
খোলা পিঠে ভেজা মেঘের আনাগোনা, দুষ্টু বাতাসে আলিঙ্গনে মাখামাখি;
তেজদীপ্ত সূর্যটা কপোলে বসে খেলছে ছোঁয়াছুঁয়ি- অশুচি নিয়ম ভঙ্গ করে।
ছোট্ট পাখিটা বৃষ্টিস্নাত কুন্দলতায় দুলছে কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলে।
রাতের বাসি প্রেম মুখ লুকিয়েছে পরিপাটি চাদরের নিচে;
প্রেমিক তুমি অভিসার রচিছো শুভংকরের ফাঁকি মেপে।
অঝোর বৃষ্টিতে ছিদ্রিত মন চুপসে গেল দলছুট রঙ্গনের মিতালী সেজে।
শুকনো পাপড়ির ভাঁজে কামনার সুগন্ধি রুমাল,
কন্ধরে জড়িয়েছো স্বর্ণলতিকা;
হাতযুগলে বেঁধেছো জ্যোৎস্না রাঙা দুধেল শঙ্খের কঙ্কণ।
রক্তিম আস্তরণে ঢেকেছো সিঁথির মেঠো পথখানি;
ললাটে আসন বিন্যাসিত লালচে জবার পাপড়িতে।
কামনার গোলাপ রাঙ্গা রাত্রিতে আদিম খেলায় মেতে ওঠে বন্য-শরীর।
ছবি-গুগল
২৭টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
অসাধারণ আজ কাল অন্যরকম ভাবনা খুজে পাই কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অভিনন্দন রইলো প্রথম মন্তব্যের জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
মোঃ মজিবর রহমান
দুটি হিয়া বেধেছে বাসর
হিয়ার মাঝে হারায়া দুসর
কামনায় জর্জরিত দুটি মন
জরায়েছে নগ্নতায় বিচরন।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ কি দারুন বলেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
মোঃ মজিবর রহমান
সবার দোয়ায় আল্লাহ পাক অনেক ভালো রেখেছে আপু। আপনিও ভালো থাকুন।
মনির হোসেন মমি
কবিতা পড়ি পড়তে ভাল লাগে কিন্তু মুশকিল হলো ভাবার্থ বুঝার সক্ষমতা নেই। সুন্দর কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
অজস্র ধন্যবাদ ভাইয়া পড়ার জন্য। ভাইয়া আরেকটু চেষ্টা করুন তাহলেই বুঝতে পারবেন, কঠিন কিছু লিখিনি। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
হালিম নজরুল
ছোট্ট পাখিটা বৃষ্টিস্নাত কুন্দলতায় দুলছে কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলে।
———–চমৎকার।
সুপর্ণা ফাল্গুনী
অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
আরজু মুক্তা
এভাবে ছোট ছোট বৃষ্টিতে ধুয়ে মুছে যাক সকল কালিমা।
শুভ কামনা দিদি
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত শুভকামনা রইলো আপনার জন্য। ভালো থাকুন নিরাপদে থাকুন
বোরহানুল ইসলাম লিটন
অসামান্য অলংকরণ প্রিয় কবি।
নিঃসন্দেহে হৃদয়গ্রাহী।
ভীষণ মুগ্ধতায় শুভ কামনা রেখে গেলাম চিরন্তন।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ প্রিয় কবি। পড়ার জন্য কৃতজ্ঞ। ভালো থাকুন নিরাপদে থাকুন হার্দিক শুভকামনা
ছাইরাছ হেলাল
তটস্ত/দুঃখী নাবিক পালিয়েছে অন্য তল্লাটে
তরঙ্গসঙ্কুল নদীর উল্লাস-উচ্ছাসে,
অস্থির অচেনা পরস্পরে!!
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। পাশে থাকার জন্য কৃতজ্ঞ। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
সমস্ত ভালোবাসার সার কে যখন একত্রিত করা হয় তখন তাকে অভিসার বলে।
অভিসার মানে প্রিয়জন প্রিয়জনার সাথে গভীর রাতে কথোপকথন।
যেখানে সাক্ষী থাকে আকাশের নক্ষত্র, পূর্ণিমার আলোকিত চাঁদ আর জলকেলি সরোবর।
.
লেখাটিতে একরাশ মুগ্ধতা রেখে গেলাম, দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
হালিমা আক্তার
অশুচি নিয়ম ভঙ্গ করে প্রতিবাদের জোয়ার আসে। আর প্রেম সর্বদাই পরিপাটির বাসর গড়ে। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
খুব সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
রেজওয়ানা কবির
বৃষ্টিতে সকল কুসংস্কার ধুয়ে মুছে পবিত্র হলে ভালোই হত তবে সবাই শুদ্ধ হতে পারতাম। শুভকামনা সবসময়।।
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো মন্তব্য পেয়ে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর
সাবিনা ইয়াসমিন
অভিসারিনীর অপুর্ব বর্ননায় মুগ্ধ হলাম!
অনেকদিন পর চমৎকার একটা রোমান্টিক কবিতা লিখলেন। এমন আরও কিছু চাইতেই পারি, তাই না?
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
চাইতেই পারেন।। ❤️❤️❤️❤️। অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
রোকসানা খন্দকার রুকু
বাপরে অসাধারণ সব মন্তব্যের চাপে আমি তো বেহাল। তবে রোমান্টিকতায় ভরপুর এটা বেশ বুঝতে পারলাম। শুভ কামনা দিদিভাই। ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু 💓💓। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর। শুভ সকাল
নবকুমার দাস
বাহ্,চমৎকার লাগল। রাধাকৃষ্ণের মিলন অভিসার অগুন্তি নরনারীর আকুলতার বহিঃপ্রকাশ যেন । সুন্দর উপস্থাপনা। ভালো থাকবেন। 🌸
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদা। আপনাদের অনুপ্রেরণা সমসময় আনন্দের, সুখের। ভালো থাকুন নিরাপদে থাকুন