অপেক্ষার গোলাপ

ছাইরাছ হেলাল ২৬ নভেম্বর ২০১৮, সোমবার, ০৮:০৫:২০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

জানিতো,
আজো কেউ বসে নেই অপেক্ষায়
ধোঁয়া-ওঠা-কফি-কাপ-হাতে,
কেউ আর অপেক্ষায় নেই গালে হাত-মেখে
ফুলে ফুলে অনুক্ষণ;

কেউ বসে নেই
ভেজা-উষ্ণ ঠোঁট বাড়িয়ে,
কেউ নেই, অপেক্ষার-গোলাপ হাতে পথ-পাশে;

তবুও অপেক্ষা একাকীর শেষ-বিকেল-সন্ধ্যায়।

সময়ের হিম-স্রোত শুধুই বয়ে যায়
হাতছানি দেয় নীরব মৃত্যুর উপত্যকায়;
এই তো জীবন, আহা জীবন, সহসা উঁকিঝুঁকি দেয়
আবার হারাবে এই আশায়;

৬৫৩জন ৬৫১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ