অরিত্র , এইসব হেমন্তের রোদেলা ভীষণ একাকী দুপুর গুলোতে আমার খুব ইচ্ছে করে তোমার মত মিসকে শয়তান কে নিয়ে নিরুদ্দেশ হতে। শহরের এই ভিড় এড়িয়ে কোন প্রাচীন ঝুড়ি নামা বটের আড়ালে বসে , ইচ্ছে করে খামচে দিতে ইচ্ছে করে নখর বসাতে তোমার বুকের গভীরে । রোদ গড়িয়ে যখন প্রকৃতি নরম বিকেলের ছোঁয়ায় আরও নরম হয়ে [বিস্তারিত]