
বললো ডেকে ছোট্ট টুনি
বলতো চাতক ভায়া,
আমার চোখে জল দেখে তোর
উত্থলে না কি মায়া?
সবাই বলে তুই বেটা এক
তুচ্ছ প্রাণী হেন,
তোর মায়া ডাক মোদের বিধি
শুনবে খোশে কেন?
বললো চাতক মিছেই ভাবিস
যখন আমি কাঁদি,
কেউ বলে তা স্বর্ণ সম
ব্যঙ্গে বা কেউ চাঁদি!
ছবি: সোনেলা গ্যালারী থেকে।
১০টি মন্তব্য
পপি তালুকদার
দারুন! শুভকামনা ও শুভেচ্ছা রইল।
ভালো থাকুন সবসময়।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ জানবেন।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
ছাইরাছ হেলাল
টুনি আর চাতকের দারুন ভাব দেখতে পাচ্ছি।
বোরহানুল ইসলাম লিটন
ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
আরজু মুক্তা
নিজ নিজ অবস্থান জানা আমাদের ও দরকার। অহংকার করার কিছু নেই।
বোরহানুল ইসলাম লিটন
ধন্যবাদ ও শুভ কামনা নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
শামীনুল হক হীরা
very nice writing
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
ছোট পাখি তারাও বুঝে তাদের অবস্থান, সীমা। অহংকার পতনের মূল। ভালো থাকুন সুস্থ থাকুন। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
বোরহানুল ইসলাম লিটন
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।