মদিন হবার জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা
সুরাইয়া পারভিন
লিখেছি সবার হয়েছে হবার
এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী
তৌহিদ
ব্যাপার না, আমরা আমরাইতো!! ☺
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা রইলো।
ছাইরাছ হেলাল
ঘন্টিবাদকে জন্মদিনের শুভেচ্ছা,
তা কত নম্বরের দিন তা কিন্তু বলেন-নি।
প্রতিটি জন্মদিন আনন্দ দিন যদিও জীবনের মহা মূল্যবান একটি বছর খুইয়ে বসি নিজের অজান্তে।
তবুও জীবন, এইতো জীবন।
তৌহিদ
আমিতো ১৬ বছরের কিশোর ভাইজান ☺☺
একটি করে বছর চলে যায় আর আমিও নবরুপে আবির্ভূত হই।
ইঞ্জা
সোনেলার ঘন্টিবাদককে জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা শুভকামনা, শুভ জন্মদিন ভাই, ভালোবাসা জানবেন।
ভাই কেক কই, কেক ছাড়া জন্মদিন কি আর ভালো লাগে?
তৌহিদ
কেক!! এই লন 🎂🎂
আপাতত এটাই, আমার মিষ্টি খাওয়া বারণ, তবে আপনাকে খাওয়াবো অবশ্যই দাদা।☺
ইঞ্জা
কেন বারণ, ডায়াবেটিক?
আমিও ডায়াবেটিক কিন্তু খায় আমি। 😄
তৌহিদ
না দাদা, ভুঁড়ি কমানোর চেষ্টায় আছি।
মাহবুবুল আলম
ছবির শারীরিক কাঠামো বা স্টাকচার দেখে মনে হয় জিসান ভাইয়ের অবিকল। তাই যদি হয়, বা নয় হয়; তবু জানাই জন্মদিনের অনিঃশেষ শুভেচ্ছা! শুভ জন্মদিন বন্ধুসহযাত্রি!
তৌহিদ
আরে কন কি? জিসান ভাই এক্কেরে নায়কের মতন দেখতে আর আমি গাটুম গাটুম নাদুসনুদুস!!
আপনাকেও অনেক শুভেচ্ছা ভাইজান।
মোঃ মজিবর রহমান
যে লেখনি মহান সৃষ্টিকর্তার সহায়ে আত্বজ ,লেখনি বহিরপ্রকাশ তা সবার অন্তরে বাজে, সেই লেখককে কি মানুষ ভুলেও যেতে পারে! ভোলেনি সোনেলাপাতা। তাই উজ্জ্বল নক্ষত্র ধ্রুব জ্বল্মান, সবার চোখের পাতা। আপনার তুলনা এখানে আপনিই তৌহিদ ভাই। আল্লাহ আপনাকে রাখুক সবার মাঝে জ্বলমান।
তৌহিদ
দোয়া করবেন ভাইজান। শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
আলালহ যেন ভাল লেখক ও গুনী মানুষ হয়ার তৌফিক দেন।
তৌহিদ
আমীন।আল্লাহ্ কবুল করুন।
হালিম নজরুল
প্রিয় মুখ।প্রিয় মানুষের জন্মদিন।শুভ হোক প্রতিটি ক্ষণ।
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা দাদাভাই। ভালো থাকবেন।
আকবর হোসেন রবিন
শুভ জন্মদিন , সোনেলার সোনালি ঘন্টিবাদক।
তৌহিদ
ধন্যবাদ ভাই, শুভকামনা জানবেন।
শিরিন হক
শুভ জন্মদিন
তৌহিদ
ধন্যবাদ আপু।
সাবিনা ইয়াসমিন
সোনালী ঘন্টিবাদককে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা ও শুভ কামনা। প্রতি বছরের এইদিন হোক এমনই আনন্দমুখোর 🌹🌹
তৌহিদ
অনেক অনেক ধন্যবাদ আফামনি। আপনার জীবন সুন্দর হোক এটাই কাম্য।
আরজু মুক্তা
ইচ্ছে ছিলো কিছু লিখার। কিন্তু নোটিফিকেশন অফ।
আপনি লেখনির মাঝেই বেঁচে থাকুন আজীবন।
শুভকামনা।
🎁🎂
তৌহিদ
মন্তব্য করলেন এতেই প্রাপ্তি। ভালো থাকবেন আপু।
শামীম চৌধুরী
শুভ জন্মদিন।
তৌহিদ
ধন্যবাদ ভাইজান।
অনন্য অর্ণব
শুভ জন্মদিন ভাইয়া❤️
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা 😍
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা ভাই।ভালো থাকবেন।
শাহরিন
জন্মদিনটা ছোট বড় সবার কাছেই বিশেষ একটি দিন। আপনার বিশেষ দিন উপলক্ষে অনেক শুভেচ্ছা।
তৌহিদ
অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।
শবনম মোস্তারী
শুভ জন্মদিন।🌷🌷
জীবনের প্রতিটা মুহূর্ত ভরে উঠুক আনন্দে।❤️❤️
তৌহিদ
মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।