অভদ্র সমাজ

রাফি আরাফাত ২ জুন ২০১৯, রবিবার, ০১:১৪:৩৭পূর্বাহ্ন অন্যান্য ৮ মন্তব্য

আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, নতুন প্রজন্ম সব ধ্বংসের দিকে যাচ্ছে। বাস্তবভিত্তিক কোন সঠিক শিক্ষা তারা পাচ্ছে না। এমন হাজারো কথা আমরা প্রতিটা দিন শুনে থাকি। আসলে কি সমাজ নষ্ট হয়ে যাচ্ছে তাহলে? সত্যি কি তাহলে সমাজ আজ হুমকির সম্মুখীন? কিন্তু সমাজের তো জীবন নেই। তাহলে সমাজ কিভাবে নষ্ট হবে? সমাজটা মানুষের দ্বারা সৃষ্ট।মানুষ দ্বারাই পরিচালিত। তাহলে সমাজ কেন খারাপ হবে? খারাপ হলে হবে সমাজের বসবাসরত মানুষরা,খারাপ হবে সেই সমাজের বসবাসরত জনগোষ্ঠী, খারাপ হবে সেই দেশের মানুষ, খারাপ হবে সেই জাতি।সমাজের দোষ দিয়ে লাভ কি? সিগারেট কোম্পানি আজ টিকে আছে কেন?নিশ্চয়ই মানুষ খায় বলে তো টিকে আছে তাইনা।আচ্ছা আজ বিভিন্ন অনৈতিক ভিডিও অনলাইনে অধিক হারে পাওয়া যাচ্ছে কেন?নিশ্চয়ই কেউ না কেউ দেখছে বলেই তো আমরা এসব তৈরি করছি তাইনা। তাহলে দোষটা কার? আমাদের নাকি সমাজের। অভদ্র আমরা। সমাজ না।আমরা যদি আজ সিগারেট না খাইতাম তাহলে কি সিগারেট কোম্পানি থাকতো? আমরা মদ না খেলে মদের বিক্রেতা থাকতো? আসলে সব আমাদের সৃষ্ট।আমরা বিকেলে ধর্ষনের খবর শুনি,সন্ধ্যায় দেশকে গালাগালি করি,রাতে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে অপয়া ভাবি,আর ঘুমানোর আগে পোর্ন সাইটে গিয়ে ভালো কিছু দেখে সমাজের সুশীল নাগরিকের সাইনবোর্ড সম্মানে গ্রহণ করে ঘুমাতে যাই। এভাবে আর যাই হোক সমাজ পরিবর্তন হবে না।আমরা পরিবর্তন হলেই সমাজ পরিবর্তন হবে।সমাজ কোন জন্তু জানোয়ার না যে তাকে বুঝানো সম্ভব। নিজেদের মাঝে পরিবর্তন আনতে হবে।নিজেদেরকে নৈতিক হতে হবে।

*আর না হলে চলেন সবাই একসাথে বলি, আমি ভদ্র, খুব ভদ্রতার সাথে বলছি যে, এই সমাজ দিন দিন অভদ্র হয়ে যাচ্ছে। তাই এই অভদ্র সমাজকে আমাদের ভদ্রতার সাথে অভদ্র থেকে ভদ্র করতে হবে*(হাস্যকর)

১জন ১জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ