অবশেষ তাকে ফিরিয়ে দিলো নিষ্ঠুর পৃথিবী____
হাঁ, আমি নিষ্পাপ কিশোর মনিরের কথা বলছি,
যে কিনা ঝলমলে আলো-আঁধারির শহর দেখতে এসেছিলো,
ক্লান্ত, শ্রান্ত দেহ এলিয়ে একাকী ভ্যানের ভিতর ঘুমিয়েছিলো,
হরতালের আগুনে সে ভ্যান দাউ দাউ করে জ্বলে উঠেছিলো,
অতঃপর, নিরবে নিভৃতে নিভে গিয়েছিলো_____
পিতার সামনেই পুড়ে অঙ্গার হওয়া কিশোরের জীবন প্রদীপ।
ভ্যানের চাকা ঘুরলেই ঘুরে সংসারের চাকা যাদের,
অনাহারে থাকবার দিকে ঠেলে দিয়েছে যারা তাদের,
বেঁচে থাকবার অধিকারটুকু কেড়ে নিয়েছে যারা তাদের,
হ্যাঁ, সেই তাদের প্রতি পাহাড়সম বিস্ময়, হতাশা আর ঘৃণায়___
আমার অভিশাপ, অভিশাপ চিরদিনের।
১৪টি মন্তব্য
আদিব আদ্নান
ধিক্কার এই নির্মম বড়শিবিদ্ধ বিধ্বংসী লোলুপ মানসিকতা ।
রিমি রুম্মান
ধন্যবাদ জানবেন…
শুন্য শুন্যালয়
এতোটুকু বাচ্চা পৃথিবীর কিছুই দেখলো না …ঘৃনা করি এইরকম নৈতিকতা …
রিমি রুম্মান
ধন্যবাদ… শুন্য শুন্যালয়
খসড়া
আমরা অসহায় হয়ে পরেছি। এমন অবস্থা হরতাল কারও কারও পূজি এই সময় তারা টাকার বিনিময়ে এই কাজ করে তারা রাজনিতী বোঝেনা বোঝে শুধু ক্ষুধার জন্য টাকা।
রিমি রুম্মান
অসুস্থ রাজনীতির কাছে আমরা বড় অসহায়… ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
” হ্যাঁ, সেই তাদের প্রতি পাহাড়সম বিস্ময়, হতাশা আর ঘৃণায়___
আমার অভিশাপ, অভিশাপ চিরদিনের। ”
খারাপ লাগছে খুব এসব হিংস্রতায়
হতাশায় ডুবে যাচ্ছি শুধু ।
রিমি রুম্মান
অন্ধকার শেষে আলো আসবেই… হতাশা আর নয়… আমি আশাবাদী। ধন্যবাদ।
মিথুন
খুব নিষ্ঠুর ঘটনা . অভিশাপ দেয়া ছাড়া আসলে আমাদের কিছু করার নেই.
রিমি রুম্মান
একটাই জীবন। ফিরিয়ে দেবার সাধ্য নেই কারো, তবে কেন কেড়ে নেওয়া…!!
ছাইরাছ হেলাল
হালুয়া-রুটির ভাগাভাগি
পুড়ে মরে মনির বেচারি ।
রিমি রুম্মান
ভাগাভাগির রাজনীতিতে অনেকেরই অবস্থার পরিবর্তন হয়… হয় না শুধু মনিরদের। ভাল থাকবেন।
মা মাটি দেশ
ভেঙ্গে দাও ঘূণে ধরা রাজনিতী।
রিমি রুম্মান
মনিরের কাছে আমরা ক্ষমাপ্রার্থী…