(১) কখনো আগুনে ফার্নের পাতা পুড়ায় বিশুদ্ধ জল, তুমি কখনো দেখোনি কি তা? মৃত ছাদে পায়চারি! পাশাপাশি হাটে কেউ, এমন দুঃসময়ে ডুবেছে আকাশ! অপেক্ষায় প্রাক্তন নভোচারী! জলেতে কুয়াশা জ্বলে! আগুনে পালক, দ্রিম দ্রিম শব্দ শুনে মাঝরাতে ঘুমে হেটে হারালো যে যুবক, খান্ডবদাহনের কালে তার কি মানায় বলো গৃহের উষ্ণতার শখ? তবুও পাখিরা হাটে, রোদে পুড়ে [বিস্তারিত]