জাগতিক কত বাসনা আসে মনে আব্রু বাতাসে
মাছরাঙা পাখির মত টুপঝাপ ঝড়ে স্বপ্নগুণিন
কাক হয় কোকিল; কোকিল হয় বাগহীন; রুদ্ধ
বৃদ্ধ বসে ভাবে আবার কবে আসিবে মনবসন্ত
ঝরা পালক ঝড়ে পড়ে শীতলক্ষ্যার বুক হতে
নিশিদিন কাঁদে বিরহী ডাহুক; রাত্রির নরকে
মন পিয়ালায় অজস্র আঁকিঝুকি স্বপ্ন পোস্টার
নদীর মোহনায় খোঁজে মিলনের সুখ নিবাস
আমার স্বপ্নচলা পথে বাঁধা হয় বাসরী রাধা
বৃন্দাবনে কৃষ্ণ; আমার কাছে রাধা আসে
মহান দেবতা জিউজ রাজ্যকে ভেবে তুচ্ছ বাস
অকারণে নাও ভাসায় কাল যমুনার গহীন বুকে
আমিও ভাবি কিছু সুখ আপন করে চলে যাক
অজানা নদীর বুকে………………………….
১৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
কিছু সুখ আপন করে চলে যাক
অজানা নদীর বুকে —
— এত ভালো লেগেছে এটুকু যা প্রকাশ করতে পারছি না।
রকিব লিখন
আপনার উৎসাহ আমার জীবনের বসন্ত সমীরণ।।
নীলকন্ঠ জয়
আজই প্রথম তাই মন্তব্যের পূর্বে আগের কবিতাগুলোর কয়েকটিও পড়ে নিলাম কবি।
অনেক ভালো লেগেছে। -{@
শুভ কামনা সতত।
রকিব লিখন
ধন্যবাদ।।
আদিব আদ্নান
ভাবনা তা হতে পারে জাগতিক বা মহা জাগতিক ,
কিন্তু হারানো মনবসন্ত ফিরে পেতে কে না চায় ?
লিখুন আরও ।
ছাইরাছ হেলাল
বাহ্ সুখকেও সেড়ে দিতে চাচ্ছেন !
লেখা চালু থাকুক ।
রকিব লিখন
সোনেলায় আপনাদের উদার চিত্তের মানুষ পেয়ে আমার বিকল চিত্ত আবার লিলুয়া বাতাস খুজছে।।
লীলাবতী
সুখকে চলে দিতে চাচ্ছেন কেনো ভাইয়া ?
রকিব লিখন
সুখই যখন অসুখ হয় তখন আর সুখ চেয়ে কী হবে??
খসড়া
মহান দেবতা জিউজ যমুনার কালো জলে কল্পলনায় কবি প্লিজ ডিউসিকে গ্রীসেই রাখুন ভারতে দেবতা এমনিতেই এক কোটি :p আব্রু বাতাস টা কি একটু ব্যাখ্যা চাইছি। আব্রু অর্থ পর্দা।
মাছরাঙা পাখির মত টুপঝাপ ঝড়ে স্বপ্নগুণিন———টুপঝাপ বুঝলাম না। স্বপ্ন গুণিন মানে স্বপ্নের ব্যাখ্যা দেয় যে। মানে গনক অর্থাত ওঝা।:(
আপনার কবিতার শেষ লাইন টা ছাড়া আর কিছুই বোধগম্য হচ্ছে না। :(শেষ লাইনটা চমতকার। 😀
রকিব লিখন
ভাই আধুনিক কবিতার শাব্দির অর্থ হয় কিনা জানি না।। তবে কাব্যের রূপ দাড় করাতে হয়।। কাব্য রূপ কথাটা দিতে পেরেছি না ।। মনের ঝোকে লিখি, হৃদয় শান্ত করি।। ভাই আমি অত বড় লেখক না।। সমান্তরাল ধারাপাতে লেখার চেষ্ঠা করি।। ভুলগুলো ফুল ভেবে দেখে আমার ত্রুটি গুলো ধরিয়ে দিবেন।।
ধন্যবাদ।।
আফ্রি আয়েশা
আমিও ভাবি কিছু সুখ আপন করে চলে যাক
অজানা নদীর বুকে………………………….
দারুন বলেছেন 🙂
রকিব লিখন
ধন্যবাদ আফ্রি আয়েশা।। :T