অপেক্ষার নীল-বাসর

ছাইরাছ হেলাল ১১ আগস্ট ২০১৮, শনিবার, ০২:২৫:৪৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

ক্লান্ত-পা টিপে-টিপে জ্যোৎস্না
এসে দাঁড়িয়েছে শিয়রে
শেষ-রাতের শেষে,

বিদায় এবার,
দেখা হবে এক-পক্ষ-কাল পরে
ক্ষীণ-কটি যৌবনে;

এ——এ—–এ—ক পক্ষ কাল!!
এতো অনেক-অনেক-অনেক কাল!!
বাঁচবো-তো!!
বরফ-অপেক্ষার এ নীল-বাসরে!!

৪৬০জন ৪৬০জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ