এক প্রবল নৈতিকতা ঘিরে থাকে সারাক্ষণ; খানিকটা সত্য কিছুটা মিথ্যের বলয়ে, মসৃণ কণ্ঠস্বরে, হেঁয়ালি আর হিংসের বীজ বুনে, কথা দিয়ে কথা না রাখা! সে তো শিল্পিত শিল্প চকচকে চোখ-মুখে, বুদ হওয়া বিগত সৌন্দর্য সিঁড়িতে; বজ্র নিনাদে এক ঝুড়ি খিস্তি-খেউর উগড়ে দিলে এক-দুপুর বিষণ্ণতা গুটিয়ে ফেলাই যেত। স্বগতোক্তির মত নিজেকে শোনাই/বোঝাই, এমন ই তো হওয়ার [বিস্তারিত]