আকাশ, নদী নাকি মাটি অনিন্দিতা তুমি কোথায় আছ?
লুকিয়েছ কোন গহীন অরন্যে,কোন মানুষীর অন্তরালে।
তোমার খোঁজে কত মরু করেছি পার,
পদতলে রয়ে গেছে কত পারাবার।
কত রাত্রি গেছে পেরিয়ে নিদ্রাহীন নয়নে ,
চোখের কোণে পরেছে কালি তোমার স্মৃতিচারণে —
বর্ষার ঘনঘটা কিংবা বসন্তের উদাস দুপুরে,
লিখেছি সংখ্যাহীন কবিতা ডাষ্টবিন গেছে ভরে।
অনাসৃষ্টির নায়িকা তুমি, মোরে সৃষ্টি করে ধ্বংস করেছ নীরবে।
অনিন্দিতা তুমি কোথায় আছ? আছ কি সুখে?
১৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আহারে আনন্দিতা
কোন চুলোয় জ্বলছ তুমি
ঠিকানা তার দাও ।
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
ভাই অনিন্দিতার হাতে :T খেতে মন চাই। ধন্যবাদ হেলাল ভাই।
শুন্য শুন্যালয়
অনিন্দিতা ঘুম ভোরে, চা এর কাপ হাতে ধরে… ফিরে আসো…
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
আকুলতা খুব বেশী কাজ হবে বলে মনে হচ্ছে না,ধন্যবাদ জানবেন।
নীলকন্ঠ জয়
অনিন্দিতা কি চা খাওয়াবেন? :T এক কাপ গরম গরম চা?
শিশির কনা
আমাকে নিয়ে কেউ এত সুন্দর কবিতা লিখলে আমি আনন্দিত হতাম খুব (y)
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
-{@ ধন্যবাদ।
লীলাবতী
অনেক ভালো লাগা জানালাম ভাই -{@
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
ধন্যবাদ
খসড়া
অনিন্দিতা সুখে আছে সুখে থাক। তার সুখে আপনিও সুখি হোন।
প্রিন্স মাহমুদ
দারুণ
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
এই দারুণ সৃষ্টির স্রষ্টা আপনি। ধন্যবাদ -{@
জিসান শা ইকরাম
বাহ!
এক নিঃশ্বাসে পড়ে ফেললাম ।
সুন্দর ।
অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম
ধন্যবাদ জিসান দা -{@