জানিতো,
আজো কেউ বসে নেই অপেক্ষায়
ধোঁয়া-ওঠা-কফি-কাপ-হাতে,
কেউ আর অপেক্ষায় নেই গালে হাত-মেখে
ফুলে ফুলে অনুক্ষণ;
কেউ বসে নেই
ভেজা-উষ্ণ ঠোঁট বাড়িয়ে,
কেউ নেই, অপেক্ষার-গোলাপ হাতে পথ-পাশে;
তবুও অপেক্ষা একাকীর শেষ-বিকেল-সন্ধ্যায়।
সময়ের হিম-স্রোত শুধুই বয়ে যায়
হাতছানি দেয় নীরব মৃত্যুর উপত্যকায়;
এই তো জীবন, আহা জীবন, সহসা উঁকিঝুঁকি দেয়
আবার হারাবে এই আশায়;
১৮টি মন্তব্য
পথহারা পাখি
সব অপেক্ষাই একসময় শেষ হয়ে যায় (-3
ছাইরাছ হেলাল
অপেক্ষা শেষ হলেও আক্ষেপ কিন্তু থেকেই যায়।
পড়ার জন্য ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
জীবনকে যতোটুকু দেয়া যায়, ততোটুকুই পাওয়া যায়।
একদিন সকল অপেক্ষাই ফুরিয়ে যায়।
ছাইরাছ হেলাল
দেয়া নেয়ার মাপ-যন্ত্রটি ধার দেবেন প্লিজ!!
সব ফুরোনোর পরেও কী যেন বাকী থেকে যায়!!
কৈ কৈ যে থাকেন!!
নীলাঞ্জনা নীলা
কোথাও থাকিনা। বাতাসে শুধু উড়ে বেড়াই। 😁
ছাইরাছ হেলাল
বাহ্, ডানা লাগিয়েছেন বুজি!!
বর্নণাটুকু তো দিবেন!! আকার-আকৃতি রঙ!!
সাবিনা ইয়াসমিন
কিছু কিছু অপেক্ষা না ফুরানোই ভালো।মানুষের সব আকাঙ্খা পুরন হয়ে গেলে বাঁচবে কিসের আশায়।
একটি কবিতার অপেক্ষায় ছিলাম। -{@
ছাইরাছ হেলাল
অপেক্ষার যন্ত্রণা না পেলে ভালো লাগার কথা বলাই যায়!!
এর মধ্যে কবিতার কথা-টথা বলে ভয় দেখাচ্ছেন না তো!!
সাবিনা ইয়াসমিন
উহু,হলো না।পৃথিবীতে যত যন্ত্রনা আছে তার মধ্যে অপেক্ষার যাতনাতেই মধুরতা উপস্থিত থাকে।অপেক্ষা মানেই চাওয়া পুরন হবার আশা।
কবিতাওয়ার কাছ থেকে কবিতা চাইতে হয়,,এটাইতো বলেছি।ভয় দেখালাম কখন !!!
সাবিনা ইয়াসমিন
কবিতা ওয়ালা হবে।
ছাইরাছ হেলাল
কিছু অপেক্ষা থাকে যেখানে থাকে না কোন প্রাপ্তি,
অতএব সেটি মধুরতম না;
এখানে অপেক্ষা মৃত্যুর, তাই তা আনন্দের না, এই মুহূর্তে অন্তত।
কবিতাওয়ালা/কবি এরা বিষবৎ। আমার অবস্থান তুমুল বিপক্ষে এদের।
সেটি দেখতে পাচ্ছেন/পাবেন!!
ছাইরাছ হেলাল
আচ্ছা।
নাসির সারওয়ার
ঝুলে পরুন, পারলে কচু গাছের নীচে। অপেক্ষার প্রাপ্তি আপনার জন্য অপেক্ষায় আছে। সাথে শান্তি বোনাস।
ছাইরাছ হেলাল
সে না হয় ঝুললাম, তা-কী একা না-কী সহযোগে!!
সেটি তো কিলিয়ার করলেন না, কুবি সাব!
সুর্যি মামু কুন দিক দিয়া উঠিল আর কুথায় গিয়া তব্ধা খাইলো কে যানে!!
রিতু জাহান
মৃত্যুকে বলেছি এতোটুকু অপেক্ষার প্রহর শেষ না হওয়া পর্যন্ত কাছে যেনো না আসে। তবে যে ডাইনি হয়ে কার কার ঘাড় মটকাব।
কেউ বসে থাকে না অপেক্ষায়। শুধু ডেকে যায়। ‘ চলে এসো পথ চলি দু’কদম।’ তবু সে আসে না। পথটা শুধু ঠায় দাঁড়িয়ে থাকে।
কতো কতো কিছু শব্দ হাত ছাড়া হয়ে গেছে দেখছি।
ছাইরাছ হেলাল
পোষ-মানা মৃত্যু আমাদের অধরা চাওয়াতেই থাকে,
ধরা দেয় না!
ঘাড় মটকাতে যেয়ে আবার ঘাড়ে চড়ে বাসার চান্স কিন্তু রয়েই গেছে!!
তখন তো রিতুজি-ই মটকে যাবে!!
পথের এই অনেক সুবিধে, দাঁড়িয়ে থেকে মজা নেয়, দেয় না কিছুই।
নাহ্, কিছুই হাতছাড়া হবে না, ব্যস্ততা কমুক, ডালি ভরে যাবে কুড়োতে কুড়োতে!!
জিসান শা ইকরাম
এই অপেক্ষা না ফেরার অপেক্ষা,
ইচ্ছে না হলেও এমন অপেক্ষা করতেই হবে।
ছাইরাছ হেলাল
আমাদের অপেক্ষায়-ই থাকতে হয়।