আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, নতুন প্রজন্ম সব ধ্বংসের দিকে যাচ্ছে। বাস্তবভিত্তিক কোন সঠিক শিক্ষা তারা পাচ্ছে না। এমন হাজারো কথা আমরা প্রতিটা দিন শুনে থাকি। আসলে কি সমাজ নষ্ট হয়ে যাচ্ছে তাহলে? সত্যি কি তাহলে সমাজ আজ হুমকির সম্মুখীন? কিন্তু সমাজের তো জীবন নেই। তাহলে সমাজ কিভাবে নষ্ট হবে? সমাজটা মানুষের দ্বারা সৃষ্ট।মানুষ দ্বারাই পরিচালিত। তাহলে সমাজ কেন খারাপ হবে? খারাপ হলে হবে সমাজের বসবাসরত মানুষরা,খারাপ হবে সেই সমাজের বসবাসরত জনগোষ্ঠী, খারাপ হবে সেই দেশের মানুষ, খারাপ হবে সেই জাতি।সমাজের দোষ দিয়ে লাভ কি? সিগারেট কোম্পানি আজ টিকে আছে কেন?নিশ্চয়ই মানুষ খায় বলে তো টিকে আছে তাইনা।আচ্ছা আজ বিভিন্ন অনৈতিক ভিডিও অনলাইনে অধিক হারে পাওয়া যাচ্ছে কেন?নিশ্চয়ই কেউ না কেউ দেখছে বলেই তো আমরা এসব তৈরি করছি তাইনা। তাহলে দোষটা কার? আমাদের নাকি সমাজের। অভদ্র আমরা। সমাজ না।আমরা যদি আজ সিগারেট না খাইতাম তাহলে কি সিগারেট কোম্পানি থাকতো? আমরা মদ না খেলে মদের বিক্রেতা থাকতো? আসলে সব আমাদের সৃষ্ট।আমরা বিকেলে ধর্ষনের খবর শুনি,সন্ধ্যায় দেশকে গালাগালি করি,রাতে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে অপয়া ভাবি,আর ঘুমানোর আগে পোর্ন সাইটে গিয়ে ভালো কিছু দেখে সমাজের সুশীল নাগরিকের সাইনবোর্ড সম্মানে গ্রহণ করে ঘুমাতে যাই। এভাবে আর যাই হোক সমাজ পরিবর্তন হবে না।আমরা পরিবর্তন হলেই সমাজ পরিবর্তন হবে।সমাজ কোন জন্তু জানোয়ার না যে তাকে বুঝানো সম্ভব। নিজেদের মাঝে পরিবর্তন আনতে হবে।নিজেদেরকে নৈতিক হতে হবে।
*আর না হলে চলেন সবাই একসাথে বলি, আমি ভদ্র, খুব ভদ্রতার সাথে বলছি যে, এই সমাজ দিন দিন অভদ্র হয়ে যাচ্ছে। তাই এই অভদ্র সমাজকে আমাদের ভদ্রতার সাথে অভদ্র থেকে ভদ্র করতে হবে*(হাস্যকর)
৮টি মন্তব্য
তৌহিদ
আমরা আসলে বলতেই ভালোবাসি। কাজের বেলায় ঠনাঠন। ভালো লিখেছেন ভাই।
মাছুম হাবিবী
সমাজ নষ্ট হয় নাই, নষ্ট আমরা! নষ্ট আমাদের মন মাসকিতা, নষ্ট আমাদের দৃষ্টিভঙ্গি। অযথা সমাজের দোষ দিয়ে গা ডাকা দেয়া একদস চলবে না।।
শামীম চৌধুরী
রাফি ভাই সমজা কখনো অভদ্র হয় না। সমাজের মানুষগুলো অভদ্র। খুব সুন্দর লেখা।
ছাইরাছ হেলাল
অন্যদের ত্রুটি খুঁজতেই সময় পার করি।
নিজের দিকে আর কখন তাকাই!!
প্রদীপ চক্রবর্তী
ভালো লেখনী।
মনির হোসেন মমি
কথায় আছে
আপণে ভালতো জগৎ ভাল।
চমৎকার ভাইজান।সত্যিই এ সমাজ নয় বলতে হবে আমরাই নষ্টের যত মুল।ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
নিজেরা অন্যায় করেও আমরা সমাজের দোষ দেই,
আমরা পরিবর্তিত না হলে সমাজের পরিবর্তন হবে না।
ভাল লেখা৷
সাবিনা ইয়াসমিন
সমাজ বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে। আমি আমরা আমাদের নিয়েই সমাজ।সমাজ নিজে নিজে তৈরি হয়না। নিজেদের তৈরি করতে হয়।
ভালো লেখা। শুভ কামনা 🌹🌹