কাঁটার আঁচড় সয়েই গন্তব্যে পৌঁছুতে হবে,
বিকল্প পথ খুব সহজ হয়ে যায় তোমার জন্য ।
এতো সাধনার প্রেমের জন্য এটুকু অর্ঘ্য দিতেই পারি ।
বুঝে নিও সবটা…
যে কথা বলা হয়নি কখনো,
সয়ে নেবো যে ভুল করে চলেছো এখনো ।
তোমার নির্ভরতার একমাত্র স্থান থেকে বলছি
চুপিচুপি দেখতে পারো….
বাহু বন্ধনে আগলে রেখেছি তোমায় প্রিয়তম ।
১৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
নির্ভরতার এ বাহু বন্ধন থাকুক অটুট ।
একটু নিয়মিত লিখুন এবার থেকে ।
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ ছাইরাছ হেলাল ভাই । আছি তো সবার সাথে 🙂
মিথুন
এমন অর্ঘ্য না বুঝতে পারাটা কস্টের হবে।
চাই এমন বন্ধনে আগলে রাখুক দুজন দুজনকে ।
সুন্দর কবিতা।
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ মিথুন । আপনারা দুজন তো আমাকে ঘোরের মাঝে রেখেছেন 🙂
শুন্য শুন্যালয়
প্রিয়তম বুঝে নিক সবটা।
অর্ঘ্য আমাদেরও দিতে হবে, একজনকে দিলে চলবে না । সোনেলায় চাই রোজ রোজ 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
এখন কিন্তু রোজ আসি 🙂
মা মাটি দেশ
বাহু বন্ধনে আগলে রেখেছি তোমায় প্রিয়তম ।দু এক বাক্যে মন ভরে না আরো পোষ্ট চাই -{@ (y)
ওয়ালিনা চৌধুরী অভি
আরো পোষ্ট দেয়া হবে । পোষ্টে যেনো আপনাকে পাই 🙂
মোঃ মজিবর রহমান
হ্যাঁ, অর্ঘ্য না বুঝে কি আর পারবে, অব্যশ্যই সকল আশা পুরন হবে।
ভাল লিখেছেন।
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্যবাদ আপনাকে 🙂
জিসান শা ইকরাম
সুন্দর লিখেছো অভি ।
এমনি থাকো সব সময় ।
শুভ কামনা ।
ওয়ালিনা চৌধুরী অভি
দোয়া করবে আব্বা ।
বোকা মানুষ
দারুন (y)
ওয়ালিনা চৌধুরী অভি
আপনার প্রফাইল পিকটাও দারুন । দু -হাত দুদিকে প্রসারিত ।
বোকা মানুষ
ধন্যবাদ 🙂
স্বপন দাস
ভালো লেগেছে । দারুণ ।।
ওয়ালিনা চৌধুরী অভি
ধন্য হলাম ভাইয়া ।
প্রত্যাবর্তন
সুন্দর ।