আমার সকল কষ্ট সবই যেন বৃষ্টিকে ঘিরেই,যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম-সেদিন বৃষ্টি ছিল,যেদিন প্রথম ভালবাসার কথা বলেছিলাম-সেদিনও বৃষ্টি ছিল।যেদিন প্রথম তুমি আমার কাছে এসেছিলে-সেদিনও বৃষ্টি ছিল।যেদিন প্রথম অভিমান করেছিলে -সেদিনও বৃষ্টি ছিল।যেদিন আমার কাছ থেকে দূরে চলে গেছ-সেদিনও বৃষ্টি ছিল।যেদিন তুমি আমায় রেখে অন্যের ঘরে গেছ-সেদিনও বৃষ্টি ছিল।আজও অঝর ধারায় বৃষ্টি ঝরছে-আমার বুকে শুরু হয়েছে বজ্রপাত।তুমি [বিস্তারিত]