ছোট্টা ছোট্টা ছন্দে মনের আনন্দে গেয়ে যায় জীবনের অন্তিম পর্বের নিরবতা গান, অন্তিম পর্বের কথা শুনলে আমার মনে শিহরণ জাগে ধরাকে ছেড়ে যাওয়ার অজস্র কষ্ট আমার প্রাণে। বর্ণিল স্বপ্ন দিয়ে সাজানো হয়েছে গেছে আমার জীবন বিচরণের মাঝখানে দাঁড়িয়ে যাবে শুধু মৃত্যুর জন্য, সেই চিন্তায় আমি তো কখনো হয়নি অবিরত চিন্তামুক্ত সদা বিভোর আমার চাওয়া আমার [বিস্তারিত]