মস্তিষ্কের অনুরণনে জমে থাকা ক্ষোভ পুঞ্জীভূত হয়ে দীর্ঘ মেঘের ঘনঘটায় পড়ন্ত বিকেল আচ্ছন্ন; কষ্টেরা গলে পড়ছে শ্রাবণধারা হয়ে ফেলে রাখা চায়ের কাপে। স্মৃতির ভাঁজে ভাঁজে ভালোবাসার ন্যাপথলিন ব্যর্থতার গন্ধ ছড়ায়- বিবর্ণ প্রাচীরের গা বেয়ে মাধবীলতার ঝাড়ে একখণ্ড সবুজের সমারোহ; নগরায়ণের বুক চিঁড়ে সর্পিলাকারে বয়ে চলা নদীর আরশিতে বায়োস্কোপ চলছে অবিরত। ব্যস্ত ভাবনাগুলো জট পাকিয়ে [বিস্তারিত]