অনু কথা-১

ভোরের শিশির ২৩ জানুয়ারি ২০১৪, বৃহস্পতিবার, ০৩:৪৭:০৬অপরাহ্ন বিবিধ ১৪ মন্তব্য

প্রিয় অনু,

ঐ যে, উড়ে যাওয়া শান্তির প্রতীক সাদা পায়রাটি দেখেছো?

তার পায়ে বাঁধা প্রযুক্তির মতোই শান্তি আজ প্রযুক্তি বন্দি…

পায়রাটি জানে না নিজের শ্বেত শুভ্রতা নিয়ে উড়াল দিয়েছে বটে,

তবে শান্তিকে বেঁধে নিয়েছে নিজেরই অজান্তে নিজেরই মুক্ত ডানায়!

৮৫৮জন ৮৫৮জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ