অ-কবির আড়াল-চাঁদ

ছাইরাছ হেলাল ২০ মার্চ ২০১৯, বুধবার, ০৪:১৭:১৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৫ মন্তব্য

 

ফাগুন দিনে/দিনান্তে চুপটি করে বারান্দায় বসে
আকাশের সাথে কথা কয়, লাচ্চির সুবাসে,
পাখিদের-সমারোহে,
গোলাপ নির্যাস চোখে ঢেলে, অপলকে তাকিয়ে রয়;

মায়াবী সকাল ডেকে তোলে, চল হেঁটে যাই ঐ দূর গায়ে,
শিশির ডোবানো আল-পথে পা-ডুবিয়ে
ইচ্ছে পাখিদের ঝাঁক উড়িয়ে;

অ-কবির
ইটের ভাটায় ইচ্ছে ধোয়া উড়ে যায় ঐ নীলাকাশে;
অ-কবিতার
অহংকারগুলো সাঁতারে বেড়ায় নদী-জলে
বাতাসি-চিরকুট বাসা বাঁধে বুকের ঘড়ি-পকেটে।

অ-কবির
এ-ও এক মস্ত সুবিধে, তুমুল হাওয়ায় ভর করে
দিব্বি উড়ে আসে মসলিনের ঝিলিমিলি চাঁদ
হুলুস্থুল ঝিলিক তুলে, স্নিগ্ধ কেশ-পরাগের আড়ালে ;

১৩৬০জন ১০৫৮জন
0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ