
” where ignorance is bliss
It’s folly to be wise.”
প্যাডম্যান বলছে, পাগলামি না থাকলে সৃষ্টি জন্ম নেয় না। গল্পটা ঘর থেকে বাহিরের, মুখ থেকে মুখোশের গল্প প্যাডম্যান। মুভিটি হিন্দি ভাষায় নির্মিত। মুক্তি পেয়েছে ২০১৮ সালের ৯ ই ফেব্রুয়ারী। যার পরিচালক আর বালকি। শ্রেষ্ঠাংশে অক্ষয় কুমার, সোনম কাপুর, রাধিকা অপ্তি। ছবিটি অরুণাচলম মরুগানাথমের জীবন থেকে নেয়া হয়েছে।
সুপারম্যান হলেন অক্ষয় কুমার, মুভিতে যিনি লক্ষ্মি নাম নিয়ে জন্ম হয়েছেন বিপ্লবী হওয়ার জন্য। তাইতো একজন চৌকস এবং কেয়ারিং স্বামী হয়ে খেয়াল করলেন মাসের ৫ টি দিন মাসিকের কারণে বাহিরে কেনো একজন মেয়ে থাকেবে? এটা তো স্বাভাবিক ব্যাপার। অথচ মা বোনকে বোঝাতে ব্যর্থ হলেন ; অনভিজ্ঞতার কারণে। আরও আশ্চর্য হলেন, যখন তার বৌ ছেঁড়া ন্যাকড়া অস্বাস্থ্যকর কাপড়টি শুকাতে দিচ্ছে শাড়ির নীচে। সে ব্যথিত হয়ে বলেছিলো, আমি তো সাইকেল মোছার জন্যও এমন ন্যাকড়াও ব্যবহার করিনা। এর প্রতি উত্তরে তার বৌ বলেছিলো, মেয়েদের ব্যাপারে নাক না গলাতে। ভাবনাতে ছেদ পরে। স্বাস্থ্যগত গুরুত্ব বোঝার চেষ্টা করে। একজন পুরুষ যদি একজন মহিলাকে প্রটেক্ট করতে না পারে ; তাহলে সে নিজেকে মানুষ বলতে পারেনা। বুঝলেন ন্যাপকিনের প্রয়োজনীয়তা। সিদ্ধান্ত নিলেন বৌ এখন থেকে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করবে। যেহেতু সাধারণ জনগণের নাগালের বাইরে এর দাম। দুধ কেনার টাকা কাটছাঁট করে কিনলেন। কিন্তু ৫৫ রূপি দাম। একটা প্যাড ছিঁড়ে উপাদান শুধু তুলা ছাড়া কিছু পেলেন না। উচ্চমূল্যের কারণে বঞ্চিত নিম্নবিত্তরা। লক্ষ্মি সিদ্ধান্ত নেয়, এই সামাজিক ট্যাবু সে ভেঙ্গে দেবে। কুসংস্কারের বাস্তব চেহারা খুলে দিবে। ন্যাপকিনের প্রয়োজনীয়তা নিয়ে সোজাসুজি মেয়েদের বলতে লাগলেন। মধ্য প্রদেশে মাসিক হলে যেখানে মেয়েরা অচ্ছুৎ ; সেখানে একজন পুরুষ নেমেছেন ট্যাবু ভাঙ্গতে। এতো পাপ। ভাই এসে নিয়ে গেলো বৌ কে। বোন পরলো লজ্জায়। লক্ষ্মি হলো ঘর ছাড়া। একা। স্রোতের উল্টো হাঁটতে চাইলেন। প্রতি মাসের সমস্যার কথা ভেবে, উদ্যোগি হলেন সস্তায় প্যাড তৈরিতে। দেখলেন, তুলার থেকেও সেলুলোজ ফাইবারের ধারণ ক্ষমতা বেশি। খরচ যোগাতে কাজ নিলেন প্রফেসরের বাড়িতে। প্রফেসর ইন্টারনেট সুবিধা, তথ্য এবং প্যাড বানানোর ভিডিও দেখিয়ে সাহায্য করলেন। তৈরি করলেন মেশিন। প্রচারণায় বাধা। মেয়েদের সমস্যা মেয়েরাই বোঝে। গায়ত্রী বেরিয়ে গেলেও, পাশে দাঁড়ান সোনম কাপুর। দারুণ ফিডব্যাক। দুজনে গ্রামে গ্রামে ঘুরে সচেতন করার পাশাপাশি বিক্রি শুরু করেন বাজারের থেকেও কমমূল্যে। নারীদের উদ্বুদ্ধ করেন বাজারজাত ও উৎপাদনে। আপনি একজন মিলিওনিয়র কিন্তু সাধারণের পাশে এভাবে কয়জনে দাঁড়িয়েছেন?
এমনকি, মেয়েদের ইউটেরাসের মতো একটা সিস্টেম তৈরি করে, সেখানে ছাগলের রক্ত ভরিয়ে প্যাডটা ভেজানোর চেষ্টা করেন। আশে পাশের মানুষ ব্যঙ্গ করলো। কিন্তু অক্ষয় যেভাবে প্যাড পরে অভিনয় করে আকাশ ছুৃঁইলেন তা বর্ণনা করার মতো না।
সামাজিক ট্যাবু, অপমান, বিরোধিতা গ্রহণ আর উপেক্ষার পথ ধরে এগিয়েছে এ ছবি। ব্যর্থতা না থাকলে সৃষ্টিও হয়না। এ ছবি তারই প্রমাণ।
রমযান মাসে, একজন ছেলে যখন মেয়ে বন্ধুকে বলে, ” কী রে রোযা রেখেছিস? ” এটা বিব্রতকর নয়, বিকৃত আনন্দ। নারীকুল যে প্রতি মাসে যে বিষয়টি মোকাবিলা করে তা তাদের কাছে ঠাট্টার উপাদান। আশা করি প্যাড ম্যান মুভি দেখে মোটিভেশন নিয়ে নিজেদের পরিবর্তন করবেন মাননীয় পুরুষ সমাজ।
এরকম বিষয় নিয়ে আর কোথাও মুভি নির্মিত হয়েছে কিনা জানিনা। অথচ ভারত বর্ষের মতো রক্ষণশীল দেশ এরকম একটি স্পর্শকাতর বিষয় নিয়ে মুভি তৈরি করেছে, তা প্রশংসার দাবীদার। ট্যাবু ছেড়ে অনেক মহিলাই বের হয়েছেন। এটাই মুভির সাফল্য।
পাগলামিকে প্রচ্ছয় দিলে পুরো পৃথিবী পরিবর্তন হয়। মুভিটি ভালো লাগার কারণ ” গুড থিংকিং। ” যা সমাজের জন্য ভালো। অনুপ্রেরণা মূলক। মুভিটি দেখে আমরা বিরক্তিবোধ করিনি, বরং মনের অতলে ঝিকমিক করেছে স্বচ্ছ হাসি। আর একটা কথা, পরিচালক এবং যারা অভিনয় করেছেন তারা ট্যাবু ভেঙ্গে জয়ী হয়েছেন। ইচ্ছা থাকলে ছোট ছোট হাজার সমস্যাকে উপেক্ষা করে হাসা যায় সূ্র্যের হাসি। নানা সংস্কৃতি, ধর্ম বিশ্বাস ভেঙ্গে দিয়ে সমাজকে মেসেজ দিয়েছে এই এপিক মুভি।
” Padman is purely sworn statement of a man’s adventure. ”
imdb রেটিং : ৭.৯ / ১০…
লিংক দেয়া হলো।
★★ ছবিটির মুভি লিখতে আমাকে উৎসাহিত করেছেন ইকরাম দাদা। আমি কখনোই একটা মুভি দেখে রিভিউ লিখিনা। এর জন্য বিস্তর পড়াশোনাও করি। আমি কৃতজ্ঞ তাঁর প্রতি যে সোনেলায় যতটুকু লিখি তা তাঁরই অনুপ্রেরণায়। শুভ কামনা আপনার জন্য।
২৮টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
ভালো কাজের প্রতিবন্ধকতা চিরকালই বেশি তবু
এভাবেই জন্ম নেয় মানুষের কল্যাণে মানুষের আকাঙ্খা।
খুব ভালো লাগলো লেখাটি। আমি হিন্দি বুঝি না, নইলে মুভিটি দেখতাম।
ভীষণ মুগ্ধতায় শুভ কামনা রেখে গেলাম চিরন্তন।
আরজু মুক্তা
মানুষ মানুষের জন্য। জরবন জীবনের জন্য।
ভালো থাকেন সবসময়
আরজু মুক্তা
★জীবন
ছাইরাছ হেলাল
একদম ই এ ছবির কথা জানা ছিল না, তবে আমাদের দেশে কী একটা যেন উদ্দ্যোগ খুব সারা ফেলেছিল,
সামান্য দামে এগুলো সরবরাহ করা শুরু করছিল, যতদূর জানি তা মনে হয় এখন অ চালু আছে।
তবে দিন পাল্টে গেছে, ক্রমান্বয়ে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে।
রিভিউ চালু থাকুক।
আরজু মুক্তা
আমাদের সব প্রজেক্ট মালট্রেন।
সচেতনা বৃদ্ধিই পারে সবকিছু এগিয়ে নিতে।
শুভকামনা সবসময়
স্বপ্নীল মেঘ
এখন ছবিটি না দেখলেও আপনার বিস্তারিত লেখায় বুঝে নিয়েছি।
সত্যিই ব্যর্থতা ছাড়া সৃষ্টি করা যায়না। ভালো বলেছেন।
শুভকামনা।
আরজু মুক্তা
পড়ার জন্য ধন্যবাদ
শুভকামনা
আলমগীর সরকার লিটন
সুন্দর হতো তাহলে মুভিটা দেখতে হয় আপু
আরজু মুক্তা
জি ভাই দেখে ফেলেন।
শুভ কামনা
বন্যা লিপি
ছবিটা দেখেছি। খুব চমৎকার ভাবে আপনি উপস্থাপন করলেন রিভিউ। যদি আলোচনা নেয়ার ধারন ক্ষমতা থেকে থাকে তো বলার ইচ্ছে রাখি…….
এখানে সোনম কাপুরের ভূমিকাটা আরেকটু বিষদ উপস্থাপন করা হলে ভালো হতো। আমাদের দেশে এখনো স্যানিটারি ন্যাপকিনের মূল্য সাধারনের ধরাছোঁয়ার বাইরে।
আরজু মুক্তা
সোনম কাপুরের ভূমিকাটা আমি ইচ্ছা করেই দেইনি। দর্শক তো বুঝে যাবে। একটু কষ্ট করে মুভি দেখুক।প্যাডের মূল্য কমালে লাভ করবে কে?
ভালোবাসা সবসময়।
মোঃ মজিবর রহমান
মুভি দেখি নাই। আমি হিন্দি বুঝিও না। তবে আপনার পোষ্টে সব বুঝলাম। আপনাকে অশেষ কৃতজ্ঞতা। আর এইভাবেই সবার উচিত সমাজের যেকোন সমস্যার সমাধানে কাজ করা।
আরজু মুক্তা
কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে। সমাজ এভাবেই বদলাবে।
শুভ কামনা ভাই।
মোঃ মজিবর রহমান
শুভ ব্লগিং
রোকসানা খন্দকার রুকু
চমৎকার রিভিউ। এবং অসাধারন একটি মুভিও বটে। মেয়েদের প্রোডাক্ট নিয়ে কি পরিমান ব্যবসা হয় তার একটা জ্বলন্ত প্রমান।
ছেলেদের একটা সিগারেট বাদ দিলে মেয়েদের একটা প্যাড কিনতে পারা যায়।
এভাবে এগিয়ে আসুক সবাই
আরজু মুক্তা
ঐটা যদি পুরুষরা বুঝতো। আদিম ধ্যান ধারণা পাল্টে সবাই সচেতন হোক।
শুভ কামনা সবসময়
হালিম নজরুল
এত মনোযোগ দিয়ে আমি সিনেমায়ই দেখতে পারি না। এত সুন্দর রিভিউ লেখা তো দূরের কথা।
আরজু মুক্তা
আমারও ধৈর্য কম মুভি দেখার। দেখা যা ১৫ দিন লাগে। তারপর আবার পড়াশোনা। এরপর রিভিউ।
ধন্যবাদ পড়ার জন্য।
নিরাপদে থাকুন
তৌহিদুল ইসলাম
মুভিটি আমি দেখেছি এবং এর থিমটাও অসম্ভব সুন্দর। আমাদের দেশে এরকম মুভি যদি একটাও হতো!
মুভি রিভিউতে আপনার রেটিং এর সাথে imdb রেটিং যোগ করে দিলে আরও ভালো হতো মনে হয়।
রিভিউ চমৎকার হয়েছে। শুভকামনা আপু।
আরজু মুক্তা
ভাই ঐটা imdb রেটিং। আমাদের ব্যবসায়িক মনোভাব বেশি। তাই ভালো কাজের সংখ্যা কম।
রিভিউ ভালো লেগেছে জেনে আমারও লেখার আগ্রহ বাড়লো।
শুভ কামনা সবসময়
হালিমা আক্তার
মুভিটি দেখেছি। অসাধারণ একটি ছবি। যে কোন ভালো কাজে বাধা আসবেই। আমাদের এগিয়ে আসতে হবে। প্রচলিত প্রথা ভেঙে দিতে হবে। আপনার রিভিউ খুব সুন্দর হয়েছে। পুরো মুভিটির চিত্রায়ন সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।
আরজু মুক্তা
আপা কমেন্ট পড়ে লোখার আগ্রহ বাড়লো। বাধা সরিয়ে এগিয়ে যেতে হয়।
শুভ কামনা সবসময়।
সাবিনা ইয়াসমিন
ছবিটি দেখেছি। অক্ষর কুমার অভিনীত এই ছবিটিতে তার অভিনয় গুন আরও বেশি মাত্রায় প্রকাশ পেয়েছে। ছবিতে তার অভিনীত চরিত্র, ছবির গল্প, স্ত্রী এবং অনুপ্রেরণাময়ীর ভূমিকায় ( সোনম কাপুর + রাধিকা) পার্শ্ব চরিত্রে অভিনয় করা দুজন নারীর অভিনয়ও বেশ ভালো লেগেছে।
আমাদের দেশে এমন গল্প নিয়ে সিনেমা হয় না,
নারী আসনে ক্ষমতাসীনরা কেউ আমাদের অতি প্রয়োজনীয় জিনিসটির ক্রয়মূল্য নিয়ে সংসদে আইন পাশ করতে আগ্রহী হয় না।
তাই সিনেমা দেখেই আমরা স্বস্থি পাই।
সুন্দর রিভিউ, আরো কিছু সংযোজন করা যেতো।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
আপা, কথাটা সত্য। নারীরা আসনে অথচ নারীরা অবহেলায়।
ধন্যবাদ পড়ার জন্য।
শুভ কামনা
সুপর্ণা ফাল্গুনী
ছবিটি আমি দেখেছি এবং অভিভূত হয়েছি ।ভারত এসব ছবি বানানোর দিক অনেক এগিয়ে। এমন শিক্ষনীয় বিষয় উপস্থাপন করা ছবি দেখতে সবসময়ই ভালো লাগে। আপনার রিভিউ ভালো লেগেছে। আরো লিখুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে
আরজু মুক্তা
স্ক্রিন যপহেতু সবার হাতে। এমন মুভি পারে সমাজকে বদলে দিতে। চেষ্টা করবো মুভি রিভিউ দিতে।
শুভ কামনা সবসময়
জিসান শা ইকরাম
ভারতে সত্যি ঘটনার উপরে কিছু সিনেমা তৈরি হয়েছে। প্যাড ম্যান এর একটি।
ভিন্ন ধরনের কাহিনী, অক্ষয় কুমার এর অভিনয় মুভিটিকে তুমুল জনপ্রিয় করেছিলো।
লক্ষ্মি সুধু ট্যাবুই ভাঙেনি, এই প্যাড যাতে সারা ভারতের নারীরা ব্যবহার করতে পারেন, এজন্য প্যাড বানানোর প্রযুক্তি এবং মেশিন সারা ভারতেই ছড়িয়ে দিয়েছেন।
এখন স্বল্প মূল্যে নারীরা এই প্যাড কিনতে পারছেন।
আসলেই যে কোনো নতুন সৃস্টি পাগলামি ব্যতীত হয়না।
রিভিউ অনেক ভালো হয়েছে।
এই মুভির রিভিউ লিখতে বলেছিলাম মন্তব্যে। তাতেই আমার নাম চলে আসলো পোস্টে!!
তোমার যোগ্যতায় তোমাকে লেখাচ্ছে, আমি কেবল উৎসাহ দিচ্ছি।
অনেক অনেক শুভ কামনা।
আরজু মুক্তা
এই উৎসাহই বা কে দেয়? এখন তো মানুষ কার্টেসি ভুলে গেছে। দোয়া করবেন।
আপনার জন্য শুভ কামনা সবসময়