আগামীকাল যাচ্ছি প্রায় সাতদিনের লম্বা সফরে।
আসলে ডাক্তার, ফিজিওথেরাপি ইত্যাদি সব মিলিয়ে খুব ব্যস্ত কাটছে দিন। আর উইকএন্ডে বাইরে যাওয়া হয়। বাইরে গেলে ওয়াইফাই নেই।
বুঝেছেন? আশা করি শীতকাল এলে একটু সময় পাবো। তখন বাইরে যাওয়া কম হবে। থাকবেন কিন্তু, আবার চইল্যা যাইয়েন না যেনো।
আমি ভালবাসতে ই পারলাম এই বিদমাইশ টা রে বুচ্ছেন তাই এই বদ টা আমাকে শুধু পেইন দিয়ে যায় । ভাবতেছি এই অপেক্ষা বদ টা কে বশে আনার জন্য ভালবাসার খেলা টা খেলবো কি না কিন্ত ভালবাসা কি খেলা যায় ! হার কিংবা জিৎ দুই টা ই তো তখন আমাকে ই বরন করতে হবে !!! তাইলে এক কাজ করি এই অপেক্ষা বদ টা নিয়া আপনার মত মনযোগ দিয়ে ভাবতে বসি, কি বলেন ?
অপেক্ষা নিয়ে অপেক্ষার সাথে ট্রাই করতে পারেন, যেহেতু এটি একপাক্ষিক তাই নিশ্চিন্তে
নিশ্চিত থাকুন, নো পেইন।
তবে অপেক্ষা ধরা দিবে কিনা এটি কিন্তু একটি ব্যাপার,
অবশ্য-ই আগে থেকে ফয়সালা করে নিতে হবে, আবার বলি এখানে হারের কিচ্ছুই নেই,
অবশ্য জেতার ব্যাপারটিও বিস্ময়কর ভাবে অনুপস্থিত।
এবারে গ্যাট হয়ে ভাবতে বসুন!! বসে ভাবতে শুরু করে দিন!!
মৌনতা রিতু
অপেক্ষার এই এক পক্ষকাল কেনো যে এতো দীর্ঘ হয়!
বেশ লাগলো। নিলাম কিন্তু কবিতাটা। চোর কন আর ছিনতাইকারী কন মেনে নিব।
২২টি মন্তব্য
জিসান শা ইকরাম
একপক্ষ কাল অনেক সময়,
এত অপেক্ষা সহ্য হবেনা, কে জানে এই এক পক্ষ কালে কত কি সব ওলট পালট হয়ে যায় জীবনে।
ছাইরাছ হেলাল
এক পক্ষ কাল সামান্য সময়, কিন্তু অপেক্ষার পক্ষকাল অনেক অনেক কাল!
অনেক কিছুই ঘটে যায়, আবার থমকে যাওয়া সময় ঠায় দাঁড়িয়েও থাকে।
মোঃ মজিবর রহমান
শেষ রাতের শেষে, আসবে তো আলতো করে কাছে ডাকবেতো,
মনের গহীনে ভালো বেসে কাছে পাবতো, হয় তো না।
তারপরও অপেক্ষার ক্ষন পার হয়ে যেন পান তা শা করি।
ছাইরাছ হেলাল
পেয়ে গেলে অপেক্ষার কী হবে!!
তাই অপেক্ষাই ভাল।
মোঃ মজিবর রহমান
থাকি আমৃত্যু……………………………………………।।
ছাইরাছ হেলাল
আচ্ছা থাকুন।
নীলাঞ্জনা নীলা
খুব ব্যস্ত। তাই ব্লগে আসতে পারছিনা। শুধু বলে রাখি পৃথিবীর একাদশতম বৃহত্তম লেক-এ এসেছি। এ মাস পুরোটাই দৌঁড়ের উপর যাবে। ওহ লেকের নাম “লেক এরি।”
ছাইরাছ হেলাল
শুভ হোক দৌড়াদৌড়ি!!
তবে মাঝে-মধ্যে সামান্য ঢু-ঢা দিলেই প্রাণে শান্তি শান্তি আসবে!!
নীলাঞ্জনা নীলা
আগামীকাল যাচ্ছি প্রায় সাতদিনের লম্বা সফরে।
আসলে ডাক্তার, ফিজিওথেরাপি ইত্যাদি সব মিলিয়ে খুব ব্যস্ত কাটছে দিন। আর উইকএন্ডে বাইরে যাওয়া হয়। বাইরে গেলে ওয়াইফাই নেই।
বুঝেছেন? আশা করি শীতকাল এলে একটু সময় পাবো। তখন বাইরে যাওয়া কম হবে। থাকবেন কিন্তু, আবার চইল্যা যাইয়েন না যেনো।
ছাইরাছ হেলাল
সোনাদের রেখে কৈ আর যামু,
ঘুরে আসুন ভাল ভাবে, সাথে আনুন আনন্দ ভাবনা আমাদের জন্য।
মাহমুদ আল মেহেদী
এ—–এ—ক পক্ষ কাল!! অনেক কাল
ছাইরাছ হেলাল
কখনও কখনও অনেক কাল আবার তা নাও;
আগুন রঙের শিমুল
এইসব নীল রং জোছনা গায় মেখে একদিন চুপচাপ মরে যাবো। প্রতিপক্ষকে জিতিয়ে দিয়ে … তারপর অহংকার ভরা হাসি হাসবো, বিজিতের অহংকারী হাসি বড় ভয়ানক 🙂
ছাইরাছ হেলাল
দারুণ বলেছেন, বিজিতদের হাসি সত্যি ভয়ানক ভয়ঙ্কর!!
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
দারুণ হয়েছে ^:^
ছাইরাছ হেলাল
অনেক অনেক ধন্যবাদ।
মায়াবতী
কেনো এতো অপেক্ষা জীবনের সব জায়গায় ? অস্থির একটা জীবন *
ছাইরাছ হেলাল
অপেক্ষারা আছে বলেই অপেক্ষা মধুর/অস্থির!
জীবন হয়ত অপেক্ষা করতেই পছন্দ করে!!
আমি কিন্তু অপেক্ষাদের ভালোবাসি,
তাইতো তাদের নিয়ে এত্ত কিছু করি/ভাবি!!
মায়াবতী
আমি ভালবাসতে ই পারলাম এই বিদমাইশ টা রে বুচ্ছেন তাই এই বদ টা আমাকে শুধু পেইন দিয়ে যায় । ভাবতেছি এই অপেক্ষা বদ টা কে বশে আনার জন্য ভালবাসার খেলা টা খেলবো কি না কিন্ত ভালবাসা কি খেলা যায় ! হার কিংবা জিৎ দুই টা ই তো তখন আমাকে ই বরন করতে হবে !!! তাইলে এক কাজ করি এই অপেক্ষা বদ টা নিয়া আপনার মত মনযোগ দিয়ে ভাবতে বসি, কি বলেন ?
ছাইরাছ হেলাল
অপেক্ষা নিয়ে অপেক্ষার সাথে ট্রাই করতে পারেন, যেহেতু এটি একপাক্ষিক তাই নিশ্চিন্তে
নিশ্চিত থাকুন, নো পেইন।
তবে অপেক্ষা ধরা দিবে কিনা এটি কিন্তু একটি ব্যাপার,
অবশ্য-ই আগে থেকে ফয়সালা করে নিতে হবে, আবার বলি এখানে হারের কিচ্ছুই নেই,
অবশ্য জেতার ব্যাপারটিও বিস্ময়কর ভাবে অনুপস্থিত।
এবারে গ্যাট হয়ে ভাবতে বসুন!! বসে ভাবতে শুরু করে দিন!!
মৌনতা রিতু
অপেক্ষার এই এক পক্ষকাল কেনো যে এতো দীর্ঘ হয়!
বেশ লাগলো। নিলাম কিন্তু কবিতাটা। চোর কন আর ছিনতাইকারী কন মেনে নিব।
ছাইরাছ হেলাল
পক্ষ কালের নিকুচি করতে পারলে মন্দ হতো না।
ছিনতাইকারীর প্রতি স্পষ্টতই পক্ষপাত।