অরিত্র ,
এইসব হেমন্তের রোদেলা ভীষণ
একাকী দুপুর গুলোতে আমার খুব
ইচ্ছে করে তোমার মত মিসকে শয়তান কে নিয়ে নিরুদ্দেশ হতে।
শহরের এই ভিড় এড়িয়ে কোন
প্রাচীন ঝুড়ি নামা বটের আড়ালে
বসে , ইচ্ছে করে খামচে দিতে
ইচ্ছে করে নখর বসাতে তোমার বুকের গভীরে ।
রোদ গড়িয়ে যখন প্রকৃতি নরম বিকেলের ছোঁয়ায়
আরও নরম হয়ে উঠবে তখন
দুজনে রেল লাইন ধরে হেঁটে যাব ,
হঠাৎ ধাক্কা দিয়ে ফেলে দেব চলন্ত ট্রেনের নীচে
এমন ইচ্ছে করে ।
যদি খুব চায়ের তেষ্টা পেয়ে যায়
তো বসে পড়ব গ্রামের কোন টং এর চা স্টলে
চুপিসারে তোমার চা’য়ে বিষ ঢেলে দেব ।
তোমাকে চিনে ফেলেছি একটু দেরি করে হলেও
তুমি আর নেই – আমার তুমি
তুমি এখন অন্য কারও, আমার নও মোটেই ।
দু-নৌকায় নয় , অনেক নৌকায় রাখছ পা
এ নয় অজানা এখন আমার ,
যতই ভাব নেও শৌখিন স্বস্তির –
অবস্থা সঙিন সে আমি ঢের আগেই জানি ।
মাঝেমাঝেই ইচ্ছে করে খালি পায়ে হেঁটে হেঁটে কোন
পাহাড়ে চলে যাই, এক ধাক্কায় ফেলে দেই গভীর কোন গিরি গহ্বব্রে-
তলিয়ে যাও তুমি অতল যন্ত্রনায় ।
একদিন ঘুষি মেরে ঠিকই নাক ভেঙে
নিরুদ্দেশ আমি হবই ।
১৮টি মন্তব্য
জবরুল আলম সুমন
চিন্তা ভাবনাগুলো নান্দনিক ভয়ংকর… তবে তার কোন একটা বাস্তবায়ন করলে পরিস্থিতি সত্যি ভয়ংকর হতে পারে… 😛
আদিব আদ্নান
নান্দনিকতা ভয়ংকর হতেই পারে না ।
শেষে শুধুই ঘুষি , এতেই যা বোঝার বুঝে নিন ।
ছাইরাছ হেলাল
অরিত্রকে বাঁচতে হলে পালাতে হবে দেখছি ।
পালিয়ে বেঁচে যাক এ যাত্রায় ।
আদিব আদ্নান
জীবন বলে কথা , তা পালিয়ে হলেও রক্ষা করাই উচিৎ ।
নাকের জন্য তো মায়া করতেই হয় ।
এই মেঘ এই রোদ্দুর
দেন ঘুষি মেরে নাক ফাটিয়ে……..
কবিতা ভাল লাগল ।শুভকামনা সতত 🙂
আদিব আদ্নান
ব্যাথা পাবে যে ।
কোন কবিতা হয়নি , সেটি কিন্তু খুব বুঝতে পারছি ।
জিসান শা ইকরাম
অরিত্রকে নিয়ে টানা হ্যাচরা শুরু হলও নাকি ?
একজন লীলাবতীর অরিত্রর উপর এমন হিংসুটে চিন্তা ভাবনা জাতি বরদাস্ত করবে না ।
ভালো লেগেছে কবিতা ।
আদিব আদ্নান
এটি লীলাবতীর জায়গায় দাঁড়িয়ে লীলাবতী হয়েই ভাবছি ।
অবশ্য অরিত্রের ও কিছু বলার থাকতে পারে , দেখি সে ও কিছু বলে কীনা ।
লজিক্যাল সুমধু
ভয়ঙ্কর মেয়েলী প্রতিশোধ।
দুই নৌকাতে পা দেব না, কসম বলছি।
আদিব আদ্নান
না না প্রতিশোধ নয় , শুধুই ভালোবাসা ।
দু’ নৌকাই শুধু নয় , নৌকা ছাড়াই ভাবতে হবে দেখছি ।
শিশির কনা
ভাইয়া এমনটা করবেন না আবার , মনে মনেই থাকুক 🙂 খুব সুন্দর হয়েছে কবিতা।
আদিব আদ্নান
আচ্ছা মনে মনেই থাকুক, আপনি যখন বলছেন ।
দেখি অরিত্র এখন কী বলে ।
যাযাবর
এত সুন্দর সুন্দর কথা বলে খুনের ইচ্ছে !! ওরে আপনি তো ভয়ানক খুনি 🙂
আদিব আদ্নান
ভালোবাসায় সব কিছুই জায়েজ বলে শুনেছি ।
সত্যি কী মিথ্যে জানি না ।
লীলাবতী
নাআআআআআ অরিত্রের এরকম পরণতি ভাবলেই দুক্ষে আমার নয়ন দিয়া জলধারা বহিয়া সমুদ্রে মিশিয়া যাইতেছে। ব্যাফুক কান্দনের সীন এই কবিতা পাঠে। ভ্যা ভ্যা ভ্যা।
তবে আদিব আপনি দারুণ হিংসুটে কবিতা লিখতে পারবেন।
আদিব আদ্নান
হিংসে বিহীন ভালোবাসা কোন ভালোবাসাই না ।এমন ই বলেন অভিজ্ঞজনেরা ।
সমুদ্রের তো দারুন দুর্দিন এখন । এত চৌক্ষের পানি এখন কোথায় রাখবে ?
তবে হ্যা , দেখি অরিত্র এবার কী ভাবছে ।তাহলেই বুঝব ভালোবাসা কাহাকে বলে ।
নীলাঞ্জনা নীলা
এত প্রতিশোধ এর ইচ্ছে কেন ? ভয়ানক অবস্থা 🙂
আদিব আদ্নান
এ যে ভয়ানক গভীর ভালোবাসা ।