আমি
পৃথিবীর আদর্শে
মানুষ হয়ে বাঁচবো না আর,
ছোঁবো না পাহাড়-মরুভুমি
আর সাগরের ঢেউ,
চাঁদের আলোয়
ফেলবো না আর দীর্ঘশ্বাস,
তারার চাঁদর মুরি দিয়ে
আর ঘুমাবো না
খোলা আকাশের তলে,
অমাবস্যার আঁধার ছুঁয়ে
আর কখনো পথ খুঁজবো না,
পৃথিবীর আদর্শ ধরে
নিজেকে আর কখনো
মানুষ বলব না।
যে মানুষ
বৃত্ত আঁকে পরধির ভেতরে বসে,
আমি সে মানুষ,
পাহাড়-চন্দ্র-নদী-আকাশ
আমার নয়।
দেহ খানি রেখিছি তোমাদের পৃথিবীতে,
বুকে হাত দিয়ে
কথা বলার সাহস আমার নেই,
সাহস পরে আছে
বৃত্তের বাইরে,
বৃত্তের ভেতর
আঁকড়ে পরে আছে এক অনঙ্গ মানুষ।
১২টি মন্তব্য
শুন্য শুন্যালয়
ভালো লাগলো বেশ কবিতাটি … -{@
একটি গানের লাইন মনে এলো কবিতাটি পড়ে, “আমার অঙ্গহারা, সঙ্গছাড়া, ছন্নছাড়া মন”…
মানিক পাগলা
ধন্যবাদ শুন্যালয়
প্রিন্স মাহমুদ
সাহস পরে আছে
বৃত্তের বাইরে (3
মানিক পাগলা
হুম
ছাইরাছ হেলাল
আপনি দেখি যন্ত্রণার ছায়া ফেলে হাঁটছেন ।
ঘটনা কি ?
মানিক পাগলা
ঘটনা হচ্ছে সেই বিখ্যাত ডায়লগঃ
আমি তো যন্ত্রনাকে ছাড়ত চাই, যন্ত্রনা তো আ,আমাকে ছাড়ে না।
ধন্যাবাদ হেলাল ভাই
খসড়া
বাপরে কষ্ট কষ্ট কষ্ট এত্ত কষ্ট জীবন নষ্ট।
মানিক পাগলা
“…আর কে দেবে আমি ছাড়া
আসল শোভন কষ্ট,
কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন
আমার মত ক’জনের আর
সব হয়েছে নষ্ট,
আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট” – (হেলাল হাফিজ)
আদিব আদ্নান
কষ্টের পসরা সাজিয়েছেন দেখছি ।
মানিক পাগলা
পসরা সাজাইনি এখনো। সাজাবো আদিব আদ্নান
কৃন্তনিকা
সুন্দর… (y)
কিন্তু আপনি কি জানেন প্রেমের দেবতা মন্মথকে অনঙ্গদেব বলা হয়। আপনি কি প্রেমের দেবতা? ;?
মানিক পাগলা
না বিষয়টা আমার জানা ছিল না।
আর আমি অনঙ্গ দেব নই। আমি অনঙ্গ মানুষ।
আমি প্রেমের দেবতা নই। আমি প্রেমিক মানুষ। কৃন্তনিকা