Google আমাদের যে কয়েকটি সার্ভিস দিয়ে থাকে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটা সার্ভিস হচ্ছে Gmail যা শুরুতে Google Mail নামে পরিচিত ছিল। সাধারণ ব্যবহারকারীদের জন্যে এটা উন্মুক্ত এবং বিনামূল্যের একটি সার্ভিস। আর আমাদের মত অধিকাংশ ব্যবহারকারী একে Primary Mail হিসেবেই ব্যবহার করে। কিন্তু মাঝে মাঝে বিশেষ প্রয়োজনে Alias মেইলের প্রয়োজন দেখা দেয়।
আচ্ছা যদি এই একই মেইল এড্রেস ব্যবহার করে নতুন আরেকটা মেইল এড্রেসের সুবিধা নেয়া যায় তাহলে কেমন হয়?
হ্যাঁ, Gmail ও অন্যদের মত Alias মেইলের সুবিধা দিয়ে থাকে। তবে এক্ষেত্রে একটু বিপত্তি হচ্ছে, তারা একেবারে নতুন নামে মেইল এড্রেস তৈরি করতে দেয় না। বরং আপনার মেইল এড্রেসটিতে কিছু অতিরিক্ত অক্ষর ব্যবহার করে Alias মেইল তৈরির সুবিধা দেয়।
ধরুন আমার বর্তমান মেইল এড্রেসটি হচ্ছে “[email protected]”। এখন এর যদি আমি Alias তৈরি করে চাই তাহলে আমাকে এর সাথে বিশেষ শব্দ বা অক্ষর যুক্ত করে alias তৈরি করতে হবে। আমি যদি এর সাথে “blogs” লেখাটা যুক্ত করে alias তৈরি করতে চাই তাহলে আমার নতুন মেইল এড্রেসটি হবে “[email protected]” এবং এটিই আমার Gmail এর নতুন alias মেইল।
ধাপ ১ : আপনার Google Mail একাউন্টটিতে Log in করুন। সম্পূর্ণ লোড হয়ে যাবার পর গিয়ার আইকনে ক্লিক করে মেনু থেকে Settings সিলেক্ট করুন।
ধাপ ২ : Setting পেইজ আসার পর উপরের দিকে Accounts and Imports ট্যাব দেখতে পাবেন। এটাতে ক্লিক করুন।
ধাপ ৩ : Accounts and Imports এর ভেতরে “Send mail as:” অংশে আপনার বর্তমান মেইল এড্রেসটি দেখতে পারবেন। এর নিচেই রয়েছে “Add another email address you own” লিংকটাতে ক্লিক করুন। একটা নতুন window আসবে পর্দায়।
ধাপ ৪ : নতুন Window টিতে দুটি বক্স রয়েছে। এর প্রথমটিতে আপনি আপনার Alias মেইলে যেই নাম দিতে চান সেটি লিখে দিন। যেমন আমার মূল মেইলের বিপরীতে নাম ছিল “কিশোর মাহমুদ” আর নতুন Alias মেইলে আমি নামটিকে দিতে চাই “কিশোর ব্লগার”। তাই আমি এখন Name লেখা বক্সে “কিশোর ব্লগার” লিখে দিবো। এরপর রয়েছে Email address নামের আরও একটা বক্স। এটাতে আপনি প্রথমে আপনার মেইল এড্রেসটি লিখুন। এখন “@gmail.com” এর পূর্বে একটি যোগ চিহ্ন ( + ) দিন। এখন আপনার Alias নামটি লিখুন। যেমন আমি আমার alias নাম হিসেবে ব্যবহার করবো “blogs”। আর তাতে আমার নতুন মেইল alias টি হবে “[email protected]”। এরপর Next Step বাটনে ক্লিক করুন।
পেইজ রিলোড হলেই দেখতে পারবেন আপনার বর্তমান মেইলটার নিচেই নতুন এড্রেসটি যুক্ত হয়ে গেছে।
মেইল বক্সে ঢুকে Compose বাটনে ক্লিক করুন। এরপর নতুন মেইল ইডিটরে From এর বক্সে একটা ড্রপ ডাউনের তীর দেখতে পাবেন। সেটাতে ক্লিক করলেই আপনার বর্তমান মেইল সহ Alias মেইল গুলি লিস্ট আকারে দেখাবে।
যে কোন একটা Alias মেইল সিলেক্ট করুন। এরপর যার কাছে মেইল পাঠাবেন তার এড্রেস, মেইলের বিষয়বস্তু, আর মেইলটি লিখে Send বাটনে ক্লিক করুন।
কিছু সময় পরেই আপনি যাকে পাঠালেন তার ইন বক্সে আপনার alias মেইলটিকে আপনার মেইলিং এড্রেস হিসেবে দেখতে পাবে।
চেষ্টা করে দেখুন। কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন, যথাসম্ভব দ্রুত রিপ্লাই দেবার চেষ্টা করবো।
সময় নিয়ে পোষ্টটি পড়ার জন্যে অনেক ধন্যবাদ।
পোষ্টে ব্যবহৃত মেইলটি কাল্পনিক। ব্যবহৃত মেইল এড্রেসটির নিরাপত্তার জন্যে সেটা প্রতিবার কাল্পনিক মেইল দ্বারা পরিবর্তন করে দেয়া হয়েছে।
২৮টি মন্তব্য
বনলতা সেন
এবারে এটি আমার কাজে লাগবে মনে হচ্ছে । আমার মাথা এলোমেলো হলে কিন্তু আপনার খবর আছে ।
আর আপনি তো জানেন টেকি লেখা দিলে প্রায় সারাক্ষণ এক চোখ খুলে রাখতে হয় ।
অলিভার
কাজ করার প্রতিটা স্টেপের ছবি ব্যবহার করেছি। এলোমেলো হয়ে যাবার ভয় নেই।
আশা করছি সমস্যা ছাড়াই একটি Alias মেইল তৈরি করে নিতে পারবেন 🙂
জিসান শা ইকরাম
অত্যন্ত প্রয়োজনীয় একটি পোষ্ট।
খুব সুন্দর এবং সহজ ভাবে বুঝিয়ে দিলেন।
ধন্যবাদ এমন পোষ্টের জন্য ।।
অলিভার
ধন্যবাদ ভাইয়া 🙂
শুভ কামনা জানবেন।
সঞ্জয় কুমার
অলিভার ভাই mlblog ব্লগে একাউন্ট করতে চাই । আপনার সাহায্য প্রয়োজন ।
অলিভার
ভাইয়া সাইটের লিংকটা দিন। আমি চেষ্টা করে তারপর জানাচ্ছি।
সঞ্জয় কুমার
http://mlb.mlb.com/blogs/
অলিভার
ভাইয়া এইটা একটা প্রফেশনাল বেসবল প্লেয়ারদের জন্যে ব্লগ। এখানে রেজিস্ট্রেশন করতে হলে এই স্টেপ গুলি ফলো করুন-
■ প্রথমে এই লিংক ( http://goo.gl/hGmcbs ) থেকে একটি পছন্দের টিম ও থিম ক্যাটাগরি সিলেক্ট করে “Continue” চাপুন।
■ এখন আপনাকে একটা BLOG ADDRESS দিতে বলবে।ধরি আপনি sonjoy নামের ব্লগ তৈরি করতে চান, সে ক্ষেত্রে আপনার ডোমেইন নেইমটি হবে sonjoy.mlblogs.com
■ তারপর “ইমেইল এড্রেস”, “ইউজার নেইম” এবং “পাসওয়ার্ড” দিয়ে Sign up বাটনে ক্লিক করুন। আপনার মেইলে একটা কনফার্মেশন লিংক চলে যাবে। মেইল থেকে সেটাতে ক্লিক করে ব্লগ একটিভ করুন।
■ এরপর “ব্লগ টাইটেল”, “ট্যাগ-লাইন” আর “ভাষা” সিলেক্ট করে Next চাপুন।
■ পছন্দ মত একটি থিম সিলেক্ট করে Next চাপুন।
■ এরপর যদি ফেসবুক এবং টুইটের সাথে ব্লগটি লিংক করতে চান সেটা করে Next চাপুন।
কিছুক্ষণের মধ্যে আপনার ব্লগটি তৈরি সম্পন্ন হবে।
সঞ্জয় কুমার
অনেক ধন্যবাদ আপনাকে ।
জসীম উদ্দীন মুহম্মদ
অশেষ শুভ কামনা ———– অসাধারন একটি পোস্টের জন্য !
অলিভার
ধন্যবাদ ভাইয়া 🙂
শিশির কনা
টেকি অলিভার ভাইয়াকে ধন্যবাদ এমন পোষ্ট দেয়ার জন্য ।
অলিভার
ধন্যবাদ।
কাজে লাগলেই পোষ্টটি সার্থক হবে।
শুভ কামনা জানবেন 🙂
ছাইরাছ হেলাল
আগের পোস্টে আমার মন্তব্যের উত্তর কই ?
অলিভার
দুঃখিত ভাইয়া। পোষ্ট কমেন্টটি আগে দেখিনি।
আপনার সমস্যার সহজ কোন সমাধান আপাতত জানা নেই।
জানতে পারলেই জানাবার চেষ্টা করবো 🙂
ছাইরাছ হেলাল
নিয়মিত লেখা চাই ই ।
আমাদের চোখের সামনে একজন টেকি আছে এটি দেখে আমার খুব আনন্দ ।
আমি সামান্যই জানি কিন্তু অনেক আগ্রহ ।
অলিভার
আমার জ্ঞান সীমিত, তারপরও যতটুকু জানা আছে তা চেষ্টা করবো আপনাদের সাথে ভাগ করে নিতে 🙂
অলিভার
আর ভাইয়া ‘টেঁকি’ টপিক নিয়ে একটু মনে পড়লে। বলেই ফেলি- “খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না” :p
আমার অবস্থা কিন্তু খালি ঐ কলসিটার মতই :D)
ছাইরাছ হেলাল
কলসি খালি হলেও আমাদের সমস্যা নেই । তাই আপনার ও সমস্যা থাকার কথা না ।
অলিভার
:Happy:
লীলাবতী
বুঝলাম এবার। Bookmarks করে রাখলাম ভাইয়া।
অলিভার
ধন্যবাদ আপু 🙂
সমস্যা হলে অবশ্যই জানাবেন।
শুন্য শুন্যালয়
লাগলে ঢু দেব পোস্টে নিশ্চিত। মোবাইল ভেরিফিকেশন থাকে, তবে হ্যাক হয়ে গেলে সব গুলোই তো এক সাথে যাবে মনে হয়। আপনি অনেক পরিশ্রম করছেন বলে অনেকগুলো ধন্যবাদ। -{@
অলিভার
হ্যাঁ, সব কিছুর আগে আইডির সিকিউরিিটি নিশ্চিত করতে হবে। তবে 2-step ভেরিফিকেশন চালু থাকলে সহসাই আইডি হ্যাক করতে পারবে না। তবে তার সাথে আরো বেশ কিছু জিনিষ জরিত রয়েছে।
প্রজন্ম ৭১
কাজের পোষ্ট (y)
অলিভার
ধন্যবাদ 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
অনেকেরই দরকার হবে এটি, আমার নয়, আমার একটি ইমেইল হলেই চলে, হ্যাক হলে হবে। কি থাকে ইমেইলে যে হ্যাক হলে সমস্যা ? 🙂
অলিভার
ইমেইলে হয়তো সাধারণ ভাবে কিছু থাকে না। কিন্তু একটা ইমেইলের গুরুত্ব কিন্তু অনেক।
আপনার একটি মেইলই যদি হয় তাহলে সেটার সাথে অনেক গুলি একাউন্ট রেজিস্ট্রেশন আর রিকোভারি সম্পর্ক সংযুক্ত থাকে। আর একটা মেইল হারালে বাকি সাইটের একাউন্ট গুলি হারানোর সামিল হয়ে যায়।