সোনেলা ব্লগে যারা লিখছেন তাঁদের সংখ্যার কয়েকগুন বেশী পাঠক আছেন সারা বিশ্বে। যে সমস্ত পাঠক প্রতি মূহুর্তে সোনেলা ব্লগের বিভিন্ন লেখা পড়েন। পাঠকদের অধিকাংশই বিভিন্ন বিষয় গুগলে সার্চ করেন, সার্চের ফলাফল মিলে গেলেই সোনেলাতে আসেন। সোনেলা ব্লগ কে মোবাইল ফ্রেন্ডলি হিসেবে প্রস্তুত করা হয়েছে। ২০১২ সনে যখন এই সোনেলা ব্লগ সাইট তৈরী করা হয়েছিলো তখন [বিস্তারিত]