একটি সময়ে প্রচুর লিখতাম, সারাদিনই বলতে গেলে লেখালেখির উপর থাকতাম। যদিও তা লেখির পর্যায়ে থাকতো, লেখার নয়। ভাবছি পুরাতন লেখালেখি গুলো সবার মাঝে প্রকাশ করি, যদি পাঠকরা এগুলোকে লেখা বলেন তো খুশির ঠেলায় খুশিত হতেও পারি। আশা নিয়েই বেঁচে থাকি আমরা, যদি একদিন লেখক হয়েই যাই, তো............ ============================================== ২৪ সেপ্টেম্বর ২০১২ প্রথমেই বলে নেই আমি [ বিস্তারিত ]