অলীক ভাবনা (ট্রায়োলেট)

বোরহানুল ইসলাম লিটন ১৬ মার্চ ২০২১, মঙ্গলবার, ০৭:২০:৪১পূর্বাহ্ন কবিতা ১৭ মন্তব্য

জন্ম নিয়েই ভাববি রে তুই জীবন আমার ধন্য!
দেখবি না তোর হৃদ গহীনটা কিসের উপর ন্যস্ত!
রয় যদি তা পাপ কালিমার রঙে হয়ে বন্য,
জন্ম নিয়েই ভাববি রে তুই জীবন আমার ধন্য!
মন না হলে দুঃখে কাতর একটু পরের জন্য
থাকুক যতই নিত্য সুখে আপন কাজে ব্যস্ত,
জন্ম নিয়েই ভাববি রে তুই জীবন আমার ধন্য!
দেখবি না তোর হৃদ গহীনটা কিসের উপর ন্যস্ত!

ছবি : সোনেলা গ্যালারী থেকে।

৯৮৫জন ৭৯৮জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ