
সোনেলা!
সোনা-সুতোয় অঙ্কিত এখানের লোকালয়,
আছে স্বজন
অদৃশ্য মমতায় আগলে রাখা সতীর্থ-সাথী- প্রিয়জন;
সোনেলার পৃথিবী?
পরশ-বর্ণরা উড়ে বেড়ায় এখানের পাতায়-পাতায়
যা ছিল কখনো কারো ডায়েরি বা মনের নিভৃত খাতায়,
সোনেলার স্পর্শে সে-সবই আজ চঞ্চলা প্রজাপতি;
সম্মোহনী জলসিঁড়ি তার,
দিগন্তে সোনালী অন্বেষা
মেলেছে দুয়ার অতৃপ্ত যত তিয়াসীর তরে;
আজ সোনেলার জন্মদিন!
সুদীর্ঘ নয় বছরের পথ পাড়ি দিয়ে দশ বছরে পদার্পণ করেছে আমাদের ভালবাসার আঙিনা।
শুভ জন্মদিন সোনেলা ব্লগ।
দশ বছরের পদার্পণে সোনেলার প্রতিষ্ঠাতা, ডেভলপার, মডারেটর এবং সোনেলা পরিবারের সকল লেখক /পাঠক/ শুভাকাঙ্ক্ষীদের জানাই অকৃত্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভ ব্লগিং 🌹🌹
৩১টি মন্তব্য
বন্যা লিপি
আজ জন্মদিন সোনেলার। আমারো কিছু বলার ছিলো…. বলা হলো কই?
অনেক বলতে ইচ্ছে হলে কিছুই বলা হয়না…. সেই রকম হলো। শুভ ব্লগিং।
সাবিনা ইয়াসমিন
অনেককিছু একসাথে বলতে চাইলে এরকম হতে পারে।
ভালো থেকো। শুভেচ্ছা তোমাকেও 🌹🌹
হালিমা আক্তার
সকল ব্লগারদের প্রতি রইল শুভেচ্ছা ও শুভকামনা। সোনেলার উঠানে ছড়িয়ে পড়ুক আলোর বর্ণ ছটা । শুভ ব্লগিং।
সাবিনা ইয়াসমিন
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকেও।
শুভ ব্লগিং 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
শুভ কামনা রইল নিরন্তর।
মসৃণ হোক সোনেলার আগামীর পথ।
আপনার জন্য নিরন্তর শুভ কামনা রাখলাম পাতায়।
সাবিনা ইয়াসমিন
শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকেও।
শুভ ব্লগিং 🌹🌹
আলমগীর সরকার লিটন
সোনেলা ব্লগের সবাই কে জন্মদিনের শুভেচ্ছা জানাই
সাবিনা ইয়াসমিন
আপনাকেও শুভেচ্ছা ও অভিনন্দন লিটন ভাই।
শুভ ব্লগিং 🌹🌹
ছাইরাছ হেলাল
সোনেলা দিগন্তে জলসিড়ির ধারে সোনেলা আছে, থাকবে চির ভাস্বর হয়ে।
দেখতে দেখতে সময়ের যূথবদ্ধতায় সোনেলা আজ দশে,
সবাইকে শুভেচ্ছা।
সাবিনা ইয়াসমিন
শুভেচ্ছা ও অভিনন্দন মহারাজ।
শুভ ব্লগিং 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
দশ বছরে পদার্পণ এর জন্য সোনেলাকে ও সোনেলার সবাইকে অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা। আমি গর্বিত সোনেলার সঙ্গী হতে পেরে। শুভ ব্লগিং, জয়তু সোনেলা
সাবিনা ইয়াসমিন
সোনেলাও গর্বিত আপনাকে সাথে পেয়ে।
শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভ ব্লগিং 🌹🌹
অনন্য অর্ণব
শুভ জন্মদিন প্রিয় সোনেলা ব্লগ। ব্লগ প্রতিষ্ঠার এই দিনে প্রতিষ্ঠাতা জনাব ইকরাম জিসান ভাইয়ার সুস্থতা কামনা করছি। মহান রাব্বুল আলামীন যেন উনাকে সুস্থ সুন্দর দীর্ঘায়ু দান করেন। আমীন।
সাবিনা ইয়াসমিন
আমীন। উনি শিগগিরই পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে আসবেন ইনশাআল্লাহ।
সোনেলার জন্মদিনের শুভেচ্ছা আপনাকে।
ভালো থাকুন অর্ণব,
শুভ ব্লগিং 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সোনেলা চলুক আপন গতিতে। আপন মহিমায়!!!
সাবিনা ইয়াসমিন
আপনাকেও অনেক শুভেচ্ছা।
ভালো থাকুন, শুভ ব্লগিং 🌹🌹
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপু আসলেই আমরা সবাই অদৃশ্য মায়া মমতা আর ভালবাসায় জড়িয়ে আছি। আপনার প্রতি আমার প্রচণ্ড কৃতজ্ঞতাবোধ রয়েছে কেননা আপনার অনুপ্রেরণায় আমি সোনেলা ব্লগে লেখা শুরু করেছি। ব্লগে লেখা দিতে হবে এমন ভাবনা থেকেও অনেক লেখা আমার ভেতর জন্ম নিয়েছে।শুভ জন্মদিন সোনেলা ব্লগ। আপনার প্রতি শুভ কামনা রইলো আপু।
সাবিনা ইয়াসমিন
আপনার মতো গুণী লেখককে এখানে পেয়ে সোনেলাও আনন্দিত ভাইজান।
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই।
শুভ ব্লগিং 🌹🌹
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপু বিনয়ের সঙ্গে বলি আমি নিতান্তই একজন সাধারণ মানের লেখক। আমি আমার চারপাশে যা দেখি তা দেশের একজন নিরীহ সচেতন নাগরিক হিসেবে তুলে ধরার চেষ্টা করি মাত্র। যদি কারো কিছু উপকার হয় বা দেশের প্রতি দায়বদ্ধতা থেকে লেখার চেষ্টা করি। তবে সোনেলা ব্লগে লেখা শুরু করার পর থেকে প্রতিদিন কিছু না কিছু চেষ্টা করি। এজন্য আপনার প্রতি কৃতজ্ঞ। সুস্থ আর ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
সোনেলায় স্মরণ আসিব ফিরে বারংবার তোমারি দুয়ারে।
আপনার উপস্থাপনায় আপ্লূত আমি। সোনেলা ভাস্মর হয়ে জাগ্রত থাকবে।
সাবিনা ইয়াসমিন
সোনেলী আলোয় চির ভাস্কর হয়ে থাকুক আমাদের সোনেলা।
ভালো থাকুন মজিবর ভাইজান।
শুভেচ্ছা ও শুভকামনা রইল।
শুভ ব্লগিং 🌹🌹
মনির হোসেন মমি
সোনেলা!
সোনা-সুতোয় অঙ্কিত এখানের লোকালয়,
আছে স্বজন
অদৃশ্য মমতায় আগলে রাখা সতীর্থ-সাথী- প্রিয়জন;
ভারচুয়াল জগৎটায় কিছু সম্পর্ক থাকে যা মনেই হয় না তার বা তাদের সাথে আমার আমাদের কখনো দেখা হয়নি হয়নি কথা।সোনেলা এমনি একটি প্লাটফর্ম যেখানে সলিট হৃদ্যতা একশ ভাগ।
শুভ জন্মদিন সোনেলা
শুভেচ্ছা রইল আফা।
সাবিনা ইয়াসমিন
সোনেলার উঠোন সবাইকে খুব দ্রুত আপন করে নিতে জানে। অপরিচিত মুখ গুলো কবে কখন আত্মিক হৃদ্যতায় জড়িয়ে যায় টের পাই না।
ভালো থাকুক আমাদের সোনেলা।
আপনিও ভালো থাকুন মমি ভাই।
শুভ ব্লগিং 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
সোনেলায় লিখতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
সোনেলার কাছ হতে প্রতিনিয়ত শিখছি।
এ যেন পরম প্রাপ্তি।
শুভ জন্মদিন প্রিয় সোনেলা।
এগিয়ে চলো…
.
ভালো থাকুন, দিদি।
সাবিনা ইয়াসমিন
তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা।
সোনেলাকে সম্পুর্ণ রাখতে তোমার অবদান কম নয়।
ভালো থেকো, সোনেলার সাথে থেকো।
শুভ ব্লগিং 🌹🌹
জিসান শা ইকরাম
আমাদের অনেকের কাছেই সোনেলা একটি বিশেষ আবেগের নাম, ভালোবাসার নাম।
কত স্মৃতি জমে আছে সোনেলা ব্লগের প্রতিষ্ঠার পিছনে।
সময় পাইনা বলে লিখতে পারি না।
সোনেলার জন্মদিন মনে রেখে এবছরের জন্মদিন উপলক্ষে অত্যন্ত চমৎকার একটি কবিতা উপহার দিলেন আপনি।
এবছরের জন্মদিনের প্রথম পোষ্ট আপনি দিলেন।
ধন্যবাদ এবং শুভ কামনা আপনার জন্য।
শুভেচ্ছা অনেক অনেক।
সাবিনা ইয়াসমিন
সোনেলা আমাদের আবেগ-ভাবাবেগ প্রকাশের অন্যতম এক মাধ্যম। সোনেলার জন্ম হয়েছিল বলেই হয়তো আমি/আমরা ব্লগে লিখছি, লিখে যাচ্ছি।
আপনাকে অজস্র ধন্যবাদ আমাদের জন্য এমন একটি প্লাটফর্ম তৈরী করে দেয়ার জন্য।
সোনেলার জন্মদিনের রাশি রাশি শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে।
ভালো থাকুন, সুস্থ নিরাপদে থাকুন।
শুভ ব্লগিং 🌹🌹
উর্বশী
শুভ জন্মদিন সোনেলা।
সফলতার চূড়ায় পৌঁছে যাক সোনেলা।
বর্ন ও শব্দমালায় প্রস্ফুটিত হোক সোনেলা।
ভালোবাসায় পরিপূর্ণ লাভ করুক সোনেলা।
সোনেলা পরিবারের সকলের জন্য অফুরান ভালোবাসা ও শুভেচ্ছা রইলো।
আপনাকেও আন্তরিক ধন্যবাদ সহ ভালোবাসা।
সাবিনা ইয়াসমিন
অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও আপু।
সোনেলা আমাদের ভালবাসার আঙিনা, সবাইকে সাথে নিয়ে পাড়ি দিবে আরও অনেক পথ।
ভালো থাকুন,
শুভ ব্লগিং 🌹🌹
দালান জাহান
শুভ জন্মদিন সোনেলা ব্লগ। দশ বছর পূর্তিতে অভিনন্দন
সাবিনা ইয়াসমিন
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা দালান ভাই।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ ব্লগিং 🌹🌹