অনতিক্রম্য

জিসান শা ইকরাম ৯ মে ২০১৮, বুধবার, ১২:১৯:১০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য


ইদানিং আমাকে দেখতে পাই আলাদা ভাবে, যেন আমি দুুুটো মানুুস। সবার মাঝে থেকেও কেমন আলাদা। প্রিয়জনদের আনন্দ উল্লাস স্পর্শ করেনা আমাকে। অচেনা আগন্তক অনাহুত মনে হয় চারপাশের মানুষকে, অথবা চারপাশের মানুষই হয়ত ভাবে আমাকে অচেনা আগন্তক অনাহুত।

বয়সের কারনেই হোক বা অভিজ্ঞতার কারনেই হোক বর্তমান বা নিকট অতীত ঘটনা দেখে বুঝতে পারি কি হয়েছে, কি হতে চলেছে, বা কি হবে। যার প্রায় শতভাগই মিলে যায় পরবর্তিতে। নিকট অতীত বর্তমান এবং ভবিষ্যত চোখের সামনে 3D সিনেমার মত দেখতে থাকি। কস্টে দুমরে মুচরে অথবা আনন্দ উল্লাসে মাতোয়ারা না হয়ে ব্যাখ্যাতীত কোন কারনে এই কস্ট এবং আনন্দ আমাকে স্পর্শ করেনা।

এ কেমন জীবনের সময় অতিক্রম করছি? অন্তরের গহীনে বসবাস করা ভালবাসা বা ঘৃনা কেন আন্দোলিত করবেনা আমায়? কেন মনে হয় এসবই তো ঘটা উচিত বা স্বাভাবিক। বোধশূন্য জীবনের ক্রান্তিকালে কি উপনিত হয়েছি আমি?

কিছুদিন আগেও ধাবমান কোনো অমংগলের পুর্বে অস্থিরতায় পেয়ে বসত। আজকাল সেই অস্থিরতা স্থির বিশাল পাথর।

মহাকালের পথে হেটে যাওয়া একাকি একজনকেই যেন দেখতে পাই, দূরে অনেক দূরে পথ সরু হতে হতে একটি বিন্দু ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছে,

১জন ১জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ