অর্ঘ্য

ওয়ালিনা চৌধুরী অভি ১৯ জুন ২০১৪, বৃহস্পতিবার, ১২:০৫:৫৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১৮ মন্তব্য

কাঁটার আঁচড় সয়েই গন্তব্যে পৌঁছুতে হবে,
বিকল্প পথ খুব সহজ হয়ে যায় তোমার জন্য ।
এতো সাধনার প্রেমের জন্য এটুকু অর্ঘ্য দিতেই পারি ।
বুঝে নিও সবটা…
যে কথা বলা হয়নি কখনো,
সয়ে নেবো যে ভুল করে চলেছো এখনো ।
তোমার নির্ভরতার একমাত্র স্থান থেকে বলছি
চুপিচুপি দেখতে পারো….
বাহু বন্ধনে আগলে রেখেছি তোমায় প্রিয়তম ।

১১১০জন ১১১০জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ