তোমাদের দেখাদেখি আমিও প্রায়ই ঢুকি, সুদৃশ্য মার্বেলের মতো কাঁচের জারে, দূর থেকে মনে হয় ওখানে সবাই শুধু হাসে, আলো আর আলেয়ার ঝংকারে! সবাই হাসে, গোল্ডফিস, ওরান্ডা, ক্যাটফিস, অথচ ভিতরে শুধু শোকসন্তাপের হিসহিস, সবটুকু জল মাছেদের কান্নার ফসল, যদিও ফেসবুক ভরা হাসিমাখা অসংখ্য মুখ, দিনান্তে সেটাও তো দিলনা কোনই সুখ! অমাবস্যার রাতে নিভে যাওয়া দীপাবলি, সংগোপনে [বিস্তারিত]