জয় লোকটার কথার কোন উত্তর দিল না ।
লোকটা আসলেই ভাল নাকি খারাপ সে বুঝতে পারছে না । কিছুটা কনফিউজড । তবে লোকটা বেশ মজা করে কথা বলতে পারে ।
দুই ঘন্টা পর ……………….
আপনার আঙ্কেল সম্ভবত জ্যামে পড়ছেন । আসতে দেরী হবে । ঢাকা শহরের জ্যাম খুব খারাপ জিনিস । একবার হয়েছে কি আমি অফিসের কাজে …………..
লোকটা আপন মনে বকবক করছে ।
জয় কিছুটা বিরক্ত । আঙ্কেলের কাছে ফোন দিল ।
হ্যালো আঙ্কেল
আমি জ্যামে আটকা পড়েছি আসতে দেরী হবে । তুমি যেখানে আছ ওখানেই আরো কিছুক্ষণ অপেক্ষা কর ।
জয় বেশ অবাক লোকটার কথা একেবারে মিলে গেল কিভাবে ?
চলুন এখানে না বসে থেকে আমার বাসায় যাই । আপনার ভাবি বেশ কয়েকবার ফোন দিয়েছিল । বেশী দেরী করলে হয়ত দুঃশ্চিন্তা করবে ।
আচ্ছা চলেন ।
জয় মনেমনে চিন্তা করল এই জানজটের মধ্যে এখানে না বসে থেকে ওনার বাসায় গেলে মন্দ কি । লোকটাকে প্রথমে যতটুকু খারাপ ভেবেছিল সে মনেহয় তেমন খারাপ নয় । মানুষকে বাইরে থেকে চেনা অনেক কঠিন ।
কিছুক্ষণ পর………..
জয় মিরপুর বার নাম্বারে ঐ লোকটার সাথে তার বাসায়
লোকটি এবং তার স্ত্রী কথা বলছে ।
একি তুমি এত দেরী করলে পথে কোন সমস্যা হয়েছিল ?
না
তাহলে ?
একজনের জন্য অপেক্ষা করছিলাম । এইটা হচ্ছে আমার এলাকার ছোট ভাই । ইনি তোমার ভাবী । ।
আস্লামুআলাইকুম ভাবী ।
অলাইকুমআস্লাম । তোমরা আগে ওয়াসরুমে গিয়ে ফ্রেস হও খাওয়াদাওয়া কর পরে কথা হবে ।
ঠিক আছে ।
জয় ওয়াসরুমে হঠাৎ ওর মনে হল কেউ ওকে সূক্ষভাবে ফলো করছে ।
৯টি মন্তব্য
সঞ্জয় কুমার
আগের পর্বটি এখানে https://sonelablog.com/archives/18205
শুন্য শুন্যালয়
আরেকটু বেশি করে দিন না, পড়ার আগেই শেষ হয়ে যায় 🙁
সঞ্জয় কুমার
ঠিক আছে ধন্যবাদ । ঈদ মোবারক কেমন আছেন ??
শুন্য শুন্যালয়
জ্বি ভাইয়া ভালো আছি। আপনি ভালো আছেন?
সঞ্জয় কুমার
ভালো আছি । ঈদে বাড়ি যাইনি আগামী কাল বাড়ি যাব । আপনি কি ফেবু ইউস করেন ?
ইকু
চলুক… 🙂 (y)
সঞ্জয় কুমার
ধন্যবাদ । অবশ্যই চলবে ।
নির্বাসিত নীল
এতটুক পড়েই আপনার ফ্যান হয়ে গেলুম Bossssss… 🙂
সঞ্জয় কুমার
ধন্যবাদ ওস্তাদ ।