Short Review Of “Hate Story 2”

সনেট ১৯ জুলাই ২০১৪, শনিবার, ০৫:৪৭:২৭অপরাহ্ন বিবিধ ৬ মন্তব্য

দেখে ফেললাম হেট স্টোরি ২.. বড় একটা রিভিউ লিখার ইচ্ছা থাকলেও রোজার দিন ওতবড় লিখার এনার্জি হলো না। তাছাড়া ওত বড় লিখা কেউ পড়তেও চায় না।।

ছবির নাম হেট স্টোরি হলেও এর স্টোরি কিন্তু হেট করার মত না। যাই হোক ছবিটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।। প্রমো দেখে অনেকেই মনে করবে যে এটা একটা যৌনতা ভর্তি নোংরা ইরোটিক মুভি, কিন্তু না আমার কাছে একটুও তা মনে হয় নি।। যৌনতা কাহিনীর প্রয়জনেই ব্যবহার করা হয়েছে। আর খুব যে বেশি কিছু ছিলো তাও না।। শুধু Aj Phir Tumpe গানটাতেই যা ছিলো। তাছাড়াও যৌনতার থেকে বেশি ইম্পর্টেন্ট ছিলো প্রেম, ভালোবাসা, কষ্ট, অমানুষী অত্যাচার, হিংসা, লড়াই আর প্রতিশোধ।। সব মিলিয়ে টোটাল প্যাকেজ…..

ছবির প্রথম অর্ধেক একজন নারী ও তার ভালোবাসার উপর পাশবিক অত্যাচার দেখানো হয়েছে। দ্বিতীয় অর্ধেকে শুধু দাউ দাউ করে জ্বলেছে প্রতিশোধের আগুন।। এর মধ্যে পিংক লিপস টা যেন জোর করেই চাপিয়ে দেওয়া হয়েছে।।

তবে টিভি স্টার হিসেবে সুরভিন আর জ্যায় যা একটিং দেখিয়েছে তা প্রসংসার যোগ্য…

ছবির স্ক্রিনপ্লে, ব্যাকগ্রাউন্ড, মিউজিক সবই খুবই ভালো হয়েছে। কোথাও বরিং লাগেনি।। শুরু থেকে শেষ পুরোটাই আমার ভালো লেগেছে। এ বছরে এ পর্যন্ত দেখা হিন্দী ছবির টপ পাঁচেই থাকবে।।

সব মিলিয়ে আমি ছবিটাকে দিচ্ছি 4.5/5…..
সাড়ে চার…..

৯০২জন ৯০২জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ