** জয় শ্রীরাম বলে বলে চেঁচান আপনারা!! রামের কথা বললেই আসে রামরাজ্যের কথা, রামচন্দ্রের প্রজাপালনের কথা। খালি রামমন্দির প্রতিষ্ঠা করলেই সেইটা হয়না। এই আপনাদের প্রজাপালন? যে রামের কথা এতো বলেন তাঁর থেকে এই তাইলে শিক্ষা? রামচন্দ্র রাজার দায়িত্ব পালন করতে গিয়ে পরিবারের প্রতি অন্যায়ও করেছিলেন আর রামভক্তরা কি করলো? খালি বিশাল ভুড়ি বের করে কূম্ভমেলার [বিস্তারিত]