জ্যোৎস্নায় ছায়া ফেলে উলুক রাত্রি
এ যেন মন্বন্তর আলোর উৎসবে,
যন্ত্রণার অবগুণ্ঠনে রমিতা আমি
রক্ত-গন্ধ হাঁস ফাঁস নিঃশ্বাস ।
রাত্রি এখন নিকষ নিস্তব্ধ নিপাট সাজে
বাদুড়ের ডানার ছায়ায়;
চাঁদের বুড়িটা ছিল যেমন তেমনই আছে এখনও
শুধুই জবুথুবু আরও।
হে শহর —
জড়তায় নুয়ে কেন ?
কেন এ অনুর্বরতা ?
জ্যোৎস্নার আলিঙ্গনে
এখনও কথা বলে তারারা……
ইশারায় চুপিসারে চিৎকারে
বিপুল উৎসাহে ,
জ্বলন্ত চাঁদ জ্বালিয়েছে শূন্য মরুভূমি
ভালোবাসার তরল আগুনে ।
২৫টি মন্তব্য
যাযাবর
ভাইরে যাযাবর মানুষ আমি , বাংলায় লিখতে পারেন কবিতা খানা !! আমার জন্য কঠিন হয়ে গিয়েছে বুঝতে 🙁
ছাইরাছ হেলাল
আমি ইংরেজীতে ! ছাড়া লিখি না ।তাই একটু কষ্ট করেই বুঝতে হবে ।
ইহা কোন কবিতা নয় ।
ইহা ভালুবাসা নিয়ে লেখা সামান্য অনুভুতি মাত্র ।
শিশির কনা
যাযাবর ভাই , কি বললেন ? বাংলায় লিখতে বললেন ? হাহাহাহাহাহ আপনার মন্তব্য যতবার মনে আসবে , ততবার হাসতে থাকবো।
জিসান শা ইকরাম
অনেক দিন পরে কবির স্বরূপে আত্মপ্রকাশ ।
অপেক্ষায় থাকি এমন কবিতার।
অসাধারন হয়েছে
শুভকামনা …………
ছাইরাছ হেলাল
হ্যা , বহু মাস পরে লিখলাম বা লেখার চেষ্টা করলাম ।
ধুর, আমি কবি না বা যা লিখি তা কবিতা হয় না এবং এ সব জেনেও
লেখা লিখি করি ।
এবং তা প্রায় নিয়মিতই চলবে ।
শিশির কনা
ছাইরাছ হেলাল ভাই , আপনি কিন্তু নিয়মিত না , আমাদেরকে বঞ্চিত কেন করেন এত সুন্দর কবিতা থেকে। আগন্তক হয়ে আসা চলবে না 🙂 লেখার প্রশংসা কিন্তু আগেই করেছি ।
ছাইরাছ হেলাল
আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল কিন্তু আমি কোন কবি বা লেখক নই ,
হব এমন ইচ্ছে থেকেও লিখছি না বা লিখব ও না ।তাই কোন লেখক না হয়েও লেখার চেষ্টা
ক্ষাণিকটা কঠিন বৈকি ।
তবুও ভাবছি লেখার চেষ্টা করব নিয়মিত অনিয়মিত ভাবেই ।
ভাল থাকুন ।
জবরুল আলম সুমন
“জ্বলন্ত চাঁদ জ্বালিয়েছে শূন্য মরুভূমি
ভালোবাসার তরল আগুনে ।” এ আগুন যেন নিভে না যায় এটাই তবে প্রার্থনা। সুন্দর লিখেছেন এটা বলতেই হয়।
ছাইরাছ হেলাল
আগুন নেভার সম্ভবনা নেই তবে দাউ দাউ করে জ্বলে উঠবে
এমনও কিন্তু মনে হচ্ছে না ।
তবে নিভবে না এমন করেই ভাবছি ।
লীলাবতী
খুব সুন্দর।
ছাইরাছ হেলাল
তাই বুঝি! আর একটু বললে বুঝতে সুবিধে হত ।
ধন্যবাদ ।
এই মেঘ এই রোদ্দুর
ভাল লাগল………..:)
ছাইরাছ হেলাল
আপনাকেও ধন্যবাদ এমন সুন্দর! মন্তব্যের জন্য ।
আদিব আদ্নান
অনুভুতি প্রকাশে অনন্য আপনি , যদিও একটু কঠিন । বাড়িয়ে বলছি না মোটেই ।
ছাইরাছ হেলাল
তাই বুঝি ?
ভালই বলেছেন ।
আফ্রি আয়েশা
এতো কঠিন করে লিখেন !!! আজ আপনার সব গুলি লেখা পড়ার চেস্ট করছি মানে পড়ার প্রজেক্ট হাতে নিয়েছি 😀 ।
ছাইরাছ হেলাল
আচ্ছা পড়তে থাকুন।
ব্লগার রাজু
ভালো লাগল -{@ (y)
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে।
অরুনি মায়া
ভালবাসার অনলে মন পুড়ে ছাই
ছাইরাছ হেলাল
ভালবাসার অনলে মন পুড়ে ছাই
ভালোবাসা মেলে না চোখ তাই।
সুরাইয়া পারভীন
জ্যোৎস্নার আলিঙ্গনে
এখনও কথা বলে তারারা……
ইশারায় চুপিসারে চিৎকারে
বিপুল উৎসাহে ,
জ্বলন্ত চাঁদ জ্বালিয়েছে শূন্য মরুভূমি
ভালোবাসার তরল আগুনে ।
দারুণ দারুণ
ছাইরাছ হেলাল
এত বছর আগে আমি এমন লিখেছি আমার নিজের বিশ্বাস হয় না।
প্রতিটি লেখা ধারণ করি বুকের গভীরে।
আবার ও ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
শুধু কাঠখোট্টা কবি নন আপনি
প্রেমেরও কবি এটা কিন্তু মানতেই হবে ভাইয়া
ছাইরাছ হেলাল
প্রিয় পাঠক-প্রাণ-ভাবনা।
তবে উহা নাবালকের মানব-প্রেম না।
নিরাপদে থাকুন।