সৌরভের মৃদু পরশ তোমার শুভ দৃষ্টি,মোর গাঁয়েতে ঝরাওনা গো ভালবাসার বৃষ্টি।রংধনুর রঙ্গিন সুতায় বেঁধে রাখবো তোমায়,হৃদয়ের একটি কোনে ঠাঁই দিও গো আমায়।ভালবাসার স্নিগ্ধ পরশ তোমায় দেব আমি,আশায় রইলাম প্রিয়া,কবে আসবে তুমি-?যেদিন তুমি ধরবে এসে আমার দুটি হাত,জেগে থেকেই কাটিয়ে দেব তখন সারা রাত।স্বপ্ন কত আশা কত সবি ভাববো আমি,এই বুকে আর কেউ নেই আছ শুধু [বিস্তারিত]