দেখে ফেললাম হেট স্টোরি ২.. বড় একটা রিভিউ লিখার ইচ্ছা থাকলেও রোজার দিন ওতবড় লিখার এনার্জি হলো না। তাছাড়া ওত বড় লিখা কেউ পড়তেও চায় না।।
ছবির নাম হেট স্টোরি হলেও এর স্টোরি কিন্তু হেট করার মত না। যাই হোক ছবিটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।। প্রমো দেখে অনেকেই মনে করবে যে এটা একটা যৌনতা ভর্তি নোংরা ইরোটিক মুভি, কিন্তু না আমার কাছে একটুও তা মনে হয় নি।। যৌনতা কাহিনীর প্রয়জনেই ব্যবহার করা হয়েছে। আর খুব যে বেশি কিছু ছিলো তাও না।। শুধু Aj Phir Tumpe গানটাতেই যা ছিলো। তাছাড়াও যৌনতার থেকে বেশি ইম্পর্টেন্ট ছিলো প্রেম, ভালোবাসা, কষ্ট, অমানুষী অত্যাচার, হিংসা, লড়াই আর প্রতিশোধ।। সব মিলিয়ে টোটাল প্যাকেজ…..
ছবির প্রথম অর্ধেক একজন নারী ও তার ভালোবাসার উপর পাশবিক অত্যাচার দেখানো হয়েছে। দ্বিতীয় অর্ধেকে শুধু দাউ দাউ করে জ্বলেছে প্রতিশোধের আগুন।। এর মধ্যে পিংক লিপস টা যেন জোর করেই চাপিয়ে দেওয়া হয়েছে।।
তবে টিভি স্টার হিসেবে সুরভিন আর জ্যায় যা একটিং দেখিয়েছে তা প্রসংসার যোগ্য…
ছবির স্ক্রিনপ্লে, ব্যাকগ্রাউন্ড, মিউজিক সবই খুবই ভালো হয়েছে। কোথাও বরিং লাগেনি।। শুরু থেকে শেষ পুরোটাই আমার ভালো লেগেছে। এ বছরে এ পর্যন্ত দেখা হিন্দী ছবির টপ পাঁচেই থাকবে।।
সব মিলিয়ে আমি ছবিটাকে দিচ্ছি 4.5/5…..
সাড়ে চার…..
৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
মুভিটি দেখিনি , দেখবো ।
Hate Story প্রথমটা দেখেছি।
হিন্দি ভিন্ন ধরনের মুভি।
কাহিনীর প্রয়োজনে সেক্স কিছু আসতেই পারে
সেক্সকে উপস্থাপন করার জন্য মুভি না হলেই হয়।
মুভি রিভিউতে মুভির লিংক দিলে পোষ্ট পূর্নতা পায়।
সনেট
ধন্যবাদ আপনাকে। আসলে আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা ভাবে মুভি ডাউনলোড করে তো, কেউ ব্রডব্যান্ড দিয়ে, কেউ টরেন্ট থেকে আবার কেউ বা ওয়েবসাইট থেকে।। তাই লিংক টা দিলাম না।।
খসড়া
ভাল সিনেমার রিভিউ।
সনেট
আপনাকে অনেক ধন্যবাদ খসড়া সাহেব। 🙂
অলিভার
পজিটিভ রিভিউ
স্বপ্ন
আমার তেমন ভালো লাগেনি মুভিটি ।