অন্ধ-চোখের পাণ্ডুলিপি

ছাইরাছ হেলাল ২৯ সেপ্টেম্বর ২০১৮, শনিবার, ০৮:৫৬:১৪অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

আমার চোখ তাকিয়ে রয় অন্ধ-চোখে,
নিঘুম-নিঝুম রাতের তারার তারায়,
ছুঁচ-বেধা চোখের আঙিনায়, ধূসর মরুর ছায়ায়;

আমার চোখ ছুঁতে চায় ঐ চোখের
নিবিড় নীল নীলিমা, নীলের আকাশ,আকাশের নীল,
শীত-সকালের ঘাসের বুকের হীরক-শিশির স্বপ্ন,
চাঁদ কুহকিনীর মধুর সম্মোহিনি দৃষ্টি-হানা,
মায়া-চাঁদের বুকের ঝড়ো-নিশ্বাস-ধ্বনি,

অতল-অস্থিরতায় সারা-দিনমান হা হা খেলি
অন্ধ-চোখের কুয়াশা আঁকড়ে আনন্দ-চঞ্চল খেলি;

অন্ধ-চোখে
গাঁয়ের ঘুমন্ত পথে পদধ্বনি ছুঁড়ে
হেঁটে যাই, হাঁটি, হাঁটি হরণের পথ ধরে ধরে,
ফিরি না, ফেরা হয় না, ফেরায় না (কেউ)
জল-চোখের তীব্র আলিঙ্গনে;

তবুও ফিরে ফিরে আসি ব্যথা-জর্জর
উজ্জ্বল-তুষার-চোখের খোঁজে।
রুক্ষ শরীরী অনুভবের কস্তূরী ঘ্রাণে!!

১জন ১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ