স্বপ্নীল রাতে বন প্রদীপের মত জ্বলবে তুমি-রাতের সবটুকু আঁধার আলোকিত করবে,বর্ষার মেঘ হয়ে আকাশে জমে থাকবে তুমি-মন চাইলেই অঝর ধারায় ঝরে পরবে। মনের সকল ব্যাথা মুছে দিবে তুমি-সুখ পাখি হয়ে বুকের মাঝে আসবে,এই বুকেতেই সুখের নীড় বাঁধবে তুমি-আর উদাস মনে শুধু আমায় ভালবাসবে। এই দুটি হাতের ভাগ্যরেখা হবে তুমি-সামনে কি হবে তুমি বলে [বিস্তারিত]