আর কতো ধর্য্যধারণ
কতোকাল নীরব থাকা…
সব ঠিক হয়ে যাবার অপেক্ষা!
কুঠারের তলে বনবীথি-নিসর্গ
জলাশয় এখন মৃতের আখড়া
শীতলক্ষ্যায় ভাসছে লাশ
প্রাণের আকুতি-আর্তনাদ
কেউ শুনছো? ডেকে উঠলো পেঁচা
কী অলুক্ষুণে সময় রে বাবা!
শহরে ভুতুম এলো কোত্থেকে
নাকি কোনো বখাটের রিংটোন
অদ্ভুত আশকারা পেয়েছে ওরা
উশৃংখল চৌকিদার অথবা
পাগলা কুকুর- দুটোই বিপদজনক
৮টি মন্তব্য
কৃন্তনিকা
(y)
সাদিক মোহাম্মদ
-{@
শুন্য শুন্যালয়
জানিনা রে ভাই 🙁
সাদিক মোহাম্মদ
আমরাতো অনেক কিছুই জানি না…… আমাদের সব জানতে নেই !
মিথুন
অলুক্ষুনে সময় 🙁
সাদিক মোহাম্মদ
তাইতো মনে হচ্ছে……!
স্বপ্ন নীলা
কি সাংঘাতিক লেখারে বাবা — লেখায় ভাল লাগা ====
সাদিক মোহাম্মদ
অনেক ধন্যবাদ……