আর পারি না আগের মত
পরান খুলে হাসতে
আর পারি না আগের মত
হৃদয় ছুঁয়ে বাঁচতে
হাসির ঝুলি হারিয়ে গেছে
জীবন চলার পথে
হৃদয় আকাশে মেঘ জমেছে
দুঃখ স্রোতের রথে
আর পারি না আগের মত
দুঃখ – সুখে কাঁদতে
আর পারি না হৃদয় বীণায়
স্বপ্নীল সুর বাজাতে
শুকিয়ে গেছে অনেক আগেই
দুঃখ সুখের জল
হৃদয় বীণার সুর কেটেছে
জীবন নদীর ঢল
আর পারি না আগের মত
তোমায় ভালবাসতে
আর দেখি না তোমায় নিয়ে
স্বপ্ন বাসর বাঁধতে
১৪টি মন্তব্য
শুন্য শুন্যালয়
অনুভুতি সব ভোঁতা হয়ে গেলে তো চলবে না। চেস্টা করলেই আবার পারবেন।
ভালো লাগলো কবিতা -{@
মানিক পাগলা
চেষ্টা করলেই সব কিছু পারা যায় না
পারবেন শৈশব কৈশোরের সেই সোনালী দিনগুলো ফিরিয়ে আনতে??? শুন্যালয়
বনলতা সেন
সব কিছুই আগের মত পারতে হবে এমন কোন কথা নেই ।
আর , সব পারতেই বা হবে কেন ?
মানিক পাগলা
হুম
মোঃ মজিবর রহমান
আর দেখি না তোমায় নিয়ে
স্বপ্ন বাসর বাঁধতে
হুম সব কিছুই ঠিক কিন্তু কবিদের তো স্বপ্ন দেখাতে হয়…………।।
মানিক পাগলা
নতুন স্বপ্ন নতুন করে দেখা যায় মজিবর ভাই
কিন্তু পুরোনো স্বপ্ন আর কখনো ফিরে আসে না
জিসান শা ইকরাম
হুম এমনই জীবন পাগলা ভাই
ভালো লিখেছেন ।
মানিক পাগলা
ধন্য বাদ জিশান ভাই
নীলকন্ঠ জয়
এইতো জীবন দর্শন মানিক ভাই। পরিবর্তনশীল
মানিক পাগলা
তাই তো মনে হয়
লীলাবতী
কিছুই করার নেই ভাই 🙁
মানিক পাগলা
হুম।
খসড়া
তবুও জীবন।
মানিক পাগলা
চলছে জীবনের নিয়মে… …